এখানে vTaka নয় Takaর কাজ। উইথড্র করতে পারবেন।
টোটাল বাজেট: ১,০০,০০০ টাকা
কাজের ধরন: ভিডিও টিউটোরিয়াল
রেট: 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত , ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করে।
বিস্তারিত:
এসো আয় করি ডট কমের ফেসবুক পেজের ১০০০০ লাইক পুর্তি উপলক্ষ্যে আমরা এসো আয় করি ডট কমের ইউটিউব চ্যানেল খোলার উদ্যেগ নিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, রিভিউ, আর্নিং নিউজ, স্ক্যামিং নিউজ থাকবে। অনলাইন ছাড়াও অফলাইন আয়ের ভিডিও থাকতে পারে।
নিয়মাবলী:
- প্রতিটি ভিডিও অবশ্যই নতুন করে তৈরি করতে হবে। সংগ্রহ করা ভিডিও গ্রহনযোগ্য নয়।
- ভিডিও নিচের দিকে EshoAyKori.com এবং উপরের দিকে ডানে বা বামে ‘এসো আয় করি’ লেখা থাকতে হবে।
- ভিডিওর বিষয়বস্তু: বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, রিভিউ, আর্নিং নিউজ, স্ক্যামিং নিউজ,কয়েন মার্কেটের খবর, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, জাভা সাইন্স ও টেকনোলজি, মোবাইল কোম্পানির নানা অফার ইত্যাদি। । অনলাইন ছাড়াও অফলাইন আয়ের ভিডিও থাকতে পারে।
- প্রতিটি নির্বাচিত ভিডিওর মুল্য কমপক্ষে 100 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা ধার্য করা হবে।
- এ টাকা সরাসরি ব্যাংক, বিকাশ, মোবাইল ব্যাংকিং মাধ্যমে বা সরাসরি অফিস থেকে ক্যাশ হিসেবে উইথড্র করা যাবে।
- ভিডিও HD format (কমপক্ষে 1280 × 720 ) হতে হবে।
- সকল ভিডিও নির্বাচিত নাও হতে পারে। তবে সফল ভাবে সম্পন্ন সকল ভিডিও গ্রহন করা হবে।
- একই বিষয়ে ২ টি ভিডিও নেয়া হবে না। যেমন: ”এসো আয় করি ডট কমে কিভাবে পোস্ট করবো?” এ বিষয়ে ২ টি ভিডিও নেয়া হবেনা।
- কোন কারন দর্শানো ছাড়াই এসো আয় করি কর্তৃপক্ষ যেকোন নিয়মের পরিবর্তন করতে পারবেন।
আর্টিকেল লিখে টাকা আয় করুন
এক ঘন্টা পর পর 200$ পর্যন্ত আয়
কিভাবে জীবন পাতা থেকে আয় করবেন
যোগাযোগের জন্য:
Jibonpata: www.jibonpata.com/eshoaykori
FB page: fb.com/EshoAyKori
Email: abasaya@gmail.com