phone Malware ঢুকছে WhatsApp মাধ্যমে

ব্যবহারকারীরা রীতিমত মেসেজ করে যাচ্ছেন WhatsApp। তারা বুঝতেই পারছেন এর পিছনে কি ঢুকে পড়ছে তাদের ফোনে। রীতিমত WhatsApp কনট্যাক্ট লিস্টে ঢুকে পড়ছে ম্যালওয়্যার। স্বাভাবিকভাবেই ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন তৈরি হল। সম্প্রতি নিজেদের প্রাইভেসি পলিসি আপডেট নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল মার্ক জুকারবার্গের অধীনস্ত হোয়াটসঅ্যাপকে।

phone Malware ঢুকছে WhatsApp

তাই নতুন করে WhatsApp প্রাইভেসি পলিসি গ্রহণ করতে হবে। অনেক ব্যবহারকারীই দাবি করেছিলেন, অ্যাপটি আপডেট করতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে না। ফলে হাজারো ইউজার হোয়াটসঅ্যাপের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে টেলিগ্রাম অ্যাপের দিকে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপে এমন কিছু নম্বর থেকে মেসেজ ঢুকছে, যা হানা দিচ্ছে ইউজারের কনট্যাক্ট লিস্টে। ব্যবহারকারীর অজান্তেই বাসা বেধে বসেছে সেই ম্যালওয়্যারটি। অনেক সময় এই ম্যালওয়্যার স্মার্টফোনে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে আপনার অ্যাকাউন্টকে পুরোপুরি ডিলিটও করে দেয়। Online Income Site

বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যালওয়্যারটি আসে মেসেজের সাথে অন্য একটি লিঙ্ক যুক্ত হয়ে। ইউজারদের বিশ্বাস পেতে সেটি ক্লিক করলে নিয়ে যাওয়া হয় গুগল প্লে স্টোরেও। কিন্তু সেখানে ইনস্টল অপশনে ক্লিক করলেই সমস্যায় পড়বেন। তাই কোন ভাবেই ওই লিঙ্কে ক্লিক করা যাবে না।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ