ক্রিপটোকানেন্সি কোথায় বেচাকেনা করবেন?

এখন তো চলছে ক্রিপটোকারেন্সির বসন্তকাল।  অনলাইনে আয়ের সাথে জড়িত অনেক মানুষই এখন ক্রিপটোকয়েনের সাথে জড়িত। কিন্তু এই ক্রিপটো কয়েন বাই সেল করাটাই অনেক ঝামেলা।  আর ঝামেলা কোন ঝামেলাই না যদি আপনি কোন কয়েন এক্সচেঞ্জার ব্যবহার করেন। অনলাইনে অনেক অনেক কয়েন এক্সচেঞ্জার রয়েছে এর মধ্যে অন্যতম এক্সচেঞ্জার হলো লাইভকয়েন এক্সচেঞ্জার। এখানে আপনি  প্রায় সকল কয়েন বাই সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন। একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

Open a Livecoin Exchanger account

 

লাইভ কয়েনে কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। কোন কয়েন যদি ডিলিস্টেড হয়ে যায়। ওরা ওদের সাইটে নোটিস দেবে কিন্তু আপনাকে কোন মেইল দিবেনা। নির্দিষ্ট সময় পরে কয়েন ডিলিট করে দিবে। আপনার জমাকৃত সেই কয়েন হারাবেন। এই বিষয়টা মাথায় রেখে ট্রেড করতে হবে।

প্রতি ঘন্টায় ২০০$ পর্যন্ত ফ্রী বিটকয়েন নিন

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ