অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকামের ৫টি উপায়

অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকামের ৫টি উপায়

অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকামের ৫টি উপায় কি কি? অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করা করা কোনো কঠিন ব্যাপার না। যেকেউ চাইলে কিছু টিপস ফলো করেই অনলাইন থেকে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারেন।

অনলাইনে দৈনিক ২০০ টাকা ইনকাম করাটা যদি শুরুতে আপনার কাছে কম লাগছে । কিন্ত সময়ের সাথে সাথে তা বেড়ে অনেক বেশি হওয়ার চান্স রয়েছে।

এমনিতে আপনি টাকা ইনকাম করার ৩টি ওয়েবসাইট থেকে দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেক সহজেই। 

আমি যে সাইট গুলোর নাম আপনাকে বলব সেগুলো ব্যবহার করে আপনি দৈনিক ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

এবং আপনাকে সারাদিন কাজ ও করতে হবে না। মানে আপনাকে সারাদিন laptop / computer এর সামনে বসে থাকতে হবে না।

যখন আপনি সময় পাবেন তখন আপনি কাজ করে দৈনিক / প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন। 

কিভাবে মোবাইল দিয়ে real টাকা ইনকাম করতে হয় সেই ব্যাপারেও আমি আগেই বলেছি।

যেহেতু এই কাজ গুলো যেকোনো সময়েই করে টাকা ইনকাম করা যায়, আর তাই এই কাজ গুলো করতে মানুষ অনেক বেশি আগ্রহি।

অনলাইনে টাকা ইনকামের যে উপায় আমি আপনাদেরকে বলেছি, সেগুলো ব্যবহার করে লোকেরা হাজার হাজার টাকা ইনকাম করছে। 

তাওলে চনুল এখন বলি কিভাবে অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করবেন?

Table of Contents

অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার জন্য কি করা লাগবে?

অনলাইনে টাকা আয় বা ইনকাম করতে আপনার কিছু স্কিল এর প্রয়োজোন হবে। তা ছাড়া আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করাটা বেশ কষ্ট কর হয়ে পড়বে।

আমি যে কাজের কথা বলেছি আপনি সেই কাজ অনুযায়ী স্কিল শিখবেন। এবং এগুলো শেখাও বেশ সহজ। 

আপনি যদি স্কিল শিখে কাজ করেন তাওলে অন্যের তুলনাই অনেক বেশি কাজ পাওয়ার সম্ভবনা রয়েছেন।

এবং যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম ও করার সুযোগ থাকে। তাই আমি যে কাজের কথা বলেছি। যেগুলো করে দৈনিক ২০০ টাকা ইনকাম করতে পারবেন সেই কাজের রিলেটেড স্কিল গুলো শিখবেন।

অনলাইনে ২০০ টাকা ইনকাম করার সেরা ৫টি উপায় কি?

অনলাইন থেকে প্রতিদিন ১০০ হাজার টাকা ইনকাম এর উপায় আমি আগেই বলে দিয়েছি। তাই আপনি দৈনিক ১০০০ হাজার টাকা ইনকাম করতে হলে সেই ব্লগটি পড়তে পারেন। 

এখন আপনাদেরকে জানাব অনলাইনে ২০০ টাকা ইনকাম করার সেরা ৫টি মাধ্যম কি? তা। 

দেখুন, আপনি অনেক উপায়েই অনলাইনে থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে আমি আপনাদেরকে জানাব অনলাইন এ ২০০ টাকা ইনকাম করার সেরা ৫টি উপায় সমপর্কে। 

তাওলে চলুন অনলাইন ইনকাম সাইট বা অনলাইন ইনকাম সাইট বাংলাদেশ নাম জেনে নেওয়া যাক। 

১. টাইপিং করে টাকা ইনকাম 

আপনি যদি লেখা-লেখিতে এক্সপার্ট হন বা আপনার লেখতে ভালো লাগে তাওলে এই স্কিল বা কাজ কে কাজে লাগিয়েও কিন্তু প্রতিদিন কমেও ২০০ টাকা ইনকাম করতে পারবেন। 

টাইপিং করে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই জন্য আমি আমার ওয়েবসাইট Bangla Tech Online এ অনেক আগেই একটি ব্লগ publish করেছি আপনি সেটি পড়তে পারেন। 

যাই হোক, আপনি টাইপিং করেও প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারেন। যদি কিনা আপনি লেখা লেখিতে অনেক বেশি এক্সপার্ট হোন তাওলে। 

আপনি যদি চান মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম করতে সেটাও সম্ভব। এবং আপনি বাংলা টাইপিং করেও টাকা ইনকাম করতে পারবেন।

যাই হোক আপনি টাইপিং করে অনেক উপায়েই টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি সেই উপায় গুলো একেক একেক করে বলব।

টাইপিং করে কিভাবে টাকা ইনকাম করবেন? টাইপিং করে টাকা ইনকাম করার সেরা উপায় কি?  

টাইপিং করে আপনি অনেক উপায়ে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। এবং আমি আমার টাইপিং করে টাকা ইনকাম ব্লগে তা বিস্তারিত বলেছি।

আপনি যদি এই কাজ করে প্রতিদিন / দৈনিক ২০০ টাকা ইনকাম করতে চান তাওলে সেই ব্লগটি পড়েন।

অনেক উপায়েই আপনি টাইপিং করে টাকা ইনকাম করতে পারেন। যেমন: অনলাইনে টাইপিং জব করে টাকা ইনকাম, মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম ইত্যাদি। 

তবে, এখন আমি আপনাদেরকে বলব ৫টি উপায়ে টাইপিং করে টাকা ইনকাম কিভাবে করবেন তা 

  • টাইপিং এর মাধ্যমে ব্লগিং করে টাকা ইনকাম
  • ফ্রিল্যান্সিং কন্টেন্ট রাইটিং করে টাকা ইনকাম
  • কপিরাইটিং কাজ করে টাকা ইনকাম
  • রিজিউম রাইটিং করে টাকা ইনকাম
  • এবং, ক্যাপশনিং করে টাকা ইনকাম

তো, আমি আপনাদের কে এখানে ৫টি উপায়ে টাইপিং করে কিভাবে টাকা ইনকাম করতে হয় বা করবেন তা বলেছি।

আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ব্লগটি পড়েন। এবং সঠিক তথ্য জনে টাইপিং করে দৈনিক ২০০ টাকা ইনকাম করুন। 

২. ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম

ফিল্যান্সিং প্লাটর্ম থেকে ও কাজ করে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা অনেক সহজেই ইনকাম করা যাবে।

ফ্রিল্যান্সিং এর কোন কাজের চাহিদা বেশি এটা জানতে দৈনিক ২০০ টাকা বা ৫০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। 

ফ্রিল্যান্সিং এর অনেক প্লাটর্ম আছে যেমন: Fiveer, Guru, Upwork Freelancing.com ইত্যাদি থেকে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন।

তবে আপনি যদি ফ্রিল্যান্সিং প্লাটর্ম থেকে টাকা ইনকাম করতে চান তাওলে আপনার মাজে কিছু দক্ষতা থাকতে হবে।

আপনার যদি সেই দক্ষতা না থাকে তাওলে ফ্রিল্যান্সিং প্লাটর্ম গুলো থেকে কোনো টাকায় ইনকাম বা আয় করতে পারবেন না। 

ফ্রিল্যান্সিং এ ২০০ টাকা ইনকাম করতে কি কি দক্ষতা থাকতে হবে?

আমি আগেই বলেছি আপনি যদি ফ্রিল্যান্সিং প্লাটর্ম থেকে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে চান তাওলে আপনাকে অবজ্ঞতা থাকা লাগবে।

এবং কিছু দক্ষতা থাকলে প্রতিদিন / দৈনিক ২০০ টাকা ইনকাম করা কোনো কঠিন ব্যপার না। 

এখন আমি আপনাদেরকে বলি ফ্রিল্যান্সিং করে ২০০ টাকা ইনকাম করতে কি কি দক্ষতা থাকা লাগবে? 

ফ্রিল্যান্সিং করে ২০০ টাকা থেকে টাকা ইনকাম করার জন্য যা যা দক্ষতা থাকা লাগবে তা হলো:

  • কন্টেন্ট রাইটিং (Content writing)
  • কপিরাইটিং
  • কোডিং (Coding)
  • Graphics Designing
  • HTML, CSS
  • HTML, CSS & Javascript
  • WordPress Website Create
  • SEO (Search Engine Optimization)
  • On-Page SEO
  • Off-Page SEO
  • Technical SEO
  • Digital Marketing

আপনি যদি ফ্রিল্যান্সিং করে দৈনিক ২০০ টাকা ইনকাম করতে চান তাওলে আপনাকে এই কয়েকটি কাজ শিখতে হবে।

দেখনু, আমি উপরে যে স্কিল এর কথা বলেছি। যেগুলো করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন। সেগুলো কিন্তু কোনো কঠিন কাজ না। আপনার হয়তো প্রথম দেখাতে মনে এই কাজ গুলো খুবই কঠিন, কিন্তু আপনি যদি Practically কাজ গুলো করেন তাওলে আপনার মনে হবে এগুলো অনেক সহজ। 

এবং উপরে অনেক কাজ আমি নিজেই করি। মানে আমার উপরের অনেক গুলো কাজেই দক্ষতা আছে।

৩. আর্টিকেল রাইটিং

আর্টিকেল রাইটিং লেখের কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করা বেশ সহজ একটি কাজ।

এই কাজে আপনি অন্যের জন্য আর্টিকেল লেখে দেবেন, এবং এর বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।

এবং এই কাজের প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ রয়েছে। কেননা এই কাজে আপনাকে কোনো fix টাইমে করা লাগবে না।

আপনি যে সময় কাজ করতে চান সেই সময়ে কাজ করে প্রতিন ২০০ টাকা থেকে শুরু করে ৫০০, ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।

আর্টিকেল লিখে সহজেই টাকা ইনকাম করতে আপনি বিভিন্ন ব্লগ/ওয়েবসাইট এর মালিকের সাথে যোগাযোগ করতে পারেন।

এবং তাদেরকে আর্টিকেল লিখে দেওয়ার জন্য প্রস্তাপ দিতে পারেন। এবং তারা সেই প্রস্তাপটি গ্রহন করলে আপনি সেই জায়গা থেকে অনেক কম সময়েই ২০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন। 

এটা অনেক সহজ উপায় অনলাইনে থেকে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার। কেননা আপনি যদি ১০ জন ব্লগ বা ওয়েবসাইটের মালিকের কাছে মেইল করে আর্টিকেল রাইটিং এর proposal দেন তাওলে এখান থেকে অন্তত ২-৩ জন তো আপনার proposal গ্রহন করবে।

এবং আপনি যদি সেই ২ থেকে ৩ জন ব্যাক্তি বা ওয়েবসাইট এর আর্টকেল লেখের কাজ পেয়ে যান তাওলে সেখান থেকে প্রতিদিন ২০০ টাকা থেকে ৫০০ টাকা ইনকাম করে নিতে পারবেন। 

তবে আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আর্টিকেল রাইটিং এ ভালো হতে হতে হবে। তাওলে কেবল আর্টিকেল লিখে ২০০ টাকা প্রতিদিন ইনকাম করা সহজ হবে।

আর আপনি যদি Duplicate আর্টিকেল লিখে দেন তাওলে কিন্তু কখনও টাকা ইনকাম করতে পারবেন না। 

আর্টিকেল লিখে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু বিষয়ে মনযোগ দিতে হবে। আর তা হলো:

  • আপনি যে আর্টিকেল লিখবেন সেই আর্টিকেলটি যাতে SEO (এসইও) ফ্রেন্ডলি হয়ে থাকে।
  • আর্টিকেলটি যাতে Duplicated না হয়।
  • আর্টিকেলটি যাতে কোয়ালিটি ফুল হয়।

আপনাকে মূলত্ব এই বিষয়ে নজর দিতে হবে। যদি কিনা আপনি আর্টিকেল লিখে প্রতিদিন কমপক্ষে ২০০ টাকা ইনকাম করতে চান তাওলে।

৪.PTC (পিটিসি) ওয়েবসাইট

PTC এর মানে হলো Paid-To-Click. PTC এর মাধ্যমে আপনি একজন ইউসার হিসেবে বিজ্ঞাপণ দেখে থাকেন।

এবং সেই বিজ্ঞাপণ দেখার মাধ্যমে মূলত্ব আপনি টাকা ইনকাম করার সুযোগ পাবেন।

PTC এই টাইপের ওয়েবসাইট গুলো থেকে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে আপনার কোনো অবিজ্ঞতা থাকা লাগবে না।

মানে আপনার যদি কোনো স্কিল নাও থাকে তাওলে আপনি এই PTC ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

তবে এই রকম সাইটের মাধ্যমে দৈনিক ২০০ টাকা ইনকাম করা যাবে কিনা তা আমি সঠিক বলতে পারব না।

কেননা আমি এই ধরনের ওয়েবসাইটে কোনো দিন কাজ করি নি। তাই এই সম্পর্কে আমি ভালো করে বলতে পারব না যে PTC এর মাধ্যমে কি আপনি দৈনিক ২০০ টাকা ইনকাম করতে পারবেন কিনা ।

তবে আপনার যদি কোনো স্কিল (Skill) না তাকে, আর আপনি চান অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে তাওলে এই ধরনের ওয়েবসাইটে ঘেটে দেখতে পারেন।

৫. অ্যাপ / ওয়েবসাইট রেফার করে টাকা ইনকাম?

আপনি যদি অনলাইন থেকে ডলার / টাকা ইনকাম করতে চান তাওলে একটি ভালো মাধ্যম হতে পারে রেফার প্রোগ্রাম এ যুক্ত হয়ে টাকা ইনকাম।

রেফার প্রোগ্রাম মানে হলো অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের অ্যাপ বা ওয়েবসাইট কে আপনার মাধ্যমে আরও কিছু মানুষ যুক্ত করা।

এখন প্রায় সব কোম্পানি বা প্রতিষ্ঠানের রেফার প্রোগ্রাম থাকে। আপনি সেগুলোতে add বা যুক্ত হয়েও কিন্তু প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারেন।

এখন আপনি যে কোম্পানির রেফার প্রগ্রামে যুক্ত হবেন, সেখানে যুক্ত হওয়ার পর আপনার পরিবার, বন্ধুদের কে সেই কোম্পানির অ্যাপ বা ওয়েবসাইটে যুক্ত করে অনায়াশে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন। 

তবে আপনি যদি চান রেফার করে অনেক অনেক বেশি টাকা ইনকাম করতে তাওলে আপনার একটি শক্তিশালী নেটওয়ার্ক থাকা জরুরি।

আমাদের কিছু টিপস,

আপনি তো আমাদের লেখা পড়ে জানতে পারলেন অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকামের ৫টি উপায় সম্পর্কে। এখন আপনি যদি এই ৫টি অ্যাপস দিয়ে টাকা ইনকাম করতে চান, তাওলে আপনি এই অ্যাপস গুলো সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেবেন।

কেননা অনলাইনে অনেক ভালো অ্যাপস বা ওয়েবসাইট থাকার পাশাপাশি অনেক খারাপ বা স্পেম অ্যাপস ও রয়েছে। আর তাই আমাদের কে অনলাইনে টাকা ইনকাম করতে সর্তকতার সাথে কাজ করতে হবে।

সব শেষে আমি বলব অনলাইনে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করা কোনো বড় ব্যাপার না। তবে আপনাকে সর্তকতার সাথে কাজ করতে হবে। তাওলেই প্রতিদিন ২০০ টাকা ইনকাম সম্ভব।

ভালো থাকবেন। আর আমাদের এই আর্টিকেলটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার বাকি বন্ধু বান্ধুবীদের সাথে শেয়ার করবেন

আমাদের বাকি সব আর্টিকেল পড়েন

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ