uc browser থেকে symphony p6 + iphone 7 জিতে নিতে পারেন
.
.
uc browser কিছু দিন আগে দিচ্ছিলো ৫০০০ টাকা করে কিন্তু তারা আবার ও একটা offer দিছে 4-5 জনকে share করে আপনিও পেতে পারেন Symphony p6 আর iPhone 7 তারা তারি সবাই share করুন।
.
Us browser update varsion লাগবে
আগে Play Store থেকে download করে নিন
.
তারপর uc browser open করুন
এবং uc browser দিয়ে নিচের link এ যান
http://rc.ucweb.com/bdramadan2017/index…
.
ওপেন করে “Help” এ ক্লিক করুন
.
তারপর “My Moon” এ ক্লিক করুন
.
তারপর আপনার নাম দিন
.
.
নিয়ম গুলা জেনে নিন কিভাবে পেতে পারেন:
পুরস্কার হিসেবে যা যা থাকছে:
.
১.১ iPhone7 (১টি)
১.২ Symphony P6 Pro (১৫টি)
.
যেভাবে পুরস্কার জেতা যাবে:
২.১ শুধুমাত্র বাংলাদেশ থেকে ইউসি ব্রাউজারের মাধ্যমে এই গেমে অংশগ্রহণ করা যাবে। গেমটি ২৩ জুন সকাল ১০:০০ টা থেকে ২৯ জুন রাত ১২:০০ টা পর্যন্ত চলবে।
.
২.২ ‘LIGHT UP’ এ ক্লিক করে নিজে নিজে কিংবা বন্ধুদের সাহায্য নিয়ে চাঁদ আলোকিত করতে হবে। চাঁদ কতটুকু আলোকিত হয়েছে তা প্রোগ্রেস বারে ‘%’ হিসেবে দেখা যাবে। চাঁদ আলোকিত করা ১০০% হলে পুরস্কারের জন্য একটি লাকি ড্র এর সুযোগ আসবে। ১০০% আলোকিত করার জন্য সর্বোচ্চ ১০ বার পর্যন্ত ‘LIGHT UP’ করতে হতে পারে।
.
২.৩ একজন অংশগ্রহণকারী কোনো শর্ত ছাড়াই প্রতিদিন একবার ‘LIGHT UP’ করার সুযোগ পাবে। গেমটি ফেসবুক কিংবা অন্য কোনো মাধ্যমে শেয়ার করার পরে ব্যবহারকারী প্রতিদিন ২য় বার ‘LIGHT UP’ করার সুযোগ পাবে। গেমটি যত খুশি ততবার শেয়ার করা যাবে, শুধুমাত্র প্রথমবার শেয়ার করার পরে ২য় বার ‘LIGHT UP’ করার সুযোগ দেয়া হবে।
.
২.৪ আপনি এবং আপনার বন্ধু একে অন্যকে ‘LIGHT UP’ করার জন্য সাহায্য করতে পারেন। নিজে সাহায্য পেতে আপনার বন্ধুকে ইউসি ব্রাউজার থেকে আপনার শেয়ার করা লিঙ্কে ক্লিক করে এই গেমে আসতে বলুন। আর বন্ধুকে সাহায্য করার জন্য, বন্ধুর শেয়ার করা লিঙ্কে আপনি ক্লিক করুন। এছাড়াও গেম পেজের নিচে থাকা বন্ধুর নামের পাশের ‘HELP’ বাটনে ক্লিক করেও সাহায্য করতে পারবেন। একজন অংশগ্রহণকারী প্রতিদিন ভিন্ন ভিন্ন সর্বমোট পাঁচজনকে ‘LIGHT UP’ করতে সাহায্য করতে পারবে। তবে একই ব্যক্তিকে প্রতিদিন একবারের বেশি সাহায্য করা যাবে না।
.
২.৫ ১০০% চাঁদ আলোকিত করার পরে লাকি ড্র এর মাধ্যমে সয়ংক্রিয়ভাবে বিজয়ী নির্ধারিত হবে। বিজয়ীদের পুরস্কার পাঠানোর জন্য নাম, ঠিকানা ইত্যাদি তথ্য সম্বলিত একটি ফরম পূরণ করতে বলা হবে।
.
২.৬ গেমটিতে অংশগ্রহণকালীন সময়ে UC Browser আনইন্সটল করলে আপনার গেমের সকল তথ্য হারিয়ে যাবে। এবং এক্ষেত্রে ইউসি ব্রাউজার বাংলাদেশ দায়ী থাকবে না।
.
২.৭ যোগাযোগের তথ্য অবশ্যই ২৯ জুন ২০১৭ এর পূর্বে প্রদাণ করতে হবে। এসময়ের মধ্যে তথ্য প্রদাণ করতে ব্যর্থ হলে বিজয়ী পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
.
২.৮ বিজয়ীদের পুরস্কার আগামী ৩০ আগস্ট ২০১৭ এর পূর্বে যেকোন দিন পাঠানো হবে। এসময় পর্যন্ত বিজয়ীদের ধৈর্য্যসহকারে অপেক্ষা করতে হবে।
.
মতামত:
৩.১ এই পেজের ‘Feedback’ অপশনে ক্লিক করে গেম সম্পর্কিত যেকোনো মতামত জানাতে পারেন।
.
৩.২ আপনার যদি আরোও কোনো জিজ্ঞাসা থাকে তবে আমাদের ফেসবুক পেজ ‘UC Browser'( www.facebook.com/UCBangladesh) এ যোগাযোগ করতে পারেন।
Comments (No)