অনলাইনে কেরিয়ার গড়তে চান ? তাহলে এই পোষ্টটি আপনার জন্য গুরুত্বপূর্ন। 1

আপনারা অনেকেই আছেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চান।
কিন্তু কিভাবে শুরু করবেন কিছুই জানেন না।
আমি আগেই বলি আপনি যদি অনলাইন থেকে ভালো এমাউন্টের টাকা আয় করতে চান তাহলে আপনাদে অনেক expart হতে হবে।
নতুবা আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। বাস্তব জীবনের থেকে অনলাইনে টাকা ইনকাম করা কঠিন।
কিন্তু কোয়ালিটি যানা থাকলে এর থেকে সহজ আর কিছুই নেই। আমি আগেই বলেছি আপনাকে দক্ষ হতে হবে। আপনি আগে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করুন। এর পরে ভাবুন আপনি কিসের ওপর কাজ করবেন?
earnmoneyonline
আপনি কিসের উপর expart হতে চান?

অনলাইনে কাজের সব থেকে মুল্য বেশি যে কাজ গুলো:

তার মধ্য
SEO= Search Engine Optimization, HTML/css= Hyper text markup language/Cascading Style Sheets (web design), Web development, wordpress, wordpress theme development, article writing etc main.

Seo এর গুরুত্ব অনেক বেশি। অনলাইনে অনেক website আছে যার অল্প টাকার বিনিময়ে উপরের কাজ গুলার শিখাই।
বিশেষ করে আপনারা ভিডিও tutorial দেখে শিখতে পারেন।
কিন্তু youtube এ যে ভিডিও গুলা দেওয়া থাকে সেগুলা নামানোর কোনো দরকার নেই। কারন ওখানে অর্ধেক ভিডিও দেওয়া থাকে আর বাকি গুলো দেওয়া থাকেনা। আপনি ১ম এ অনলাইনে এসেই বেশি ইনকাম করতে পারবেন না। তাই আপনি প্রথমে ptc এবং revnueshare দিয়ে শুরু করতে পারেন। কিন্তু যে সাইট গুলাতে কাজ করবেন সেগুলা যাতে বেশ কিছু দিন অলাইনে থাকে তেমন কিছু সাইটে কাজ করতে পারেন।
অনেক বড় বড় মার্কেটারা পর্যন্ত এই ptc এবং revnueshare সাইটে কাজ করে। কিন্তু মনে রাখবেন ptc, revnueshare সাইট থেকে অনেক বেশি ইনকাম করা যাই না।
কিন্তু নেট বিল, কারেন বিল, হাত খরচ টা এখান থেকে তোলা যাই। অনলাইন ইনকাম বিষয়ে জানতে আমার ব্লগে ভিজিট করতে পারেন। আজ অনেক সংক্ষেপে লিখলাম। আগামিতে a to z লিখবো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
(ধন্যবাদ)

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ