Traffic Monsoon দিয়ে শুরু হোক আপনার অনলাইনে আয়ের পথ চলা বর্তমান সময়ে অনেকেই Online এ কম বেশী সময় ব্যয় করে যার প্রায় পুরোটাই ভিডিও শেয়ারিং সাইট বা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে । কিন্তু আমরা চাইলে কিছুটা সময় পিটিসি সাইটে ব্যয় করে অনলাইনে আয়ের পথ চলা শুরু করতে পারি। তারপর কাজ শিখে বড় মার্কেটপ্লেসে কাজ করে ভাল আয় করতে পারবেন। কিন্তু এরজন্য সময়ের প্রয়োজন, সাথে ধৈর্য্য। তাই পিটিসি সাইট দিয়ে শুরু করতে পারেন।
পিটিসি সাইটের নাম শুনলেই অনেকেই ভূয়া মনে করে। আবার অনেকেই বলে, আমরা কোন কাজ জানিনা, তাহলে কিভাবে আয় করব? আপনি যদি কোন কাজ না জানেন, তাহলেও এসব সাইট থেকে আয় করা সম্ভব। শুধু দরকার, আপনার ইচ্ছাশক্তি এবং ধৈর্য্য। একটা কথা মনে রাখেবন, সব পিটিসি সাইট ভুয়া না, আবার সব পিটিসি সাইট বিশ্বাসযোগ্যও নয়। তাই পিটিসি সাইটে কজে করলে অবশ্যই সঠিক ও বিশ্বাসযোগ্য সাইটে কাজ করতে হবে। বিশ্বাসযোগ্য হলেও কিছু সাইটে আয় খুব সামান্য আবার কিছু সাইটে অনেক বেশী ক্লিক করতে হয়। সেক্ষেত্রে আমার কাছে Traffic Monsoon সাইটটি সবচেয়ে ভাল মনে হয়েছে। আমার কথা বিশ্বাস করতে হবে না। একবার কাজ শুরু করে নিজেরাই পরখ করে নিন। Traffic Monsoon এ লগইন করতে এখানে ক্লিক করুন।
Neobux ও Clix sense সাইট দুইটিও বিশ্বাসযোগ্য সাইট। এ দুটি সাইটেও কাজ করতে পারেন।
একাউন্ট খোলা ও কাজ করার পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানতে আমার ব্লগটি ঘুরে আসতে পারেন। ধাপে ধাপে বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। ঘুরে আসার জন্য ক্লিক করুন Online earning Tunes .
Comments (No)