Vodi একটি মেসেজিং এপ যা কয়েক মাস ধরে বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। এই এপের সবচাইতে বড় বিষয়টি হল এটি মেসেজ, কল, কন্টেস্ট এমনকি এপ ওপেন করার জন্যও রিওয়্যার্ড দেয়। যা ফ্লেক্সিলোডের মাধ্যমে পাওয়া যায়। অনেক বাংলাদেশি আছেন যারা এটা থেকে হাজারও টাকা নিয়েছেন। আমি নিজে কয়েকশ টাকা নিয়েছি। কিছুক্ষন আগে January Contest ড্র হয়েছে সেখান থেকে আমি ১০,০০০ V-coins (৮০০৳ মত টাকা) পেয়েছি।
কথা না বাড়িয়ে এর ব্যবহার বলছি।
প্রথমে ডাউনলোড করতেঃ Download link: http://vodi.io/rf/MICROMAX122 এ যান।
- ওপেন করুন এবং Start লেখায় ক্লিক করুন। কিছু সময় লাগবে। সম্পুর্ণ সাইন আপ প্রসেসে ৫ এম্বির মত খরচ হবে।
- এবার আপনার ফোন নাম্বার চাইবে, শুন্য ছাড়া আপনার ফোন নাম্বার দেন। Continue এ ক্লিক করুন।
- এবার আপনাকে Verification Code বসাতে হবে। আপনি SMS এ এই কোড টি পেয়ে যাবেন। কোড বসানোর পর Verify এ ক্লিক করুন।
- তারপর রিফার আইডি আসতে পারে। এখানে আপনি রেফারেল কোড MICROMAX122(বড় হাতের অক্ষর দিবেন) বসিয়ে দিন। তারপর Confirm এ ক্লিক করুন।
-
- আপনার নাম, ছবি, ইমেইল দিতে পারেন।
- আপনার আইডি এক্টিভ হয়ে যাবে, এখন আপনি Message দিন, কল করুন, অন্যান্য অপশন ঘোরে দেখুন (৫ মিনিট)। দেখবেন আপনার পয়েন্ট বারতে থাকবে।
সাইন আপ করতে যদি কোন Error আসে তার কারন হতে পারে।
- আপনার ফোন রুট করা।
- আপনার ফোনে একাধিক ID এক্টিভ করা।
- আপনার ফোন নাম্বারটি কোন কারনে ব্যান হয়েছে।
একাধিক ID একই ফোন দিয়ে চালানোঃ একই ফোনে একাধিক ID চালাতে হলে নিচের পদ্ধতি আনুসরন করুন।
- প্রথমে Vodi এপকে Greenify বা force stop করে রাখুন।
- Parallel Space এপটি ডাউনলোড করে নিন।
- ওপেন করে Start তে ক্লিক করুন।
- তারপর যদি Vodi এর আইকন/নাম আসে তাহলে তাহলে সিলেক্ট করে Add To Parallel space এ ক্লিক করুন। না আসলে যেকোন একটি এপ সিলেক্ট করে নিন। তারপর + আইকনে ক্লিক করে vodi সিলেক্ট করুন এবং Add to parallel space এ ক্লিক করুন।
- তারপর দেখবেন vodi আইকন দেখাবে সেখান থেকে vodi ওপেন করুন।
- এখন রেজিস্টার করে নিন নতুন নাম্বার দিয়ে। রেফার কোড হিসেবে আমারটা দিবেন MICROMAX122
আয় করতেঃ ৫ V-coins পাবেন
- মেসেজ দিয়ে(দিনে একবার)
- কল করে(দিনে একবার)
- ভিডিও কল করে (দিনে একবার)
(১ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে)৫০ V-coins পাবেন প্রতি রিফারের জন্য। অর্থাৎ আপনি যদি ১৪ জনকে রিফার করেন তাহলে আপনি পাবেন ৭০০ V-coins যা দিয়ে আপনি ৫০ টাকা রিচার্জ নিতে পারবেন।
কন্টেস্টের মাধ্যমেও আধিক আয় করা সম্ভব। আমার হিসাব অনুযায়ী আপনি যদি ৫০ জনকে রিফার করতে পারেন তাহলে মাস শেষে আপনার ব্যলেন্সে ১০হাজার V-coins যোগ হবে। সাথে আপনি পাবেন রিফারের ২৫০০ V-coins।
রাফেল টিকেটঃ Raffle ticket হল লটারির টিকেট যা আপনি কল, মেসেজ, রেফার করলে পাবেন। বর্তমানের যে রাফেল টি চলতেছে তা ফেব্রুয়ারি ২৮ পর্যন্ত চলবে। ১লা মার্চে সেটি ড্র হবে এবং মোট ৩০৪ জন বিজয়ীর নাম ঘোষনা করা হবে। কারো যদি একটি টিকিটও থাকে তাহলেও সে জিততে পারে।
রিচার্জ নেয়াঃ রিচার্জ নিতে আপনি More tab থেকে recharge my phone(অন্য কোন নাম্বারে রিচার্জ নিতে recharge friend mobile) অপশনটি সিলেক্ট করুন তারপর টাকার পরিমান সিলেক্ট করুন (৫০ এর জন্য ৬৭০ হবে, ১০০০ এর জন্য ১০৪০০ কয়েন লাগবে) তারপর Use V-coins সেলেক্ট করুন। তারপর OK সিলেক্ট করলেই দেখবেন টাকা পেয়ে যাবেন রিচার্জে। যদি না পান আবার ট্রাই করুন।
Comments (No)