Payza , Payoneer, SolidTrustPay, Netellar, PerfectMoney Account খুলুন একদম ফ্রি 1

Open a PerfectMoney Account Click Here Now

কিভাবে Payza একাউন্ট করবেন :

  • Payza তে একাউন্ট করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুণ- এই লিংকে ক্লিক করুন

    কিভাবে Payza একাউন্ট ভেরিফিকেশন করবেন:

    Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :

    1. আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
    2. আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )

    আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে, Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।

    চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট :

    • আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে ডান দিকে Verification এ ক্লিক করুন
    • এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
    • Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
    • সবকিছু ঠিক থাকলে Next চাপুন । আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
    • সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

    এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন :

    • আবার Verification এ গিয়ে Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
    • Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
    • আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
    • সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।
    • ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
    • তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারণে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি

    একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারণ :

    1. আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
    2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে।
    3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।
  • এছাড়া নিচের ভিডিওটি মনোযোগের সাথে দেখুন কিভাবে Payza একাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন

    এই লিংকে ক্লিক করুন

আরো বিস্তারিত জানতে চাইলে Visit করুণ-

http://earnmoneyonline24bd.com

http://earnmoneyonline58.blogspot.com/

01716-386958

By Md Nazrul Islam

পেশায় আমি একজন প্রভাষক (ইংরেজি বিভাগ)। আর অবসর সময়ে অনলাইনে ইনকাম করি। বর্তমানে অনলাইনে পুরা সময় কাটাচ্ছি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ