আইএএস অফিসারদের বেতন কত

দেশ চালান আমলারা। আমলাদের দেশের যাবতীয় উন্নয়ন মূলক কাজকর্ম থেকে সরকারি পরিষেবা প্রদান সব ক্ষেত্রেই ভূমিকা থাকে। তাই আইএএস অফিসারের চাকরিতে ভালো বেতন ও সম্মানের সঙ্গে দেশকে পরিষেবা দেওয়া ও দেশের জন্য কাজ করার সুযোগ রয়েছে। আইএএস অফিসারদের বেতন কত?

আইএএস অফিসারদের বেতন কত 1

স্নাতক হলেই আইএএস অফিসার হওয়ার পরীক্ষায় বসতে হয়। দেশের অন্যতম সেরা চাকরি আইএএস (IAS) অফিসারের। আইএএস অফিসার হওয়ার স্বপ্ন লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেখেন, কিন্তু সফল হন হাতেগোনা কয়েকজন মাত্র। আইএএস অফিসার হতে হলে ইউপিএসসি (UPSC) পরীক্ষা পাশ করতে হয়।

ইউপিএসসি (UPSC) পরীক্ষা দেশের সব থেকে কঠিনতম পরীক্ষা বলে বিবেচিত হয়। এই পরীক্ষা পাশ করতে গেলে মেধার পাশাপাশি প্রয়োজন ধৈর্য ও কঠোর অধ্যাবসায়। আইএএস অফিসার হতে পারলে প্রশাসনিক ক্ষমতার পাশাপাশি মেলে নানা সুযোগ সুবিধা।

আইএএস অফিসারদের বেতন কত 2

তবে অনেক মানুষের মনে প্রশ্ন যে, আইএএস অফিসারদের বেতন কত হয়? জেনে নিন তাহলে।

আইএএস বা ইন্ডিয়ান অ্যাডমনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করলে আমলা হিসেবে কাজের সুযোগ মেলে। বিভিন্ন মন্ত্রক, প্রশাসনিক বিভাগে এই অফিসারদের পোস্টিং হয়। আইএএস অফিসারদের জন্য সর্বোচ্চ পদ দেশের ক্ষেত্রে ক্যাবিনেট সেক্রেটারি ও রাজ্যের ক্ষেত্রে মুখ্য সচিব।

আইএএস অফিসারদের বেতন কত 3

যাঁরা UPSC সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে আইএএস অফিসার হন অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি তারা ভালো বেতন পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী একজন আইএএস অফিসার ৫৬,১০০ টাকা বেসিক বেতন পান। এর ট্রাভেলিং অ্যালাউন্সেস, মহার্ঘ ভাতা, বাড়ির জন্য ভাতা সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন।

আইএএস অফিসারদের বেতন কত 4

একজন আইএএস অফিসার সব মিলিয়ে মাসে ১ লক্ষ টাকা বেতন পান। এর পর অভিজ্ঞতা ও প্রমোশনের ভিত্তিতে বেতন বাড়তে থাকে। ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে পৌঁছলে বেতন বেড়ে দাড়ায় আড়াই লক্ষ টাকা। আইএএস অফিসারদের জুনিয়র স্কেল, সিনিয়র স্কেল, সুপার টাইম স্কেল সহ ভিন্ন বেতনক্রম রয়েছে। এর ভিত্তিতেই যাবতীয় ভাতা ও তার পরিমাণ ঠিক হয়।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ