MPA / MPCA কয়দিন থাকবে সেই প্রশ্নের উত্তর দেয়ার আগে একটা প্রশ্ন আমি করি? যে কদিন ছিলো এর থেকে কতটা ফায়দা অর্জন করেছেন? তেমন কিছুই না তাইনা? কারন, আপ্নারা যে সময়টায় সন্দেহের দোলায় দুলছেন তখন কেউ বীজ বপন করেছে। আপনি যখন সবার সাথে খোশ গল্পে মত্ত যা হবার হবে এই ভেবে তখন অন্য কেউ রেগুলার সার্ফিং করে গেছে। আপনি যখন অন্যের সাফল্য দেখে সন্দিহান তখন অন্য ব্যক্তির মুখে অর্জনের হাশি।
২০২৫ পর্যন্ত কোম্পানির ব্যবসার জন্য প্রস্তুতি শেষ।
২০১৮ পর্যন্ত কোম্পানির লগিন এড বিক্রি হয়ে গেছে।
কোম্পানির এলেক্সা র্যাংকিং অরিজিনাল না ফেইক এই নিয়ে হাস্যকর মন্তব্য ও শুনি কমনা।
আপনি অনলাইন ট্রাস্ট করেন না অথচ গুগলের হাতে আপনার ব্যক্তিগত তথ্যবলির সম্ভার তুলে দিয়ে বসে আছেন। আপনি চাকরি করবেন ৮টা থেকে৫টা সেটাও মানুষ এর ই উদ্ভাবিত নিয়ম। অথচ নতুন উদ্ভাবন কে কাজে লাগানো বা গ্রহন করার মন মানসিকতা আপনার নেই। হিসেব করলে দেখা যায় একজন দোকানদার বা একজন সরকারি চাকুরে বা একজন প্রাইভেট চাকুরে বছরে গড়ে চাকুরি করেন যথাক্রমে ১৬ঘন্টা / ১০ ঘন্টা /১২ ঘন্টা / মাসে ২৭০ ঘন্টা থেকে শুরু করে ৪৭০ ঘন্টা কাজ করেন । মাসে রুজিরোজগার এর পরিমান? প্লিজ ডোন্ট আস্ক!!!! তবু সচ্ছলতার দড়ি টানাটানি মাঝপথে দড়ি ছিড়ে না গেলেও ছিড়ে ফেলতে ইচ্ছে করে বার বার। অথচ সর্বোচ্চ পরিমান আয়ের চেয়েও বেশি আয় সম্ভব এবং বহুঊঊ লোক করছেও ,মাসে মাত্র ১৬০ মিনিট কাজ করেই । হাতের এন্ড্রয়েড টি সরিয়ে রাখুন যদি তা দিয়ে কোন ভালো কাজ ই না করতে পারলেন তো। একটি কল ধরার জন্য বা করার জন্য একটি সাধারণ মোবাইল ও যতেসঠ অথচ এই ডিভাইসের কোম্পানির কাউকেই আপনি চেনেন না কিন্তু তাদের উদ্ভাবিত ক্যামেরা মাইক্রোফোন আপনার বেডরুম অব্দি ঠাই দিয়েছেন বা সযত্নে বুক পকেটে রেখে সচ্ছলতা অনুভব করছেন শুধু কোম্পানির সুনাম সুনেই। তাও লোক মুখে। এটা দিমুখি নীতি কি না? Work and Enjoy Financially Freedom !! https://goo.gl/1dUwyj
ফি আমানিল্লাহ
Comments (No)