SwiftKey KeyboardSwiftKey Keyboard

আমরা Android ফোন প্রতি সেকেন্ডে ব্যবহার করছি। টাচ ফোন হওয়াতে আমরা টাইপিং এ নানান ঝামেলায় পড়ী ।যেমন- টাইপ করতে গেলে A এর জায়গায় S টাইপ করে ফেলি মানে Slip of typing। এখন দেখা যাক একটি কীবোর্ড যা আপনাদের এই ঝামেলা থেকে কিছুটা হলেও রেহাই দেবে।

আপনাদের নিজেদের আলাদা পছন্দ থাকতে পারে। কিন্তু এই অ্যাপ্স একবার ইনস্টল করে দেখতে পারেন।

SwiftKey Keyboard ঃ কীবোর্ড এর জন্য আমার ১ নম্বর পছন্দ হল SwiftKey Keyboard । এই কীবোর্ডের UI, Customization অসাধারন। তাছাড়া কী পজিশন, সাইজ এবং Suggestion খুবই উন্নত।তাই টাইপিং মিসটেক খুব কম হয়।

এটি অন্য কীবোর্ড থেকে আলাদা তার কারন এর Attaching & Detaching সুবিধা। মানে আপনি চাইলে কীবোর্ডকে স্ক্রীনের যে কোন জায়গায় প্লেস করতে পারবেন।

তাছাড়া নতুন সংস্করনে যুক্ত হয়েছে বাংলা ফোনেটক টাইপিং এবং বাংলা নেচারাল টাইপিং যা আপনাকে বাংলা টাইপ করার জন্য আলাদা অ্যাপ করা থেক মুক্তি দেবে। এর থীম এ আছে অনেক রকম ফ্রী এবং পেইড থীম। কিন্তু আপনি চাইলে আপনার কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড দিয়ে থীম বানাতে পারবেন। আপনার টাইপ করা শব্দগুলি এর ক্লাউডে রেখে দেয়। ফলে আপনি যখনি নতুন কোন ডিভাইসে ইনস্টল দেবেন তখন এর ক্লাউড একাউন্টে লগিন করলেই আগের টাইপ করা শব্দগুলি Sync হয়ে যাবে।

এর সাজেশন দেবার এলগরিদমে Dictionary কে প্রাধান্য না দিয়ে দেওয়া হয়েছে আপনার টাইপ করা শব্দগুলিকে। অর্থাৎ আমরা যারা বাংলিশ টাইপ করি তাদের জন্য খুবই কার্যকর সাজেশন দিয়ে থাকে।

এইগুলি ছাড়াও ইমোজি এবং GIF এর জন্য আপনার আলাদা কীবোর্ড দরকার হবে না বরং এর বিল্টইন দেওয়া আছে।

এর কীবোর্ডের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল Arrow কী। চারটি Arrow বাটন দিয়ে আপনি Cursor কে সামনে পিছনে উপরে নিচে নিতে পারবেন অনেকটা PC কীবোর্ড এর মত। এর নাম্বার কীপ্যাডটিও অসাধারন মানে অন্য কীবোর্ডে নাম্বার প্যাড থাকে উপরে এর নাম্বারপ্যাড অনেকটা পিসি এর মত। যার ফলে নাম্বার টাইপ করতে ঝামেলাই হয় না।

তাছাড়া গ্লাইড টাইপিং তো আছেই।

যা হোক আপনারা টাইপিং ঝামেলা কমাতে চাইলে অ্যাপটি ইন্সটল করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না।

By Safi

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ