সুপ্রিয় পাঠক অনলাইন ইনকাম এর আরও একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত সাইটের পরিচয় করিয়ে দিতেই এই পোস্টটি। এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো বর্তমান সময়ের অত্যান্ত জনপ্রিয় এবং বিশ্বস্ত সাইট গ্রাথোর এর সাথে।
ঘরে বসে অনলাইন ইনকাম করতে চাইলে এই পোস্টটি আপনার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ তাই চলুন দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি।
প্রথমেই জেনে নিই গ্রাথোর থেকে কিভাবে আয় করবেনঃ
১। পোস্ট লিখে আয় করতে পারবেন,
২। শেয়ার করে আয় করতে পারবেন,
৩। রেফারেল করে আয় করতে পারবেন,
৪। দৈনিক ভিজিট বোনাস পাবেন,
৫। পোস্ট ভিউ বোনাস পাবেন
৬। কমেন্ট বোনাস পাবেন।
১। পোস্ট লিখে আয়ঃ
আপনি যেকোনো category বা বিভাগে বাংলা ভাষায় সর্বনিম্ন ৩৫০ শব্দের পোস্ট বা আর্টিকেল লিখে ৮ থেকে ৫০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন তবে প্রিমিয়াম মেম্বারদের জন্য এটি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেয়া হয়। সেক্ষেত্রে পোস্ট লিখার একটি নিতিমালা রয়েছে যেটি মেনেই লিখতে হবে। আপনি পোস্ট লিখে সাবমিট করার পর গ্রাথোর এডমিন তা এপ্রুভ করলে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্ট এ টাকাটি জমা হবে।
২। শেয়ার করে আয়ঃ
পোস্ট প্রকাশিত হওয়ার পর সেই পোস্টটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঐখান থেকে নির্দিষ্ট পরিমান ভিউ আসলে তার উপর আপনি বোনাস প্রাপ্ত হবেন।
৩। রেফার করে আয়ঃ
আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথেই গ্রাথোর আর্নিং প্রোগ্রাম এর মেম্বার হয়ে যাবেন এবং একটি রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন। এর পর কাজ হল সেই লিঙ্কটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বা আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন ঐ লিঙ্ক থেকে যতজন জয়েন করবে প্রতি জনের জন্য আপনি ৪০ টাকা করে পাবেন (শর্ত প্রযোজ্য)। হয়তো ভাবছেন আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি বলব অবশ্যই সম্ভব জাস্ট ট্রাই করুন আমরা তো আছিই। তাছাড়াও এখানে আরও কিছু সহজ কাজ রয়েছে জেনে নিন।
৪। দৈনিক ভিজিট বোনাসঃ
আপনি এই সাইটে দৈনিক ভিজিট করলেই বোনাস পাবেন। কি ভাবছেন? এইটাও কি খুব কঠিন কাজ? জি না, এই সহজ কাজটি করেও আপনি এইখান থেকে ইনকাম করতে পারবেন। এর চেয়ে সহজ কাজ বোধ হয় আর পৃথিবীতে পাবেন না।
৫। পোস্ট ভিউ বোনাসঃ
আরো একটি খুব সহজ কাজ হল পোস্ট পড়া আপনি অন্য লেখকের পোস্ট পড়েন কিংবা আপনার পোস্ট কেউ পড়লে উভয় ক্ষেত্রেই আপনি পাবেন পোস্ট ভিউ বোনাস।
৬। কমেন্ট বোনাসঃ
এছাড়াও পোস্ট পড়ে আপনার ভালো লাগা বা সমস্যা বা মতামত কমেন্ট করে জানিয়েও এইখান থেকে ইনকাম করতে পারবেন। মানে পোস্টে কমেন্ট করলেই আপনি পাবেন কমেন্ট বোনাস।
সবচেয়ে গুরুত্বপূর্ণ- কিভাবে টাকা তুলবেনঃ
অনলাইন ইনকামের জগতে এইটাই বোধহয় সবচেয়ে দামি প্রশ্ন। তবে গ্রাথোর এ কাজ আপনাকে পেমেন্ট মেথড নিয়ে ভাবতে হবে না। এইখানে উপার্জিত টাকা আপনি সহজেই বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
এবার হয়তো ভাবছেন আসলেই কি টাকা পাবো? আমি বলবো সেটা যাচাই করার জন্যও তো আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর আপনি অ্যাকাউন্ট করলেই দেখবেন যে গ্রাথোর এ প্রচুর লেখক লিখছেন এবং ইনকাম করছেন। এছাড়াও পেমেন্ট প্রুফ তো দেয়া আছেই। পেমেন্ট পাবেন সে ব্যাপারে আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি।
সর্বনিম্ন উইথড্রঃ
ফ্রি মেম্বার হলে ১০০০ টাকা এবং যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে ৮০০ টাকা হলেই তুলতে পারবেন।
এখানে আরও কিছু ইনকাম রয়েছে যেমনঃ
এইখানে প্রতি মাসে একজন সেরা লেখক হিসেবে পুরস্কৃত হন। এছাড়াও কিছু সহজ (কপি-পেস্ট) টাস্ক করেও ইনকাম করতে পারবেন। তাছাড়াও যে সদস্য ৫০০ এর বেশি সংখ্যাক পোস্ট লিখবে তাকে দেয়া হয় গোল্ডেন বোনাস।
মনে রাখতে হবেঃ
কোন ওয়েবসাইট, ব্লগ, নিউজ পেপার অথবা কোন সোশ্যাল মিডিয়া সাইট থেকে দেখে দেখে লিখলে অথবা হুবহু কপি করে সাবমিট করলে পোস্ট ডিলিট করার সাথে সাথে একাউন্টও ডিজেবল করে দেওয়া হবে।
অ্যাকাউন্ট করতে এই লিঙ্কে ক্লিক করুন। কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।
সব ধরনের বিশস্থ অনলাইন ইনকামের সাইট সম্পর্কে সবার আগে জানতে হলে আমাদের সাথেই থাকুন।
পোস্টটি সম্পর্কে আপানার মূল্যবান মতামত বা কোন প্রশ্ন থাকলে জানানোর অনুরোধ জানিয়ে শেষ করছি।
পোস্টটি পড়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আরো পড়ুন >>>
ইনকাম করুন কোন অভিজ্ঞতা ছাড়াই আর পেমেন্ট নিন বিকাশে।
কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবে ? জেনেনাও জেনুইন কয়েকটি পদ্ধতি সম্পর্কে !
Comments (No)