আপনারা সকলে??? আশা করি আল্লাহর
রহমতে আপনারা সকলে ভালই আছেন।
অ্যাপ রিভিউ নিয়ে আজকে একটি টিউন
লিখতে বসলাম, তবে এটাকে খারাপ
ভাবে নিবেন না কারন এই অ্যাপ টা
আপনাদের জন্য উপকারী বটে। তো
চলুন সরাসরি টিউনে চলে যাই।
অনলাইন টাকা ইনকাম। আমরা যারা নেট
ব্যাবহার করি তাদের সকলেরই একটামাত্র
আশা যে অনলাইন থেকে টাকা বা ডলার
ইনকাম করা। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা
করি যে, কীভাবে অনলাইন থেকে
ইনকাম করা যাই। কিন্তুু এটার জন্য আমরা নানা
রকম ছলনার শিকার হয়। হয়তবা আমাদের
কিছুই জানা নেই অনলাইন ইনকাম
সম্পর্কে।
হয়ত আমরা না জেনে বুঝে নানা রকম
ফেক সাইটে কাজ করি এবং কাজ শেষে
পেমেন্ট পাইনা। এছাড়াও আরও অনেক
সমস্যা আছে আমাদের।
তাই আজকে আপনাদের জন্য সম্পুর্ন
টিউটোরিয়াল সহ একটি অ্যাপ নিয়ে
এসেছি। আর এই অ্যাপটি চালাতে ডাটা
কানেকশনও লাগবে না।
অ্যাপটির কাজগুলোঃ
আমরা যারা অনলাইন ইনকাম সম্পর্কে
জানিনা বা অাংশিক জানি তারা এটি দ্বারা সম্পুর্ন না
হলেও কিছুটা জানতে পারবেন। কিভাবে
অনলাইনে ইনকাম করা যাই, কোন
কোন পদ্বতিতে ইনকাম করা যাই, ইনকাম
করতে আমাদের পরিশ্রম কেমন হবে
ইত্যাদি জানতে পারকদব। আর অনলাইন
ইনকাম সম্পর্কে এই এপ্লিকেশন তার
কিছু বর্ণনা দিবে। আশা করি এপ্লিকেশন
টি আপনাদের ভালো লাগবে।
Download Link
Name: Online Income Tips.apk
Size: 1.1MB
File Type: Apps ovybd.blogspot.com
Comments (No)