কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল
কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল
কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়া সম্পূর্ণ টিউটরিয়াল মনযোগ দিয়ে পড়ুন। আগে জানুন তারপর কাজ করবেন।Fortadpays হচ্ছে একটি Worldwide Revenue Sharing এবং Advertising Company. Revenue Share তো বুঝেন? বিক্রয় লভ্যাংশ। কোম্পানির প্রোডাক্ট বিক্রয় করে যা আয় হয় তা মেম্বারদের মাঝে বন্টন করা। এই সাইট সেটাই করে। ওদের Product; Advertising Credit বিক্রয় করে প্রতিদিন যা আয় হয় তা প্রতিদিন মেম্বারদের দিয়ে থাকে।
Fortadpays কি করে?

Fortadpays Advertising Credit বিক্রয় করে। মানেও ওরা মেম্বারদের কাছে বিজ্ঞাপন দেবার ক্রেডিট বিক্রয় করে। সেই বিজ্ঞাপন অন্য মেম্বারদের দেখায়। আরো সহজভাবে একজনের বিজ্ঞাপন অন্যজনকে দেখায়। অনেকটা Traffic Exchanger এর মত কিন্তু এখানে বিজ্ঞাপন দিতে টাকা লাগে। সেই টাকা আবার ফেরতও পাওয়া যায় Revenue Profit সহ।

Fortadpays থেকে আমরা কিভাবে আয় করবো?

আমরা Fortadpays এ বিজ্ঞাপন দিবো; অন্য সাইটের অথবা নিজের ব্লগ বা ওয়েবসাইটের। বিজ্ঞাপন দেবার জন্য Credit লাগবে সেই ক্রেডিট dollar দিয়ে কিনতে হবে।
কিন্তু মজার বিষয় হলো আমরা যেই Dollar খরচ করে এখানে বিজ্ঞাপন দিবো সেই Dollar Revenue Profit সহ দ্বিগুন ফেরত পাবো।
তাহলে ব্যাপারটা কি দাড়ালো? এখানে Credit কিনলে বিজ্ঞাপন দিতে পারবো আবার Credit কেনা টাকার চেয়ে দ্বিগুন টাকা ফেরতও পাবো। ১ ঢিলে ২ পাখি শিকার। আপনার যদি Credit না লাগে অর্থাৎ নিজের ব্লগ বা ওয়েবসাইট না থাকে, বিজ্ঞাপন দিবেন না কিন্তু Revenue Profit টা পাবেন দ্বিগুন।

1. সাইটের নাম: Fortadpays
2. সাইটের বয়স: November, 2014
3. মোট মেম্বার: 1,50,000+
4. মালিকের নাম: Pedro Fort
5. মালিকের পরিচয়: MLM প্রোডাক্ট ব্যাবসায়ী
6. মালিকের অন্য ব্যবসায়:
7. দেশের নাম: Spain
8. প্রতি Share প্যাক: 1$
9. প্রতি Share থেকে ফেরত পাওয়া যাবে: 2.2$
10. মোট Share চলবে: 110দিন
11. প্রতিদিন % দিবে: 2%
12. ক্যাশ ব্যালেন্স/পুন:Share buy ব্যালেন্স: 50/50
12. মাসিক চার্জ: নাই
13. সর্বনিম্ন প্যাক কেনা যাবে: 10টি (10$)
14. সর্বনিম্ন টাকা তোলা যাবে: 10$
15. টাকা তুলতে সময় লাগে: 24 ঘন্টা
16. যে পদ্ধতিতে টাকা আদান-প্রদান করা যাবে: Payza, Perfect Money
17. ফ্রীতে ইনকাম করা যাবে?: হ্যাঁ (PTC AD)
18. রেফারেল লেভেল কত পর্যন্ত?: 10
19. রেফারেল কমিশন কত?: 8% (FL: 8%, total 21%)

20. কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজ (ইংরেজি):  FortAdpays এর সাথে অন্যান্য Revenue Share কোম্পানির পার্থক্য কোথায়?

1. Paypal নাটক নাই। (অন্যান্য কোম্পানি পেপালের কারনে স্কেম করে গেছে। faps পেপাল বাদ দিয়ে কোম্পানি চালু রেখেছে।)
2. শেয়ার প্যাক Package মাত্র 1টি এবং প্রতিটি শেয়ার মাত্র 1$।(বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের Package থাকে যেমন: 5$ return 7.5$, 10$ return 15$, 50$ return 75$ ইত্যাদি
3. 2014, 2015, 2016 সালে পা দিয়েছে। মেম্বারও বাড়ছে বিপুল হারে, কোন প্রকার ঝামেলা ছাড়াই পেমেন্ট দিচ্ছে ঠিক মত।
4. এটার মালিক শুধু এই সাইট দিয়ে পেট চালায় না। উনার MLM ব্যবসায় রয়েছে। তাই উনাকে বিশ্বাস করা যায়। যে ব্যবসায়ী সে ব্যবসায় করতে জানে।
5. শেয়ার শেষ হতে অনেক বেশি সময় লাগে। এটা ভালো লক্ষণ। কারন টাকাতো ফটোকপি হয়না। 1 টাকা 2 টাকায় পরিণত হতে 3 মাস সময় লাগতেই পারে। অনেক কোম্পানি 3 দিন পর টাকা ফেরত দিয়ে দেয়। কিভাবে? একজন মেম্বারের টাকা অন্য জনকে দিয়ে দেয়। কিন্তু fortadpays আমাদের টাকা দিয়ে ব্যবসায় করে লাভ করে আমাদের দেয়। Good job
6. সর্বোপরি এরা প্রতি 30 মিনিট পর পর আপনার ব্যালেন্সে টাকা দিয়ে দিবে। আপনার কেনা শেয়ার % অনুযায়ী আপনি যত পাবার আপনাকে প্রতি 30মিনিট, ঘন্টায়, দিন, রাত দিতেই থাকবে যত দিন শেয়ার শেষ না হয় ততদিন।

Invest এর ব্যাপারে আমার পরামর্শ

কখনো আপনার সঞ্চিত টাকা কোথাও ইনভেষ্ট করবেন না। আপনার কাছে থাকা অতিরিক্ত টাকা দিয়ে আরো টাকা আয় করতে চেষ্টা করবেন। এমন পরিমান ইনভেষ্ট করবেন যেটা হারিয়ে গেলেও আপনার ক্ষতি হবে না। আর যত তাড়াতারি পারবেন আপনার বিনিয়োগকৃত টাকা তুলে নিবেন বাকীটা দিয়ে আবার ব্যবসায় করে যাবেন।

 
Profit Calculation-আয়ের হিসেব

100 ডলার ইনভেষ্ট করলে কত টাকা আয় হবে হিসেব করে দেখি:
1. 100$ ইনভেষ্ট করে 100টা শেয়ার থেকে মোট ফেরত আসবে 220$
2. প্রতিদিন আসবে 2$ (Cash: 1$, Rep: 1$)
3. প্রতিদিন Repurchase 1$ ডলার দিয়ে 1টি করে নতুন শেয়ার কিনবেন।
4. Cash এর 1$ করে প্রতিদিন রেখে দিবেন।
5. এভাবে আপনার Cash balance বাড়বে এবং শেয়ারও বাড়বে প্রতিদিন।
6. শেয়ার যখন বেড়ে যাবে তখন আপনার আয়ও বেড়ে যাবে। যতবার শেয়ার কিনতেছেন তত বারই  প্রতিটি শেয়ার থেকে 220% পাবেন।
যেমন: 100 Share থেকে প্রতিদিন 2$ আসলে 110 টা Share থেকে প্রতিদিন আসবে 2.02$
7. এই ভাবে 45 দিনের মধ্যে আপনার 100 ডলার তুলে নিতে পারবেন। বাকী থাকবে 120+
8. সেটা দিয়ে যত দিন সাইট থাকবে তত দিন আয় করে যেতে পারবেন। প্রতি 3 মাসে Double হবে। অর্ধেকটা উঠাবেন অর্ধেকটা রেখে দিবেন।
9. একবার Invest করার পর আর দরকার নেই। কখনই করবেন না ওই যেটা লাভ আসবে সেটা দিয়েই চালিয়ে যাবেন।

আপনি কি FortAdpays এ কাজ করতে প্রস্তুত? যতি প্রস্তুত হোন তবে এখনি Register করুন

1. প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন >> CLICK HERE TO REGISTER
2. এবার ভাষা পরিবর্তন করুন: UK জাতীয় পতাকায় ক্লিক করে।
3. Menu > Create Account এ যান
4. নিচে একটা Registration ফর্ম পাবেন সেখানে সকল তথ্য দিন।
5. মনেরাখবেন: যে আপনাকে এই সাইটের লিংক দিয়েছে তার Sponsor এ রেজিষ্টার করবেন।
6. username: Sanjit321 এবং Password: Sanjit321*# এই রকম দিতে হবে।
7. সবকিছু ঠিকমত দিয়ে রেজিষ্টার করুন
8. এবার ইমেইলে গিয়ে Account Active করুন।

 
এবার Profile Complete করুন

1. Login করুন।
2. Tools > Profile যান
3. ছবি, নাম, ঠিকানা, Payment prossesor দিন। (Payza সিলেক্ট করে, Prossesor ID তে পেজা ইমেইলটা দিন) Update দিন।
4. Add Security Details দিন:
Security Question: What is your name?
Your Answer: Sanjit Das
Confirm Answer: Sanjit Das
Update দিন।

 
Fortadpays এ কিভাবে Addfund করবেন?

1. Finance > Addfund এ যান
2. Amount: (আপনি যত আনতে চান দিন যেমন: 10) দিন আর Payza সিলেক্ট করুর
3. Preview দিন।
4. পরের পেজে Pay Now দিন।
5.এবার আপনি আপনার Payza তে চলে যাবেন সব ঠিক ঠাক দিন (Payza email, pass, pin) Successfully Addfund হবে

 
Fortadpays এ কিভাবে Addpack কিনবেন?

1. Finance > Comprare Shares এ যান।
2. Purchase Shares : এ কয়টা শেয়ার কিনবেন সেই সংখ্যা লিখুন। যেমন: 10
3. Use Re-Purchase Balance first : এখানে সব সময় টিক চিহ্ন দিবেন। এটা করলে আপনার Re-Purchase সবসময় 0.00 থাকবে ফলে আপনারই সুবিধে হবে কারন এই Balance উঠানো যায়না। তাই এটা সবসময় 0.00 রাখবেন। শেয়ার কেনার সময় টিক চিহ্ন দিবেন।
4. Preview দিন।
4. পরের পেজে Pay Now দিন।

 
Fortadpays এ প্রতিদিন কি কাজ করবেন?

1. Summary তে যান
2. নিচের দিকে আসুন
3. “You have to see 4 Free Today!” এখানে ক্লিক করুন।
4. পরের পেজে 4টা ব্যানার দেখতে পাবেন। 1টা 1 টা করে ক্লিক করুন অপেক্ষা করুন। Credited হলে। Tab Close করুন।
5. এই 4টা ব্যানারে প্রতি ২৪ ঘন্টা অন্তর অন্তর ক্লিক করতে হবে। আপনি চাইলে যে কোন সময় ক্লিক করতে পারেন যখন ক্লিক করবেন তখন থেকে 24 ঘন্টা হিসেব ধরা হবে।
6. ১ দিন যদি ক্লিক করতে না পারেন সমস্যা নেই টাকা কমবেনা ১ দিন বেড়ে যাবে মোট শেয়ারের মেয়াদ।

 
Fortadpays এ প্রতিদিন ফ্রী তে কিছু ইনকাম করুন?

1. Advertisment > Earn Money তে যান।
2. এখানে সবসময় এড দেখতে পাবেন কখনো বেশি কখনো কম। প্রতি ক্লিক: 0.001$, 0.005$, 0.01$ করে।
2. এই গুলো মিস করবেন না।

Fortadpays এর Summary বিবরণ:

1. ‍Sponsor = আপনার sponsor এর নাম।
2. My refferals = আপনার রেফারেল সংখ্যা (Paid: যারা শেয়ার কিনেছে)
3. Comission Earnings = (রেফার থেকে যা কমিশন পেলেন)
4. Gains Shares = (কেনা শেয়ার থেকে মোট যত পেলেন)
5. Payment prosessor = (যে প্রসেসর দিয়ে withdraw দিচ্ছেন)
6. Total PTC click = (মোট কয়টা PTC ad click করেছেন)
7. Balance = (এটাই আপনার মূল ব্যালেন্স এটা Withdraw করতে পারবেন)
8. Re-purchase = (এটা দিয়ে আবার শেয়ার কিনবেন। withdraw হবেনা)
9. Only credits Ads = (শেয়ার কিনে যে ক্রেডিট পেলেন)
10. Surf Credits Banner = (সার্ফ করে যে ক্রেডিট পেলেন)
11. Active/complete/tortals = (শেয়ারের হিসেব চালু আছে, শেষ হয়েগেছে এবং মোট শেয়ার)
12. Total PTC earnings = (PTC ad ক্লিক করে কত পেলেন)

 
Fortadpays এ কিভাবে Withdraw দিবেন?

1. Finance > Withdraw funds এ যান।
2. যত ডলার Withdraw দিবেন সেটা লিখে Withdraw তে ক্লিক করবেন।
3. পরের পেজে সেই Security question ans দিয়ে Ok দিবেন ব্যাস।
4. Pending থাকবে। 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন।
5. প্রতিরবিবার সাপ্তাহিক বন্ধ সেই দিন Withdraw হবেনা।

 
Fortadpays এ কিভাবে Balance Transfer করবেন?

1. Finance > Transfer funds
2. যাকে দিবেন তার ID অথবা username দিবেন Amount দিবেন Security ans দিবেন।
3. waiting এ থাকবে 24 ঘন্টার মধ্যে ডলার চলে যাবে।

 
Fortadpays এ রেফারেল Tools

1. আপনার রেফারের লিংক পাবেন Homepage-এ মানে Summary তে।
2. Tools > Your refferals > আপনার সকল রেফারেলদের তথ্য পাবেন
3. Promotion > এখানে সকল Marketing Meterial পাবেন।

 
এর পরেও কোন সমস্যা থাকলে নিচের ছোট ভিডিও টি দেখে নিন

 

পুরো পোষ্টটি বুঝতে অসুবিধে হলে উপরের ভিডিওটি দেখুন
 
সর্বপরি দেখে-শুনে নিজ দ্বায়ীত্বে ইনভেষ্ট করবেন। আমি শুধু তথ্য দিলাম।
Recent payout পেজে সবসময় নজর রাখবেন।

 

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 8

 

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 9

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 10

 

সর্বপরি দেখে-শুনে নিজ দ্বায়ীত্বে ইনভেষ্ট করবেন। আমি শুধু তথ্য দিলাম।
Recent payout পেজে সবসময় নজর রাখবেন।

 

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 11

 

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 12

 

Contact me For More informations

My Number: 01924-122149

My Skype ID: sanjitds

My BLOG = http://bdbestptc.blogspot.com

My fb id = Sanjit Chandra Das

My PTC world: Trusted Earnings sites of 2015

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 13
 

 

কিভাবে Fortadpays থেকে আয় করবেন। সম্পূর্ণ বাংলা টিউটরিয়াল 12
All Trusted Sites Of 2015
http://www.emoneyspace.co

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ