Freelancing Site গুলোতে যে কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে 1

৫. Data entry, Email marketing & proofreading

নতুন ফ্রিল্যান্সারদের জন্য Data entry, Email marketing & proofreading হতে পারে উপযুক্ত কাজ। এ কাজগুলি করতে কম্পিউটার সর্ম্পকে মোটামুটি ধারণা থাকলেই চলে।ফ্রিল্যান্সিং সাইটগুলিতে বর্তমানে প্রচুর ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। আমাদের দেশে এমন অনেকেই রয়েছেন যারা ডাটা এন্ট্রির কাজ করে নিজেকে স্বাবলম্বী করেছেন। গত বছরের তৃতীয় প্রান্তিকে ডাটা এন্ট্রির কাজ বৃদ্ধি পেয়েছে ১৪১ শতাংশ(৬৯৩২ টি কাজের হিসাবে) ।

এছাড়াও Email marketing এর কাজ করেও বেশ ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারেন। বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটগুলিতে অনেক proofreading এর কাজও পাওয়া যায়। এখানে কোন বিষয়ের উপর লেখা, অনুবাদ ইত্যাদি করতে হয়। ২০১২ সালের তৃতীয় প্রান্তিক কাজ বৃদ্ধির হার ২৬ শতাংশ (১৭৩০ টি কাজের হিসাবে)।

আমাদের প্রয়োজন একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া। তবেই সফলতা ধরা দেবে আমাদের কাজে।

Freelancing Site গুলোতে যে কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ