Youtube এ বেশি বেশি ভিও পেতে হলে যা যা করতে হবে।
হাই বন্ধুরা আমি মেশকাত ।
আমি আবারো হাজির হলাম আপনাদের সামনে একটু নতুন ও কার্যকারি পোস্ট নিয়ে।
এই পোস্ট টি কেবল পড়লেই হবে না এইটা কাজে লাগাতে হবে।
তা না হলে সারা জীবনও কোন ভিও পাবেন না।
তো চলুন শুরো করা যাক।
১।কোন ভিডিও তৈরি করার আগেই কিছুটা কি ওয়ার্ড রিচার্চ করে নিতে হবে।
২।এবং কি ওয়ার্ড রিচার্চ ভাল মতো হয়ে গেলে সবচেয়ে ভাল কি ওয়ার্ড এর ওপ্র ভিত্তি করে ভিডিও এর টাইটেল দিতে হবে।এবং তারপরে সে অনুযায়ী ভিডিও বানানো শুরো করতে হবে।
৩। টাইটেলে যে কি ওয়ার্ড থাকবে তার সার্চ ভলিওম অনেক বেশি থাকা লাগবে।
আর কম্পিটিশন যত কম থাকে ততো ভালো হয়।
তবে যাদের নতুন চ্যানেল তারা কপমিটিশন মাঝারি থাকলেও নিবেন না।
কারন এই কপমিটিশন যতো বেশি হবে নতুন দের জন্য সামনে আসা ততো কষ্ট হয়ে যাবে।তাই এই ব্যপারটা অবশ্যই মাথায় রাখতে হবে।.
৪।এই বার টাইটেলের সাথে মিল রেখে কিছু সুন্দর ট্যাগ খুজে বের করতে হবে।
ট্যাগ অবশ্যই রিলেটেড হতে হবে তা না হলে ইনকাম ঠিক মতো পাওয়া যায় না।
৫। ট্যাগ এমন ভাবে দিতে হবে যেন আপনার নিজের চ্যানেলের আরো বেশ কয়েকটা ভিডিও suggest এ চলে আসে।এই টা করার জন্য আপনার নিজের চ্যানেলের আগের ভিডিও এর টাইটেল কিছুটা কপি করে দিতে হবে।তাহলে কাজ হয়ে যাবে।তবে হবেই এর কোন গ্যারান্টি নেই।
৬।ট্যাগের প্রথমে আপনার ভিডিও এর টাইটেল পুরাটা তুলে দিতে হবে।এরপরে দিতে হবে আপনার চ্যানেলের নাম।এর পর দিতে হবে আপনার টাইটেল থেকে আরো কিছু ছোট ছোট ট্যাগ।
৭।এরপরে বাকি যেই ট্যাগ গুলা থাকবে সেই গুলা বসিয়ে দিবেন।ট্যাগ অবশ্যই ৫০০ ওয়ার্ডেরি দিবেন।
৮।এবার আসি Description এ।এইখানে ১মে আপনার ভিডিও এর টাইটেল বসিয়ে দিতে হবে।এর পরে Description এমন কিছু লেখা থাকবে যা ওই ভিডিও সম্পর্কে হবে।এবং এই কথা গুলার মধ্যে চালাকির মাধ্যমে কিছু ট্যাগ লিখে ফেলতে হবে।
৯। Description এর মধ্যে আপনি যেই ট্যাগ গুলা ব্যাবহার করেছেন তা বসিয়ে দিবেন একদম নিচে।
১০। Description ২-৩ হাজারের মধ্যে দিলেই এনাফ।এর বেশি না দেওয়াইয় ভাল।
১১। Description এর প্রথম ২০০ ওয়ার্ড কে বলে মেটা ট্যাগ।তাই এই ২০০ ওয়ার্ড মধ্যে যতো পারেন ট্যাগ ভরে দিবেন চালাকির মাধ্যমে।
১২।এই বার ভিডিও শেয়ার করতে হবে।ভিডিও একজন মলে শেয়ার করলে সারা জীবনও তেমন ভিও আশা করতে পারবেন না।তাই এই ব্যাপারে আপনার কিছু বন্ধুদের হেল্প নেবে যারা আপনার ভিডিও শেয়ার করে দিবে মাঝে মাঝে।
১৩।শুধো ফেবুতে শেয়ার করলে হবে না।শেয়ার করতে হবে বিভিন্ন ব্লগ সাইটে।এতে করে এত দ্রুত ভিও পাবেন তা কল্পনা করতে পারবেন না।
১৪।মনে রাখবেন সব সময় আগে youtube এর seo এর কাজ টা শেষ করে নিবেন।তারপরে শেয়ার করা শুরো করবেন।
তা নাহলে শেয়ার করা টাই ব্রিথা হয়ে যাবে।
১৫।youtube এ কাজ করার জন্য tubebuddy অবশ্যাই ব্যাবহার করবেন।
যারা tubebuddy সম্পর্কে কিছুই জানেন না তারা youtube সার্চ দেন how to install tube buddy on chrome bangla হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন।
১৬।ভিডিও চেষ্টা করবেন embed করতে ।এতে youtube ঐ ভিডিও টা একটা বিশেষ নজরে দেখবে।তাই যতো পারেন ভিডিও embed করেন।এইটা শেয়ার করার থেকে অনেক বেশি কার্যকরি।
১৭।ভিডিও শেয়ার করার সময় thumbnail টা বড় করে নিবেন। thumbnail বড় করার জন্য fb linker ব্যবহার করেন।দারুন কাজে দেবে।
১৮।আর আপনার ভিডিও তে অবশ্যই খুব সুন্দর একটা thumbnail দিবেন।এতে করে ভিও পাবার সম্ভবনা অনেক বেড়ে যায়।
১৯। thumbnail এ চেষ্টা করবেন হাতে কিছু ধরে আছেন এমন কিছু দিতে এবং সেই জিনিস টা তির চিহ্ন করে দেওয়া।
২০. ১-২ মাস এই কাজ গুলা করার পর ভিও না পেলে youtube seo আবার নতুন করে করতে হবে।
কারন youtube search view না পেলে সারা জিবনো ভিও বাড়বে না।সাধারনত ২ হাজার ভিও করাতে পারলে সেই ভিডিও সার্চ করলে পাওয়া যায়।
এবং তারপরে আর শেয়ার টেয়ার করা লাগে না।
Comments (No)