Online Earnings: ৭.৫ লাখ টাকার বার্ষিক প্যাকেজ, এই ওয়ার্ক ফ্রম হোম জবে! অনলাইন টেস্টে পাশ করলেই চাকরি

Online Earnings: ৭.৫ লাখ টাকার বার্ষিক প্যাকেজ, এই ওয়ার্ক ফ্রম হোম জবে! অনলাইন টেস্টে পাশ করলেই চাকরি 1

Online Earnings: ৭.৫ লাখ টাকার বার্ষিক প্যাকেজ, এই ওয়ার্ক ফ্রম হোম জবে! অনলাইন টেস্টে পাশ করলেই চাকরি online Earnings: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! আবেদন করার এক দিনের মধ্যেই শুরু করে দিন আপনার স্বপ্নের চাকরি। বার্ষিক বেতনের প্যাকেজ (Salary Package) থাকতে 7.5 লক্ষ টাকা। শুধু তাই নয় এই চাকরি করার জন্য কোন অফিসে যেতে হচ্ছে না। নিজের বাড়িতে থেকে সম্পূর্ণ নিজস্ব সেটআপে এই কাজ করে রোজগার (Online Earnings) করতে পারবেন আপনি।

কোন কোম্পানিতে কাজ করতে হবে? কোন পদে নিয়োগ করা হচ্ছে? কী কী কাজ করতে হবে? বেতন কাঠামো কত থাকছে? কীভাবে বেতন করবেন? নিয়োগ পদ্ধতি কেমন? ইত্যাদি সবকিছু বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে আজকের প্রতিবেদনটি

বর্তমানে বিশ্বায়নের যুগে অনলাইনে ঘরে বসে কাজ করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর পাশাপাশি বাড়ি থেকে না বেরিয়ে ঘরে বসেই কাজ করার সুবিধা পাওয়ায় বাড়ির গৃহিনীরাও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করা শুরু করে দিয়েছেন। এক কথায় বলতে গেলে Work From Home কাজের জগতে এক নতুন দিশার আলো দেখিয়েছে। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এমনই এক কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোম জবের সন্ধান নিয়ে এসেছি আমরা।

কোন কোম্পানিতে কাজ করতে হবে?

PLANETSPARK নামক কোম্পানিতে এই কাজ করতে হবে। বিশ্বের মোট ১৩ টি দেশে এই কোম্পানির ব্রাঞ্চ রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস করিয়ে বিভিন্ন কনটেন্ট লেখা (Content Writing) এবং পাবলিক স্পিকিং (Public Speaking) এর জন্য প্রস্তুত করে তোলা হয় ছাত্র-ছাত্রীদের। অনলাইন মাধ্যমে কীভাবে কমিউনিকেশন স্কিলস ডেভেলপ (Develop Communication Skills) করে রোজগার করা যায় সেই  শিক্ষা দেওয়া হয় এই কোম্পানির মাধ্যমে।

কোন পদে নিয়োগ করা হচ্ছে?

বর্তমানে এই কোম্পানির Sales Role পদে কর্মী নিয়োগ চলছে।

কী কী কাজ করতে হবে?

এক্ষেত্রে নিয়োজিত কর্মীকে মূলত কেরিয়ার কাউন্সিলার (Career Counselor) হিসাবে কাজ করতে হবে। ছাত্রছাত্রীরা কেন অন্য কোন প্ল্যাটফর্মের বদলে PLANETSPARK কোম্পানিকেই নিজের  শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করবেন সেই বিষয়ে তথ্য প্রদান করাই হবে কর্মীর মূল কাজ।

বেতন কাঠামো কত থাকছে?

বার্ষিক ৭.৫ লক্ষ টাকার বেতন প্যাকেজে নিয়োগ করা হবে কর্মীদের। অর্থাৎ মাসে প্রায় ৬২,৫০০ টাকা বেতন প্রদান করা হবে।

কীভাবে আবেদন করবেন?

এই পদে আবেদনের জন্য অনলাইন মাধ্যমে সরাসরি চলে যেতে হবে PLANETSPARK কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর Homepage-এ থাকা Apply Now অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর নিজের সমস্ত ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে জমা করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম জমা করে দেওয়ার পর সিলেকশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি কেমন?

সিলেকশন ফর্ম ফিলাপ হয়ে গেলে একে একে চ্যাট ইন্টারভিউ এবং অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে। এক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিবরণ অপশন দেখে দেখে সিলেক্ট করে নিতে হবে এবং Assessment Test এর সঠিক উত্তর দিয়ে Submit করে দিতে হবে। সবার শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। নিয়োগ পদ্ধতিটি সম্পূর্ণভাবে অবলম্বন করার একদিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে আপনার রেজিস্টার্ড ইমেইল আইডিতে Confirmation Letter চলে আসবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ