ডাটা এন্ট্রি করে ইনকাম করুন

ডাটা এন্ট্রি কি?

ডাটা এন্ট্রি করে ইনকাম করুন 1


ডাটা এন্ট্রি হলো কোনো নিদির্ষ্ট তথ্যকে কম্পিউটার এর মাধ্যমে তার ডাটা তৈরী করে একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানে সাবমিট করা৷ বর্তমানে ডাটা এন্ট্রির চাহিদা অনেক বেশি৷ ডাটা এন্ট্রি করে এখন অনেকে মাসে (৪০০-৫০০) ডলার বা এর বেশিও ইনকাম করছে৷

কিভাবে ডাটা এন্ট্রি করা শিখবেন?

ডাটা এন্ট্রি শিখতে হলে কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না, আপনি চাইলে বাসায় একা একা ইন্টারনেট এর মাদ্ধমে শিখতে পারেন৷ বা বাহিরে এর জন্য কোনো কোর্সও করতে পারেন৷ ডাটা এন্ট্রি করতে হলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইন্টারনেট এ রিসার্চ করা শিখতে হয়৷

কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়?

ডাটা এন্ট্রি (অনলাইন-আউটলাইন) ২ভাবেই করা যায়৷ কিন্তু আউটলাইন এর চাইতে অনলাইন এর চাহিদাটা অনেক বেশি৷ সব চাইতে মজার বিষয় হলো ডাটা এন্ট্রি একা একাও করা যায়৷ আবার একটি গ্রুপ বানিয়ে অনেক বড় বড় ডাটার প্রজেক্ট সাবমিট করে বেশি ইনকাম করা যায়৷ নিচে ডাটা এন্ট্রি করার কতগুলো মার্কেট প্লেস এর নাম দেয়া হলো৷

ডাটা এন্ট্রির সুবিধা:-

  • ডাটা এন্ট্রি করার জন্য কোনো প্রকার প্রোগ্রামিং জানতে হয় না৷
  • ডাটা এন্ট্রি করতে কোনো ডিজাইন জানতে হয় না৷
  • এইটা একা একা ও গ্রুপ হিসেবেও করা যায়৷
  • অন্নান্য কাজের চাইতে এই কাজটা সহজ৷

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ