ছাত্রদের জন্য অনলাইনে আয় ; বর্তমান যুগ ডিজিটাল যুগ। মানুষ এখন গতানুগতিক চাকরির পাশাপাশি অনলাইনে আয় করছে প্রতিনিয়ত।
ছাত্র-ছাত্রীরা তাঁদের পড়াশোনার পাশাপাশি নিজেরদের হাত খরচের টাকাটা নিজেরাই জোগাড় করতে চায়। এমন অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। সেইসব পরিবারের পক্ষে হয়তো তাঁদের পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয়ে উঠে না।
সেসব শিক্ষার্থীদের জন্য অনলাইনে আয় করাটা একটা সুবর্ণ সুযোগ। তবে আমার মনে হয় শুধু আর্থিক অবস্থা খারাপ এমন শিক্ষার্থী নয়, সব ছাত্র-ছাত্রীদেরই নিজেরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য ছাত্র জীবন থেকেই পড়াশোনার পাশাপাশি নিজের খরচ নিজে চালিয়ে নেওয়ার জন্য কিছু করা উচিত।
বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগ ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ইনকাম করার সহজ উপায় বাতলে দিয়েছে। এখন যেকোনো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিজেদের পড়াশোনার পাশাপাশি কাজ করে ইনকাম করতে পারে।
আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন এবং অনলাইনে থেকে আয় করার উপায় খুঁজেন, তবে এই আর্টিকেলটি আপনার জন্যই। আমরা এই আর্টিকেলে ছাত্রদের জন্য অনলাইনে আয় করার উপায়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
অনলাইন থেকে কি আসলেই ইনকাম করা যায়?
আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা কাজ করে, অনলাইন থেকে সত্যিই কি আয় করা যায়? জি হ্যাঁ, অনলাইন থেকে আয় করা যায়। আর আমিই নিজেই তার জলজ্যান্ত প্রমাণ।
আপনার মতো আমার নিজেরও একটা সময় এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতো। তবে যখন অনলাইনে কাজ করা শুরু করলাম তখন দেখলাম, সত্যিই অনলাইন থেকে আয় করা যায়
তবে অনেকেই এ বিষয়টা জানলেও তারা জানেন না, ঠিক কিভাবে অনলাইন থেকে আয় করা যায়?
আমরা তাঁদের জন্যই এখন অনলাইন থেকে আয় করার কয়েকটি জনপ্রিয় এবং সহজ উপায় তুলে ধরবো।
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার ৭ টি সহজ উপায়
অনলাইন থেকে আয় করার অনেক উপায় রয়েছে। তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করতে আপনাকে প্রথমে সে বিষয়ের উপর ভালোমানের কোর্স করে নেওয়া লাগবে।
আমরা এই আর্টিকেলে সেসব কাজগুলো না বলে এমন কিছু সহজ কাজ বলবো যেগুলো আপনি খুব সহজেই করতে পারবেন।
তাহলে চলুন দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাই;
১. আর্টিকেল / কন্টেন্ট রাইটিং করে আয়
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার একটি সহজ উপায় হচ্ছে এই কন্টেন্ট রাইটিং। আপনার যদি লেখালেখির প্রতি অনুরাগ থাকে তবে এটি হতে পারে আপনার জন্য সেরা চয়েস।
কন্টেন্ট রাইটিং খুব একটা কঠিন জিনিস না। আপনার যদি লেখালেখির উপর মোটামুটি দখল থাকে তবে আপনি খুব সহজেই এই আর্টিকেল লেখার মাধ্যমে নিজের হাত খরচের টাকাটা জুগিয়ে নিতে পারবেন।
আপনি বাংলা ভাষাতে আর্টিকেল লিখতে পারবেন। তবে ইংরেজির উপর যদি আপনার ভালো দক্ষতা থাকে, তাহলে তো সোনার হরিণ হাতে পেয়ে যাবেন। ইংরেজি আর্টিকেল লিখে আপনি খুব ভালোমানের একটা আয় করে নিতে পারবেন মাস শেষে।
আমি নিজেও একজন স্টুডেন্ট। আর এই আর্টিকেল লিখেই আমি আমার পড়াশোনার খরচটা চালিয়ে নিতে পারছি। সেজন্যই আমি এই আর্টিকেল লিখাকেই প্রথম অবস্থানে রেখেছি।
২. ইউটিউব থেকে ছাত্রদের জন্য অনলাইনে আয়
বর্তমানে ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম। আর এই জনপ্রিয় প্লাটফর্মটিকে কাজে লাগিয়েই কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন।
ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা যায়। আপনার পছন্দের বিষয়টি বেছে নিয়ে সে বিষয়েই ভিডিও বানানো শুরু করুন।
সেটি হতে পারে আপনার পছন্দের ভ্রমণ নিয়ে কিংবা রান্নাবান্না, বিনোদন, শিক্ষণীয় কিংবা আপনার বিশেষ কোনো স্কিলের উপর ভিডিও।
আপনি এই ইউটিউব ভিডিওতে গুগল এডসেন্স দিয়ে ঘরে বসেই ইনকাম করতে পারবেন মোটা অঙ্কের টাকা।
৩. ব্লগিং করে আয়
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার একটা জনপ্রিয় উপায় হচ্ছে ব্লগিং। আপনার লেখালেখির উপর ভালো দক্ষতা থাকে তবে ব্লগিং নিয়ে ভাবতে পারেন।
তবে ব্লগিং করতে ধৈর্য্যের প্রয়োজন অনেক। আপনাকে ধৈর্য ধরে এটাতে লেগে থাকতে হবে। আপনার যদি লেখালেখির প্রতি ভালোবাসা জন্মে যায় তবে এই ব্লগিং করেই আপনি মাসে মোটা অঙ্কের আয় করে ফেলতে পারবেন।
৪. ই-কমার্স করে ইনকাম
বর্তমান ডিজিটালাইজেশনের যুগে মানুষ গতানুগতিক মার্কেট থেকে কেনাকাটা করার চেয়ে অনলাইনে কেনাকাটা করতেই বেশি স্বাচ্ছন্দবোধ করে।
আর আমরা যখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মকে কাজে লাগিয়ে পণ্য কেনা-বেচা করি সেটাকেই মূলত ই-কমার্স বলা হয়।
একজন ছাত্রের জন্য অনলাইনে আয় করার একটা দারুণ উপায় হলো এই ই-কমার্স। তবে বর্তমানে এই ই-কমার্সের সাথে অনেক মানুষ জড়িত।
তাই আপনি যদি ই-কমার্সের মাধ্যমে আয় করতে চান তবে আপনাকে একটু চালাক হতে হবে। মানুষের চাহিদার দিকে দৃষ্টি রেখে ইউনিক কোনো জিনিস দিয়ে শুরু করতে পারেন এই অনলাইন কাজটি।
৫. অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম
ইন্টারনেট কিংবা অনলাইনের সাথে যুক্ত অথচ এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নাম শুনেন নি, এমন মানুষ লাখে একজনও হবে না। বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তার তালিকায় আছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং।
এই অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে বুঝায় কোনো ই-কমার্স সাইটের পণ্য নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করিয়ে দিয়ে কমিশন পাওয়া। কঠিন লাগছে কী?
আচ্ছা চলুন, একটু সহজে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি নিশ্চয়ই জনপ্রিয় বিভিন্ন ই-কমার্স সাইট যেমন; অ্যামাজন, আলিবাবা ইত্যাদির নাম শুনেছেন? এখন আপনার নিজের যদি একটি ওয়েবসাইট বা ব্লগ থাকে তাহলে, ই-কমার্স সাইটের পণ্যগুলো আপনি আপনার সাইটের মাধ্যমে প্রমোট করতে পারেন।
যখন আপনার প্রমোট করা কোনো পণ্য কেউ কিনবে, তখন ঐ ই-কমার্স সাইট থেকে ঐ পণ্যের দাম থেকে আপনাকে একটা নির্দিষ্ট এমাউন্টের কমিশন দেওয়া হবে।
আর এভাবেই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন
৬. ছবি বিক্রি করে অনলাইন থেকে ইনকাম
আমরা অনেকেই শখের বশে ছবি তুলে থাকি। নিজের কিংবা গাছ, লতাপাতা , প্রকৃতির ছবি আমরা প্রতিনিয়তই তুলে থাকি।
অনেকে ভালো ছবি তুলতে পারার জন্য বন্ধুমহলে ফটোগ্রাফার পদবি ও পেয়ে যাই। অথচ আমরা জানিই না এই ছবিগুলো বিক্রি করেও কিন্তু অনলাইন থেকে আয় করা যায়।
আপনার যদি ভালোমানের ছবি তোলার হাত থাকে, তবে নিজের এই প্রতিভাকে কাজে লাগিয়েই ইনকাম করুন অনলাইন থেকে।
শাটারস্টকের মতো এমন আরো অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনার তোলা ছবিগুলো কিনে নিবে।
৭. সার্ভে করে আয়
ছাত্রদের জন্য অনলাইনে আয় করার একটি সহজ উপায় হচ্ছে সার্ভে করে আয়। এর জন্য কোনো বিষয়ের উপর তেমন একটা দক্ষতারও প্রয়োজন পরে না।
অনলাইনে এমন অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে বিভিন্ন বিষয়ের উপর সার্ভে করানো হয়ে থাকে। আপনার আমার মতো মানুষেরাই কিন্তু সেই সার্ভেগুলো করে থাকে।
একেকটা সার্ভে সম্পন্ন করতে প্রতিদিন ২০-৩০ মিনিট সময় দিলেই হয়। খুব সহজ কিছু প্রশ্ন দিয়ে সার্ভেগুলো করানো হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই।
শেষ কথা
বর্তমানে বিশ্বের প্রায় সব মানুষই অনলাইনে ইনকাম করতেই বেশি আগ্রহবোধ করেন। এতে বাঁধাধরা কোনো সময়ের প্রয়োজন পরে না। তাই ছাত্রদের জন্য অনলাইনে আয় করা একটি সুবর্ণ সুযোগ।
অনলাইনে আয় করার অনেক উপায় রয়েছে। আমরা এখানে সবচেয়ে সহজ উপায়গুলো তুলে ধরেছি৷ আপনি যদি উপরের যেকোনো একটি কাজও খুব ভালোভাবে করতে পারেন, তবে আপনার লেখাপড়ার খরচের জন্য এখন থেকে আর ভাবতে হবে না।
আশা করি এই আর্টিকেলটি আপনাকে আপনার অনলাইন ইনকামে সাহায্য করবে। এছাড়াও যদি আপনার আরো কিছু জানার থাকে, তবে কমেন্ট করতে ভুলবেন না!
Comments (No)