আসসালামু আলাইকুম ,কেমন আছেন সবাই নিশ্চই ভালো আছেন। আজ আমি
ভালো বিটকয়েন আয় করার সাইট শেয়ার করব।
বিটকয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৭৫০+ ডলার। এখানে ক্লিক করে বর্তমান বিটকয়েনের মূল্য দেখে নিতে পারেন ।
বিটকয়েন সাইট :
অনলাইনে ফ্রী বিটকয়েন আয়ের ব্যাপারে তো আশা করি এখন যারা শুরু করেছেন তাদের আর কোন সন্দেহ নাই। এখন আমাদের দরকার এই আয়ের পরিমান বাড়ানো। তাই নিচে জেনুইন এবং ইনকাম বেশি দেয় এমন কয়েকটা সাইট শেয়ার করা হল।এগুলো তে একাউন্ট খুলে কাজ শুরু করে দিন।
Comments (No)