IP Number কি, কেন প্রয়োজন, কিভাবে পরিবর্তন করবেন_ 1
IP Number কি, কেন প্রয়োজন, কিভাবে পরিবর্তন করবেন

IP নাম্বার কি? আইপি নাম্বার হল একটি সংখ্যাগত লেবেল যা কোন Computer নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কৌশল বা ডিভাইসের জন্য নির্ধারিত যেখানে নেটওয়ার্কের নোড গুলো যোগাযোগের জন্য আইপি নাম্বার ব্যবহার করে।

আইপি অ্যাড্রেসের প্রধান কাজ
মুলত দুটি : হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্ত করা এবং অবস্থান খুজে
বের করা। যেমন- 215.7.158.14 একটি আইপি নাম্বার। আইপি নাম্বার কেন প্রয়োজন? আইপি নাম্বার হল একটি হোম অ্যাড্রেস এর মত। ডাটা প্রেরণ এবং গ্রহন করার জন্য যেমনটি হোম অ্যাড্রেস প্রয়োজন। হোম অ্যাড্রেস এবং আইপি

নাম্বার একই রকম কাজ করে থাকে। আইপি নাম্বার এর মাধ্যমে একটি কম্পিউটার যোগাযগের জন্য অন্য একটি কম্পিউটার এবং ইন্টারনেটে যুক্ত হয়। তাই
যোগাযোগ বাবস্থা বযায় রাখার জন্য আইপি নাম্বার অবশ্যই প্রয়োজন। আইপি নাম্বার এর ব্যাবহার:

আপনার আইপি নাম্বার এর মাধ্যমে নির্ণয় করা হয় আপনি কোন দেশ বা কোন যায়গা
থেকে আপনার কম্পিউটার ব্যবহার করছেন। তাই সবধান ইন্টারনেটে কোন অপরাধ মূলক কাজ করা থেকে বিরত থাকুন। তবে আপনি চাইলে খুব সহজে আপনার আইপি নাম্বার লুকিয়ে রাখতে অথবা পরিবর্তন করতে পারবেন, তাহলে কেউ আপনার অবস্থান সঠিক ভাবে বের করতে পারবে না।

কিভাবে আইপি নাম্বার লুকাবেন? আইপি নাম্বার লুকাতে চাইলে আপনাকে একটি সফটওয়ার ব্যাবহার করতে হবে। তবে এধরনের সফটওয়ার আপনার কম্পিউটার এর জন্য ক্ষতিকারক হতে পারে। এক্ষেত্রে আপনি আইপি হাইডের জন্য Hide me ব্যবহার করতে পারেন। কিভাবে আইপি নাম্বার পরিবরতন করবেন? আইপি নাম্বার পরিবর্তন করার অনেক উপায় আছে তবে সব ক্ষেত্রে কাজ নাও হতে পারে। যদি আপনার আইপি
নাম্বার স্থীর হয় তাহলে আপনাকে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা (ISP) এর
সাথে যোগাযোগ করতে হবে। যদিও এটা অসম্ভব ব্যাপার তবে ব্যবসায়ের জন্য হয়ত দিতে পারে। যাই হোক আপনি এ ভাবে একটু করে দেখুন কাজ হয়ে যেতে পারে। এটা শুধু মাত্র Windows XP 2000, 2003 এর জন্য।

১। ক্লিক স্টার্ট
২। ক্লিক রান
৩।লিখুন cmd এবং ওকে করুন (এখানে
আপনাকে নির্দেশ করতে হবে)
৪। লিখুন ipconfig/relese এবং এন্টার চাপুন
৫। ক্লিক স্টার্ট, কন্ট্রোল প্যানেল, এবং
নেটওয়ার্ক কানেকশন ওপেন করুন
৬।লোকাল এরিয়া কানেকশন এ রাইট
ক্লিক করুন, এবং প্রপারটিজ এ যান
৭।এখনে আইপি নাম্বার বা Internet
Protocol (TCP/IP) এ দুবার ক্লিক করুন
৮। এখন এখানে আপনি আপনার পছন্দ মত
আইপি নাম্বার বসিয়ে নিন যেমন–
১২৩.১২৩.১২৩.১২৩


৯। এখন Tab চাপুন। তাহলে আপনার
প্রবেশ করান নাম্বার গুলো ডিফল্ট হয়ে
যাবে
১০। এবার দু যায়গাতেই ওকে চাপুন
১১।আবার লোকাল এরিয়া কানেকশন এ
ক্লিক করে প্রপারটিজ এ যান
১২।এখনে আইপি নাম্বার বা Internet
Protocol (TCP/IP) এ দুবার ক্লিক করুন
১৩।এখনে আইপি নাম্বারকে automatically
কনফিগার করুন
১৪। এখন দু যায়গাতেই ওকে করুন
১৫। সবশেসে দেখুন আপনার আইপি নাম্বার
আপনার পছন্দ মত হয়েছে কি না ? Online Income Tips

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ