Create a wireless bridge between two router

আপনার কাছে ২টি রাউটার আছে। একটাতে ইন্টারনেট কানেকশন আছে কিন্তু আরেকটাতে নাই। এই অবস্থায় দুইটি রাউটারে “Wireless Bridge” তৈরী করে দুইটিতেই ইন্টারনেট কানেকশন করা যাবে যেখানে দুই রাউটারে আলাদা আলদা ইন্টারনেট লাইনের প্রয়োজন নাই এবং দুই রাউটারের SSID হবে আলাদা আলাদা। অর্থাৎ আলাদা আলাদা WIFI নাম থাকবে। এখন দেখা যাক কিভাবে করা যায় :

যে রাউটারে ইন্টারেনেট আছে এইটাকে বলছি  R1 এবং যেটাতে কানেকশন নাই ঐটাকে বলছি R2.

স্টেপ-১ঃ R1 এর এডমিন প্যানেল এ লগিন করে SSID, security method এবং password কালেক্ট করে নিন। যা পরে কাজে লাগবে।

স্টেপ-২ঃ R2 কে সরাসরি লেপটপএ ক্যাবল দিয়ে কানেকশন দিন। এবং ল্যাপটপের WiFi বন্ধ করে দিন।এবার R2 এর এডমিন প্যানেল এর IP জেনে নিন। ধরা যাক IP: 192.168.1.1

স্টেপ-৩ঃ Browser ওপেন করে (192.168.1.1 ) R2 এর এডমিন প্যানেল-এ লগিন করুন।

স্টেপ-৪ঃ R2 এর Wireless সেটিংস ওপেন করে SSID দিন এবং খেয়াল রাখবেন যেন এই SSID R1 এর SSID থেকে আলাদা হয়।এবং পাসওয়ার্ড দিন।

SSID

   স্টেপ-৪

স্টেপ-৫ঃ R2-এর Network/LAN সেকশন থেকে R2 এর একটা IP সেট করে দিন যেন এই IP R1 এর IP থেকে আলাদা হয়। অর্থাৎ যদি R1 এর IP হয় 192.168.1.1 তাহলে এখানে সেট করবেন 192.168.1.2.। এখন R2 রিস্টার্ট করুন।

স্টেপ-৫

স্টেপ-৫

স্টেপ-৬ঃ এই স্টেপ ব্রিজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। R2 এর এডমিন প্যানেল থেকে Wireless সেটিংস ওপেন করুন। এর নিচের দিকে একটা চেকবক্স পাবেন Enable WDS Bridging এইটাকে চেক করবেন।

Enable WDS Bridging

Enable WDS Bridging

 

এখন এর নিচে কিছু বক্স আসবে। নিচের ছবিতে দেওয়া আছেঃ

 Bridging

Bridging

প্রথম বক্স SSID (to be bridged) – এখানে দিতে হবে R1 এর SSID অর্থাৎ যার সাথে ব্রীজ করতে চান। সহজ উপায় হচ্চে একটা বাটন আছে Survey বাটন। এখানে ক্লিক করলে আপনার আশেপাশের সব WiFi লিস্ট চলে আসবে।

Survey

Survey

এখান থেকে আপনার রাউটারের SSID তে কানেক্ট ক্লিক করুন। অথবা R1 এর সিকিউরিটি সেটিংসে যেভাবে দেওয়া আছে ঐভাবে সেট করে নিন। এবং R1 এর WiFi পাসওয়ার্ড দিন।এবং R2-রিস্টার্ট করুন।

স্টেপ-৭ঃ ব্রিজিং হয়ে গেছে। এবার আপনাকে ছোট একটু কাজ করতে হবে DHCP নিয়ে। DHCP সেকশনে IP সেট করে রাউটার dynamically। এখন R2 কে সেট করতে হবে যেন R2 কোন IP সেট না করে। বরং IP সেট করবে R1 । এর জন্য R2 এর DHCP/DHCP  settings থেকে DHCP Server বন্ধ করে দিতে হবে।

DHCP

DHCP

এখন R2 কে শেষবারের মত রিস্টার্ট করে নিন। আপনার কাজ শেষ।

এখন লেপটপের WiFi চালু করুন এবং এখন দুইটি SSID-ই  দেখেতে পাবেন। R2 এর SSID দিয়ে connect করলেও আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং R1 দিয়ে কানেক্ট করলেও পারবেন।

এই পদ্ধতী কাজে লাগে যখন আপনার প্রাইমারী রাউটারের কানেকশন এরীয়া কাভারেজ করতে না পারে অথবা ডেস্কটপে লেন কানেকশন ইউজ করবেন সরাসরি ২য় রাউটার দিয়ে কিন্তু ২য় রাউটারে ইন্টারনেট নাই।

বিঃদ্রঃ আমি এখানে দুইটি রাউটারই TP-Link ইউজ করেছি। কারো যদি অন্য ব্র্যান্ড এর রাউটার হয় তাহলে না পারলে জানাবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ