অনলাইনে গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করুন ঘরে বসে ।

ভিজ্যুয়াল কনটেন্ট, হিউম্যান হিসেবে আমাদের সবার প্রিয়। আমাদের আশেপাশে বই কভার থেকে বিস্কুটের প্যাকেট পযর্ন্ত যত ডিজাইন সবই গ্রাফিক্স ডিজাইনারের কাজ।ইন্টরনেট জগতের কথা।

একেবারে সহজ ভাষায় বলতে গেলে গ্রাফিক ডিজাইন হলো ট্যাক্স এবং ইমেজের কম্বিনেশনে পুরো ডিজাইন তৈরি করা। যে ডিজাইন গুলো বিভিন্ন বিজ্ঞাপন কম্পানি লোগো এবং কোম্পানির প্রচার প্রচারণার জন্য ব্যানার হিসেবে ব্যবহার করা হয়।

অর্থাৎ কোন ছবি, সংকেত চিহ্ন,  বিভিন্ন সেপ এবং লেখার কম্বিনেশনে তৈরি ডিজাইনই গ্রাফিক ডিজাইন।তৈরি নান্দনিক ও আকর্ষণীয় ডিজাইন। যারা বিভিন্ন কম্পানি প্রমোশন এবং বিজ্ঞাপন কাজ করা হয়।

চিন্তা করলে একটি ওয়েবসাইটের লোগো থেকে অ্যাডের ব্যনার একজন গ্রাফিক্স ডিজাইনার করে থাকে। এটুকু থেকে বুঝে যাওয়ার কথা জগতে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা কতটুকু।

অনলাইনে গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করুন ঘরে বসে । 1

গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। একজন গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বেশি হওয়ায় আপনাকে কাজ পেতে খুব একটা কষ্ট করতে হবে না।

অনলাইনে আয় করার জন্য গ্রাফিক্সডিজাইন শেখা যুগউপযোগী সিদ্ধান্ত।

একজন গ্রাফিক্স ডিজাইনারের মাসিক আয় কমপক্ষে $৩০০০-$১০,০০০+ হয়ে থাকে। আপনি কাজে যত দক্ষ ও ভালো মানের কাজ ডেলিভারি দিতে পারবেন তত ডিমান্ড ও ইনকাম বাডতে থাকবে।

গ্রাফিক্স ডিজাইনারের কাজের সেক্টর ভাগ করলে অনেকগুলো সাবসেক্টর হয়। যেমন:- লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদিসহ আরো অনেককিছু যা এখানে আলোচনা করা যুক্তিযুক্ত নয় তাই বিষয়টা গুগল করে দেখে নিবেন। এর যেকোনো দু-একটি শিখেই আয় করা যায়।

আটিকেলটি : sohojincome.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ