কম্পিউটারের কিছু ছোট ছোট কিছু সমস্যার সমাধান।
অনেক সময় আমাদের ছোট ছোট কিছু সমস্যা আমাদের মম্পিউটারের অনেক বড় ক্ষতি করতে পারে।
১। হার্ডডিস্কের সমস্যা : মাঝে মাঝে কম্পিউটার হার্ডডিস্ক খুঁজে পায় না। তখন হার্ডডিস্কের ক্যাবলগুলো ভালো করে লাগিয়ে চেক করুন । প্রায় সময় ক্যাবল নষ্ট হয়ে যায় । তখন সেটি পরিবর্তন করবেন । কম্পিউটারের ডাইরেক্ট পাওয়ার কখনো অফ করবেন না, এতে হার্ডডিস্কে চাপ পড়তে পারে ।
২। মনিটর সমস্যা : মনিটরের ক্যাবল, Ram এর , ডিসপ্লে কার্ড, সি পি উ সংযোগ সংযোগ পরীক্ষা করে দেখুন । ঠিক মতো সংযোগ না পেলে অনেক সময় সমস্যা হতে পারে।ডিসপ্লে অন্ধকার ? হার্ড ডিস্ক ক্যাবল ভুল ভাবে লাগানো থাকতে পারে । আবার ভালভাবে লাগিয়ে কম্পিউটার অন করে দেখুন ।
কম্পিউটারের স্কীন লাফাচ্ছে ? ডিসপ্লে কার্ড এর সংযোগ পরীক্ষা করে দেখুন । এছাড়া ভাইরাসের কারনেও হতে পারে । আরথিং এর সমস্যা হলে স্ক্রীন নড়াচড়া করে।
৩। কম্পিউটার চলছে না : পর পর ৩ টা বিপ শব্দ হলে সমস্যা Ram এর সংযোগে । Ram ঠিক মতো লাগিয়ে দেখুন ।
৩টা বিপ শব্দ -১ টা বড়, ২ টা ছোটো হলে ডিসপ্লে কার্ডের সংযোগে সমস্যা হতে পারে। পরিষ্কার করে আবার সংযোগ দিন । পর পর তিনটা বিপ শব্দ হলে সমস্যা বায়োস অথবা Ram এর । চলমান ননস্টপ বিপ এর শব্দ হলে কীবোর্ড এর সমস্যা।
উইন্ডোজের পুরাতন ভার্সনের প্রোগ্রাম চলছেনা
সফটওয়্যারটি উইন্ডোজের যে ভার্সনে কম্প্যাটিবল সেটি চালানো উচিত৷ যে সফটওয়্যার সাপোর্ট করে না তা চালালে উইন্ডোজের ক্ষতি হতে পারে৷এজন্য উইন্ডোজের জন্য Supported Version খুঁজে বের করে ব্যাবহার করতে হবে৷যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু গেম ও সফটওয়্যার Win98-এ চলছে তখন Win2000- সাপোর্ট করে না।সে জন্য সফটওয়্যার ও গেমগুলোর ডস কম্প্যাবিলিটির জন্য এই সমস্যা দেখা দেয়৷
এমন ছোট ছোট সমস্যার সম্মুখীন আমাদের প্রায় সময় হতে হয়। আমাদের দরকার সবসময় আমাদের কম্পিউটার পরিষ্কার পরিছিন্ন রাখা । এর ভিতরে প্রচুর ধুলো-বালি জমে থাকে । যদে আমরা ঠিকঠাক ভাবে আমাদের কম্পিউটার গুলো ব্যবহার করলে আমরা এইসব সমস্যার সম্মুখীন হবো না।
ধন্যাবাদ
Comments (No)