কম্পিউটারের কিছু ছোট ছোট কিছু সমস্যার সমাধান।

কম্পিউটারের কিছু ছোট ছোট কিছু সমস্যার সমাধান।

অনেক সময় আমাদের ছোট ছোট কিছু সমস্যা আমাদের মম্পিউটারের অনেক বড় ক্ষতি করতে পারে।

কম্পিউটারের কিছু ছোট ছোট কিছু সমস্যার সমাধান। 2

১। হার্ডডিস্কের সমস্যা : মাঝে মাঝে কম্পিউটার হার্ডডিস্ক খুঁজে পায় না। তখন হার্ডডিস্কের ক্যাবলগুলো ভালো করে লাগিয়ে চেক করুন । প্রায় সময় ক্যাবল নষ্ট হয়ে যায় । তখন সেটি পরিবর্তন করবেন । কম্পিউটারের ডাইরেক্ট পাওয়ার কখনো অফ করবেন না, এতে হার্ডডিস্কে চাপ পড়তে পারে ।

২। মনিটর সমস্যা : মনিটরের ক্যাবল, Ram এর , ডিসপ্লে কার্ড, সি পি উ সংযোগ সংযোগ পরীক্ষা করে দেখুন । ঠিক মতো সংযোগ না পেলে অনেক সময় সমস্যা হতে পারে।ডিসপ্লে অন্ধকার ? হার্ড ডিস্ক ক্যাবল ভুল ভাবে লাগানো থাকতে পারে । আবার ভালভাবে লাগিয়ে কম্পিউটার অন করে দেখুন ।
কম্পিউটারের স্কীন লাফাচ্ছে ? ডিসপ্লে কার্ড এর সংযোগ পরীক্ষা করে দেখুন । এছাড়া ভাইরাসের কারনেও হতে পারে । আরথিং এর সমস্যা হলে স্ক্রীন নড়াচড়া করে।

৩। কম্পিউটার চলছে না  :  পর পর ৩ টা বিপ শব্দ হলে সমস্যা Ram এর সংযোগে । Ram ঠিক মতো লাগিয়ে দেখুন ।
৩টা বিপ শব্দ -১ টা বড়, ২ টা ছোটো হলে ডিসপ্লে কার্ডের সংযোগে সমস্যা হতে পারে। পরিষ্কার করে আবার সংযোগ দিন । পর পর তিনটা বিপ শব্দ হলে সমস্যা বায়োস অথবা Ram এর । চলমান ননস্টপ বিপ এর শব্দ হলে কীবোর্ড এর সমস্যা।

উইন্ডোজের পুরাতন ভার্সনের প্রোগ্রাম চলছেনা

সফটওয়্যারটি উইন্ডোজের যে ভার্সনে কম্প্যাটিবল সেটি চালানো উচিত৷ যে সফটওয়্যার সাপোর্ট করে না তা চালালে উইন্ডোজের ক্ষতি হতে পারে৷এজন্য  উইন্ডোজের জন্য Supported Version খুঁজে বের করে ব্যাবহার করতে হবে৷যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু গেম ও সফটওয়্যার Win98-এ চলছে তখন Win2000- সাপোর্ট করে না।সে জন্য সফটওয়্যার ও গেমগুলোর ডস কম্প্যাবিলিটির জন্য এই সমস্যা দেখা দেয়৷

এমন  ছোট ছোট সমস্যার সম্মুখীন আমাদের প্রায় সময় হতে হয়। আমাদের দরকার সবসময় আমাদের কম্পিউটার পরিষ্কার পরিছিন্ন রাখা । এর ভিতরে প্রচুর ধুলো-বালি জমে থাকে । যদে আমরা ঠিকঠাক  ভাবে আমাদের কম্পিউটার গুলো ব্যবহার করলে আমরা এইসব সমস্যার সম্মুখীন হবো না।

ধন্যাবাদ

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ