ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি?

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কে সংক্ষেপে বলা হয় VA এই জবে ঘরেই বসেই বিভিন্ন
কোম্পানিদেরকে আপনি প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রিভ হেল্প, টেকনিক্যাল সহায়তা এবং
ক্রিয়েটিভ সহায়তা দিতে পারেন।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের বিভিন্ন সহায়তা দিতে হয়। কোম্পানির বিশেষ কোন কাজে প্রপোজাল
লেখা, গ্রাফিক্স ডিজাইন করে দেওয়া, রিসার্চ করা, কনসাল্ট করা, তথ্য রাখা, সোশ্যাল
মিডিয়া ম্যানেজ করা প্রভৃতি। আপনি কোন
ক্ষেত্রে পারদর্শী সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। ধরুন আপনি খুব দারুণ ভাবে
কাস্টমার কেয়ারের কাজটি করতে পারেন। কিছু অভিজ্ঞতা আছে। তাহলে বিভিন্ন ওয়েবসাইট
ঘেঁটে আপনি বের করুন কোথায় ভার্চুয়াল কাস্টমার কেয়ার চাচ্ছে। সেখানে আপনার
অভিজ্ঞতা জানিয়ে অ্যাপ্লাই করুন।

প্রতিটি কাজের জন্য আপনি ৫ থেকে ১০ ডলার পাবেন। অক্টোবর মাসে ইউএস এর প্রচুর ভার্চুয়াল
অ্যাসিস্ট্যান্ট প্রায় ২২ হাজার ডলার ইনকাম করেছে। একই সাথে আপনি একাধিক
ক্লায়েন্টের সঙ্গেই কাজ করতে পারেন। ভার্চুয়াল
অ্যাসিস্ট্যান্ট বিষয়ক বিভিন্ন ট্রেইনিং আপনাকে সার্টিফিকেট দিবে। এই
সার্টিফিকেটগুলো প্রুফ করবে আপনি প্রফেশনাল। এরকম সার্টিফিকেট দিয়ে
থাকে এই সাইট এখান থেকে অফিস
অ্যাসিস্ট্যান্ট, কল সেন্টার, কাস্টমার সার্ভিস বিভিন্ন ক্ষেত্রে আপনি সার্টিফাইড
হতে পারেন। তবে
ফ্রিতে সার্টিফিকেট পাওয়ার চাইতে থেকে টাকা দিয়ে কোর্স করে
সার্টিফিকেট পাওয়া গেলে অনেক বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ খুলে যায়। আরেকটা
জিনিস আপনাকে প্রায় নির্ভুল ইংলিশ বলার এবং লেখা জানতেই হবে এই ধরনের কাজ করার
জন্য। ভার্চুয়াল
অ্যাসিস্ট্যান্ট নিয়ে প্রচুর ব্লগ আছে ইন্টারনেটে। ঘেঁটে ঘেঁটে সে সম্পর্কে জেনে
নিজেকে ঋদ্ধ করুন। এতে খুব সহজেই প্রথমবার অ্যাপ্লাইতেই কাজ করার চান্স
পেয়ে যেতে পারেন।