আসসালামু আলাইকুম।
আগে তো সালামের উত্তরটা দেন তারপরই তো কথা।
আশা করি সবাই ভালোই আছেন।
আপনাদের ভালো লাগাকে বারিয়ে দিতে আবারও হাজির হলাম নতুন একটা অ্যাপস নিয়ে।
অ্যাপসেরর নাম হলো “Earn money” অনেকে এই অ্যাপস সম্পর্কে জানেন। আবার আনেকে কাজও করেন।
অনেক ভালো একটা অ্যাপস।
একদম বাংলাদেশি অ্যাপস যার কারনে পেমেন্ট নিতে কোনো সমস্যা নাই।
পেমেন্ট নিতে পারেন ডাচ-বাংলা, বিকাশ, রিচার্জও নিতে পারেন। তবে বলে রাখি আপাতত বিকাশ বন্ধ আছে। সামনে আবার বিকাশ চালু করবে। স্টুডেন্ট দের জন্য অনেক ভালো একটা অ্যাপস।
শুনে খুশি হবেন যে এই অ্যাপস এর তিনটি অ্যাপস আছে ( আগে ছিলো দুটো) এই তিনটার পয়েন্ট এক জায়গাই অ্যাড হয়।
তবে এটা সত্য যে কোন অ্যাপস থেকে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন না। তবে মাসে ৫০০ থেকে ১০০০ তো করতেই পারবেন। যদি বলেন যে শুধু মোবাইল রিচার্জ টা নিবো তবে তো কথাই নেই।
Earn moneyর যে ৩টি অ্যাপস
১. Earn money pro in Bangladesh
২. Egg cather pro
৩. Easy cleaner & battery saver
এই তিনটি অ্যাপস আপনি play-store তে পাবেন।
প্রথমে এই তিনটি অ্যাপস আপনি Download করে নিবেন।
তারপর শুধু Earn money pro in Bangladesh এই অ্যাপসে number ও passward দিয়ে রেজিস্টার করে নিবেন।
এখন শুধু পয়েন্ট করতে থাকেন। পরের ২টাতে পয়েন্ট করতে রেজিস্টার করতে হবে না। পরের ২টাতে পয়েন্ট করলে সব পয়েন্ট এক টাতে যোগ হবে। তারপর ১০০০ পয়েন্ট হলে পয়েন্ট কনভার্ট করে টাকা করে নিবেন। তারপর সে টাকা রিচার্জ বা ডাচ-বাংলা তে নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
Comments (No)