Ezoic কি ? ইজোয়িক (Ezoic) থেকে টাকা ইনকাম করার উপায় কি – আপনি যদি এডস নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চান? তাহলে গুগল এডসেন্স এডসেন্স এর পাশাপাশি Ezoic ব্যবহার করে প্রচুর পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে, Ezoic প্লাটফর্ম ব্যবহার করে, অনেক ব্লগার’রা তাদের ইনকামের পরিমাণ বাড়িয়ে নিচ্ছে। এখন আপনি যদি Ezoic থেকে টাকা ইনকাম করতে আগ্রহী থাকেন। তাহলে প্রথমে Ezoic কি এই বিষয়ে বিস্তারিত ধারণা নিতে হবে।
বিশেষ করে, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন। তারা আজকের এই পোস্ট পড়ে অনেক উপকৃত হতে পারবেন। তাই চলুন Ezoic কি এই বিষয়ে জেনে নেয়।
Ezoic কি ? ইজোয়িক (Ezoic) থেকে টাকা ইনকাম করার উপায়
- ইজোয়িক (Ezoic) কি?
- কেন ইজোয়িক (Ezoic) ব্যবহার করবেন?
- কিভাবে ইজোয়িক (Ezoic) ব্যবহার করবেন?
- ওয়েবসাইট মনিটাইজ করতে হবে?
- টার্গেটেড ট্রাফিক নিয়ে আসতে হবে?
- ইউনিক কন্টেন্ট লিখতে হবে?
ইজোয়িক (Ezoic) কি?
Ezoic হচ্ছে- গুগল এডসেন্স এডসেন্স এর মতো একটি এডস নেটওয়ার্ক। যার মাধ্যমে বিজ্ঞাপন গুলোকে অপটিমাইজ করে থাকে।
এখন আপনারা বলতে পারেন এডস অপটিমাইজ কি? তবে আপনাকে বলব। আমরা যখন গুগল এডসেন্স এডসেন্স এডস ব্যবহার করি। তখন এডসেন্স আমাদের বিভিন্ন এডস প্রদান করে।
এখানে সমস্যা হলো যখন আপনি এডসেন্স এর অটো এপস ব্যবহার করবেন। সেই সময় গুগল আপনাদের সাইটে যেখানে ফ্রি স্পেস দেখবে। সেখানেই এডস যুক্ত করে দিবে।
আরো পড়ুনঃ
- শপিফাই কি ? Shopify থেকে টাকা ইনকাম করার উপায়।(বিস্তারিত জানুন)
- অনলাইন ইনকাম সাইট || অনলাইন থেকে টাকা ইনকাম করার ওয়েবসাইট
- 5 টি অনলাইন জব করে টাকা ইনকাম করার উপায়
যার ফলে অনেক সময় দেখা যায় একটি পেজে 4-5 টি অটো এডস শো করে থাকে। এখানে স্বাভাবিক ভাবে উক্ত পেজ লোড নিতে অনেক বেশি সময় লেগে যায়।
যার জন্য আপনার সাইটের লোডিং স্পিড কমে যায়। এখন আপনি নিজে ভিজিটর হয়ে দেখতে পারেন। যখন কোন ওয়েব পেজ লোড নিতে বেশি সময় লাগে তখন আপনি অবশ্যই সেই সাইটে প্রবেশ করবেন না।
কারণ একটি সাইটে ভিজিটর শুধু শুধু বিজ্ঞাপন/ এডস দেখার জন্য প্রবেশ করবে না। ভিজিটর সাইটে আসে তার প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য।
এই সমস্যা গুলোর কারণে ওয়েবসাইটে ভিজিটর আসা কমে যায়। ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে বেরিয়ে আসার কারণে সাইটের বাউন্স রেট বেড়ে যায়। যা ওয়েবসাইটের এসইওতে খারাপ প্রভাব ফেলে।
এখন এই সমস্যাগুলো যাতে না হয় তার জন্য বিভিন্ন কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এর বিজ্ঞাপন গুলোকে ডিভাইস অনুযায়ী অপটিমাইজ করার জন্য Ezoic থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এখন কোন ভিজিটর আপনার ওয়েবসাইট মোবাইল দিয়ে ভিজিট করবে। তখন Ezoic সে ভিজিটর কে এমন ভাবে এড দেখাবে।
যাতে করে বেশ লোডিং এর সময় কোন সমস্যা দেখা না দেয়। যেখানে আপনারা এডগুলো ইচ্ছামত ভাবে স্টাইল করে নিতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন Ezoic কি? আর Ezoic সম্পর্কে আরো একটু বলতে চাই, আপনারা যারা গুগল এডসেন্স এডসেন্স ব্যবহার করছেন। তারা চাইলে গুগল এডসেন্সের পাশাপাশি। Ezoic একাউন্ট ক্রিয়েট করে, বাড়তি টাকা ইনকাম করতে পারবেন।
কেন ইজোয়িক (Ezoic) ব্যবহার করবেন?
আপনারা উপরোক্ত আলোচনায় ইজোয়িক কি এ বিষয়ে ধারণা পেয়ে গেছেন। এখন আমি আপনাদের সুবিধার্থে ইজোয়িক কেন ব্যবহার করবেন এ বিষয়ে জানানোর চেষ্টা করব।
ইজোয়িক ব্যবহার করবেন মূলত দুইটি বিশেষ কারণে। এক নম্বর হল অপটিমাইজেশন এবং দুই নাম্বার ইনকাম বাড়ানোর জন্য।
আপনার কাছে যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে, সেখানে গুগল এডসেন্স এডসেন্স অ্যাপ্রভাল হয় সেক্ষেত্রে অ্যাড অপটিমাইজেশন করার পাশাপাশি ইনকাম বাড়িয়ে নিতে পারবেন।
বিশেষ করে আপনার ওয়েবসাইটে যদি ১০ হাজারের বেশি ভিজিটর থাকে। সেক্ষেত্রে ইজোয়িক এর বিজ্ঞাপন লোডিং করার মাধ্যমে এডসেন্সের মতো প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
তাই আপনাকে পরামর্শ দিব google এডসেন্স এর মত, বিজ্ঞাপন দেখিয়ে বেশি বেশি টাকা ইনকাম করতে চাইলে ইজোয়িক ব্যবহার করা শুরু করতে পারেন।
কিভাবে ইজোয়িক (Ezoic) ব্যবহার করবেন?
Ezoic হচ্ছে ফ্রি অনলাইন প্লাটফর্ম। এখন আপনি যদি Ezoic ব্যবহার করতে চান? তবে তাদের দেয়া কিছু শর্ত অনুসরণ করে, Ezoic ব্যবহার করতে হবে। সেগুলো হলো-
ওয়েবসাইট মনিটাইজ করতে হবে?
আপনি যদি Ezoic ব্যবহার করতে চান সে ক্ষেত্রে সবার আগে একটি ওয়েবসাইট থাকতে হবে। কারণ ওয়েবসাইট না থাকলে আপনি Ezoic দিয়ে কোন কাজ করতে পারবেন না।
এখানে শুধুমাত্র ওয়েবসাইট থাকলে চলবে না। ওয়েবসাইটের পাশাপাশি, যে কোন একটি অ্যাড নেটওয়ার্ক মনিটাইজ থাকতে হবে।
আরো দেখুনঃ
- বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় [অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ]
- অনলাইন ইনকাম লিংক – অনলাইনে রিয়েল ইনকাম ওয়েবসাইট
এখন ওয়েবসাইটের জন্য নেটওয়ার্ক জনপ্রিয় গুগল এডসেন্স এডসেন্স থাকলে সব থেকে ভালো। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন, সাইটে এডসেন্স অপ্রভাল করানোর।
তারপর আপনারা Ezoic প্ল্যাটফর্মে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার পরে আপনারা অ্যাপ্রুভাল নিয়ে, বাড়তি টাকা ইনকাম করা শুরু করবেন।
টার্গেটেড ট্রাফিক নিয়ে আসতে হবে?
Ezoic প্ল্যাটফর্ম এপ্রুভাল এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিজিটর টার্গেট করা। মানে আপনি যদি ওয়েবসাইটে Ezoic ব্যবহার করেন সেক্ষেত্রে ওয়েবসাইটের নির্দিষ্ট পরিমাণ এর ভিজিটর আসতে হবে।
বিশেষ করে Ezoic নীতিমালা অনুযায়ী আপনার ওয়েবসাইটে প্রতি মাসে ১০ হাজার ইউনিক ভিজিটর আসতে হবে। নির্দিষ্ট পরিমাণে ভিজিটর ওয়েবসাইটে আসলে সহজেই অ্যাপ্রভাল পেয়ে যাবেন। অন্যথায় Ezoic এ আবেদন করলে রিজেক্ট করা হবে।
ইউনিক কন্টেন্ট লিখতে হবে?
একটি ওয়েবসাইটের সব থেকে বড় বিষয় হলো কন্টেন্ট। কারণ কনটেন্ট ছাড়া ওয়েবসাইট চলতে পারবে না। এক্ষেত্রে Ezoic আপ্রুভাল পেতে চাইলে, ওয়েবসাইটে শুধুমাত্র আর্টিকেল থাকলে চলবে না। আর্টিকেলগুলোকে অবশ্যই ইউনিক ভাবে লিখতে হবে।
আপনার ওয়েবসাইটে ইউনিক আর্টিকেলগুলো থাকলে সহজেই Ezoic অ্যাপ্রভাল নিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন।
Ezoic আপনার ওয়েবসাইটে এপ্রুভাল পেয়ে গেলে। google এডসেন্স এর মত মাসিক ভিত্তিতে, পেপাল মাধ্যমে, টাকা উত্তোলন করতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ
- ৭ টি সহজ অনলাইন ইনকাম পদ্ধতি || চাইলে আপনিও শুরু করতে পারেন।
- সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট – ঘরে বসে ইনকাম করার সুযোগ।
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা Ezoic থেকে অনলাইনে আয় করতে চান? তারা উপরে উল্লেখিত বিষয় গুলো অনুসরণ করে, কাজ করলে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
এখন এই পোস্ট সম্পর্কে আপনার যদি আরো কিছু জানা থাকে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আমাদের ওয়েবসাইট থেকে অনলাইনে টাকা ইনকাম করার নতুন নতুন টিপস জানতে নিয়মিত ভিজিট করুন।
Comments (No)