PAYZA Account তৈরী করুন

PAYZA একটি Online Money Transfer  Process.  বিভিন্ন  সাইট  থেকে  আপনার অর্জিত অর্থ দেশের অনলাইনব্যাংক একাউন্টে আনার জন্য প্রথমে PAYZA তে আনতে হবে। এরপর PAYZA থেকে দেশের যে কোন অনলাইন ব্যাংক একাউন্টে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ATM Card  বা  Cheque   এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। সুতরাং ONLINE Earning  এর  শুরুতেই PAYZA তে একটি account তৈরী করতে হবে। অধিকাংশ সাইট থেকে Payza এবংPaypal এর মাধ্যমে দেশে টাকা আনা যায়।  বাংলাদেশের ক্ষেত্রে  Payza থেকে  ব্যাংকে টাকা Transfer খুব সহজ।

Online থেকে আয়ের নিয়ম জানতে ক্লিক করুন অনলাইন আয়

PAYZA Account খুলতে ক্লিক করুন PAYZA

ক্লিক করার পর নিচের মত একটি Page আসবে 

PAYZA Account তৈরী করুন 5

Get your personal account এ ক্লিক করুন। নিচের মত একটি Page আসবে

PAYZA Account তৈরী করুন 6

এখান থেকে Country স্থলে  Bangladesh এবং  Account Category হিসেবে Personal নির্বাচন করুন। নিচের মত একটি Page আসবে
 

PAYZA Account তৈরী করুন 7

উপরোক্ত form টি পূরণ করতে হবে। First name, Last Name, Email Address, Password সঠিক ভাবে দিতে হবে।
First name, Last Name এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নাম দিতে হবে, নতুবা Payza Account Verified করতে পারবেন না আর Verified  না হলে অর্জিত অর্থ Bank Account এ Transferকরা যাবে না।
Email Address এর ঘরে আপনার একটি Email Address দিবেন। পরবর্তিতে এই Email Address দিয়ে Login করতে হবে।
Pasword এর ক্ষেত্রে capital letter, smalll letter এবং numeric সহ  password দিবেন।

এরপর আপনার Email Address-এ একটি Validate mail যাবে। Email Address টি খুলে Payza mail থেকে ‘validate may email’ ক্লিক করুন। পুনরায় Payza সাইট  খুলবে এবং account mail validate হয়ে যাবে।

PAYZA Account তৈরী করুন 8

এটি  Payza account page. Payza Balance ডলার এবং বাংলাদেশী টাকা দুইভাবেই দেখাবে। Complete Profile Setup এ ক্লিক করে Profile setup করে নিতে হবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ