CPA Marketing কী? সিপিএ মার্কেটিং কিভাবে করবো? অনলাইনে কোথাও না কোথাও হয়তো “সিপিএ,মার্কেটিং (CPA Marketing)” এর নাম শুনেছেন কিন্তু জানেন না আসলে CPA Marketing কি, এটার মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়। আমি আজকের এই আর্টিকেলে সিপিএ মার্কেটিং নিয়ে সব কিছু বিস্তারিত বলবো। সিপিএ মার্কেটিং করেও আপনি ভাল পরিমাণ ইনকাম করতে পারবেন। কিন্তু, এর জন্য সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান থাকতে হবে। তাছাড়া এখানে অনেক নকল সাইট রয়েছে তাই আপনাকে কোন ভাল প্লাটফরমে জয়েন করে সিপিএ মার্কেটিং করতে হবে।

CPA Marketing কী? CPA Marketing কিভাবে করবো?

আর্টিকেল শেষে যা জানতে পারবেন :

  • CPA Marketing কি?
  • CPA Marketing কিভাবে করবো?
  • কিভাবে সিপিএ অফারগুলো প্রমোট করবো?
  • নতুনদের জন্য সেরা CPA Marketing নেটওয়ার্ক কোনগুলো?
  • CPA Marketing করে কত টাকা ইনকাম করতে পারবো?

CPA Marketing কি?

CPA মানে হল “Cost Per Action”. মানে লিড জেনারেট করার মাধ্যমে ইনকাম করা। অর্থাৎ ছোট ছোট কাজ করে দেওয়ার জন্য আপনাকে টাকা প্রদান করা হবে। যেমন, ই-মেইল সাবমিট, জিপ কোড সাবমিট, কোন সাইটে সাইনআপ করা, ফরম ফিলাপ, সার্ভে ইত্যাদি। সিপিএ মার্কেটিং অনেকটা এফিলিয়েট মার্কেটিং এর মতোই আর এটা এফিলিয়েট মার্কেটিং এরই একটা অংশ। কিন্তু, সিপিএ মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং এর থেকে অনেকটা সহজ।

এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কোন প্রডাক্ট বিক্রির মাধ্যমে সেখান থেকে কমিশন পান কিন্তু সিপিএ মার্কেটিং এ ছোট ছোট কাজ আপনার ভিজিটর দিয়ে করিয়ে নিতে পারলেই আপনার ইনাকম হবে। সিপিএ মার্কেটিং এ প্রতিটি লিড জেনারেট করার জন্য আপনাকে $0.10 – $10 বা তার বেশি ও দিতে পারে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত থাকতে পারে। এখানেও আপনাকে এফিলিয়েট মার্কেটিং এর মতো কোন অফারের জন্য একটা লিংক প্রদান করা হবে সেই লিংক আপনার সাইটে প্রমোট করতে হবে।

যেমন, কোন সাইটে ই-মেইল সাবমিট এর একটা অফার আপনি প্রতি লিড জেনারেট এর জন্য পাবেন $2.

আপনি সেই অফারের লিংক আপনার সাইটে প্রমোট করবেন যখন কোন ভিজিটর ঐ লিংকে গিয়ে ই-মেইল সাবমিট করবে আপনি $2 পেয়ে যাবেন।

যদি ১০০ জন ই-মেইল সাবমিট করে তাহলে আপনি $200 পেয়ে যাচ্ছেন।

আশা করি, সিপিএ মার্কেটিং কি তা বুঝাতে পেরেছি।

CPA Marketing কিভাবে করবো?

সিপিএ মার্কেটিং কি তা সম্পর্কে উপরে জেনেছি এখন সিপিএ মার্কেটিং কিভাবে করবো কি কি লাগতে পারে তা সম্পর্কে জানবো।

সিপিএ মার্কেটিং করার জন্য একটি ওয়েব সাইটের অবশ্যই প্রয়োজন হবে। আপনি ফ্রি বা পেইড দুইভাবেই সাইট বানিয়ে সিপিএ মার্কেটিং করতে পারেন। সিপিএ অফার প্রমোট করা ছাড়াও যখন কোন সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে যাবেন তখন আপনার সাইট বা ইউটিউব চ্যানেল এর লিংক দিতে বলবে। তাই আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে।

সিপিএ মার্কেটিং করার জন্য প্রথমে আপনাকে কোন সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে হবে তারপর আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেই লিংকটি প্রমোশনের মাধ্যমে লিড জেনারেট করতে হবে।

কোন সিপিএ নেটওয়ার্কে জয়েন করবেন তার আগে বলে নেই কিভাবে সিপিএ অফারগুলো প্রমোশন করবেন। তারপর বলবো সেরা এবং নতুনদের জন্য উপযোগী সিপিএ নেটওয়ার্ক কোনগুলো।

কিভাবে সিপিএ অফারগুলো প্রমোট করবো?

সিপিএ অফার প্রমোশনের দুইটা উপায় আছে। একটা হচ্ছে ফ্রিতে অন্যটি হচ্ছে টাকা দিয়ে। কিভাবে ফ্রিতে অফার প্রমোশন করতে পারবেন তা নিয়ে প্রথমে বলবো তারপর টাকা দিয়ে কিভাবে করবেন সেটা বলবো।

কিভাবে ফ্রিতে সিপিএ অফার প্রমোশন করবো?

1. ব্লগ :

আপনার যদি একটি ব্লগ থাকে তাহলে এর মাধ্যমে ফ্রিতে অফার প্রমোশন করতে পারবেন।

আপনাকে যা করতে হবে তা হল আপনি যে অফার প্রমোট করতে যাচ্ছেন তার লিংকটি অ্যাডস আকারে সাইটে প্রচার করতে পারেন বা রিলেটেড কোন আর্টিকেল এর ভিতর ব্যবহার করতে পারেন। যখন কোন ভিজিটর অ্যাডস এর প্রতি আকর্ষিত হয়ে কোন সাইটে গিয়ে সাইনআপ বা ই-মেইল সাবমিট যেই অফার হোক না কেন সেটা সম্পন্ন করলে আপনি তার জন্য টাকা পাবেন।

2. ইউটিউব চ্যানেল :

আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আর সেখানে ভাল পরিমাণ ভিউ হয় তাহলে ইউটিউব চ্যানেল এর মাধমেও অফার প্রমোশন করতে পারবেন। কিছু কিছু অফার থাকে যেখানে ই-মেইল বা জিপ কোড সাবমিট এর জন্য ইউজারদের ফ্রি পে করা হয় সেরকম কিছু অফার নিয়ে ভিডিও বানিয়ে আপনার অফারের লিংক সেখানে দিয়ে ইউটিউব চ্যানেল এর মাধ্যমেও অফার প্রমোট করতে পারেন।

3. সোশাল মিডিয়া :

সোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা পেজের মাধমেও অফার প্রমোট করতে পারেন। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম এগুলোতে আপনার যদি অনেক ফলোয়ার থাকে তাহলে সেখানে অফারগুলো প্রমোট করতে পারেন। তবে মনে রাখবেন, আপনি আপনার সিপিএ অফারের লিংক সরাসরি সোশাল মিডিয়ার সাইটগুলোতে প্রমোট করতে পারবেন না। তার জন্য আপনার ল্যান্ডিং পেজ এর দরকার হবে।

আমি আগেই বলেছি সিপিএ মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট অবশ্যই প্রয়োজন হবে। আপনাকে প্রথমে সিপিএ অফারের লিংক আপনার সাইটে পোষ্ট আকারে পাবলিশ করতে হবে তারপর আপনার ওই পোষ্ট সোশাল মিডিয়া গুলোতে শেয়ার করে লিড জেনারেট করতে পারেন।

4. ই-মেইল

আপনি ই-মেইল কালেক্ট করে ই-মেইল এর মাধমে সিপিএ অফার প্রমোট করতে পারেন।

টাকা দিয়ে কিভাবে সিপিএ অফার প্রমোশন করবো?

গুগোল অ্যাডস বা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অফার প্রমোট করতে পারেন। তাছাড়া কোন ভাল ওয়েবসাইট যেখানে অনেক ভিজিটর আসে তাদের সাইটে বিজ্ঞাপন দিয়েও অফাএ প্রমোশন করতে পারেন।

আশা করি কিভাবে অফার প্রমোট করবেন তা নিয়ে যথেষ্ট ধারণা পেয়েছেন।

নতুনদের জন্য সেরা CPA Marketing নেটওয়ার্ক কোনগুলো?

সিপিএ মার্কেটিং করার জন্য অনেক ভাল ভাল প্লাটফরম আছে তবে আমি নতুনদের জন্য উপযোগী কিছু প্লাটফরম শেয়ার করবো যেখানে একাউন্ট করার সাথে সাথেই এপ্রুভাল পেয়ে যাবেন। অনেক সিপিএ প্লাটফরম আছে যেখানে একাউন্ট এপ্রুভাল পেতে সময় লাগে এবং আপনার কাজের যদি কোন দক্ষতা না থাকে তাহলে এপ্রুভাল পাওয়া যায় না।

1. Cpagrip

এখানে একাউন্ট করার সাথে সাথে এপ্রুভাল পেয়ে যাবেন। এখানে ই-মেইল সাবমিট, জিপ কোড সাবমিট আরও অনেক অফার পাবেন প্রমোট করার জন্য। এর জন্য আপনাকে যা করতে হবে অনেকগুলো অফার থেকে পছন্দ অনুযায়ী কোন অফারের উপর ক্লিক করুন তাহলে আপনার প্রমোট করার লিংক পেয়ে যাবেন। তাছাড়া, এখানে কন্টেন্ট লকিং করেও ইনকাম করতে পারবেন।

কন্টেন্ট লকিং হচ্ছে কোন লিংকে সর্ট করে সেটা শেয়ার করা কেউ যদি সেই লিংকে ক্লিক করে তাহলে অটোমেটিক তার সামনে একটা সিপিএ অফার চলে আসবে। যদি সে অফারটা সম্পূর্ন করে তাহলে আপনি একটি লিড পেয়ে যাবেন।

Cpagrip থেকে কিভাবে টাকা উত্তোলন করবো?

যখন আপনার একাউন্টে $50 হয়ে যাবে তখন আপনি পেপাল এবং পেওনার এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

2. AdWorkMedia

এটাও Cpagrip এর মতোই একাউন্ট করার সাথে সাথেই এপ্রুভাল দিয়ে দেয়। এখানেও আপনি পছন্দ অনুযায়ী অফার খুজে নিয়ে তা প্রমোট করতে পারেন। কিছু কিছু অফার প্রমোট করার জন্য এপ্রুভাল এর প্রয়োজন হয় আপনি সঠিক তথ্য দিয়ে সাবমিট করলে এপ্রুভাল দিয়ে দিবে তখন আপনি সেই অফারটা প্রমোট করতে পারবেন। এখানেও কন্টেন্ট লকিং এর সিস্টেম রয়েছে।

AdWorkMedia থেকে কিভাবে টাকা উত্তোলন করবো?

AdWorkMedia থেকে $35 হলে আপনার ব্যাংক একাউন্ট, চেক,পেপাল, পেওনার এবং ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

3. Cpalead

এই সিপিএ নেটওয়ার্কটিও Cpagrip ও AdWorkMedia এর মতোই। আপনি চাইলে এটাতেও কাজ করতে পারেন।

Cpalead থেকে কিভাবে টাকা উত্তোলন করবো?

Cpalead থেকে $50 হলে আপনার ব্যাংক একাউন্ট, চেক,পেপাল, পেওনার ও বিটকয়েন এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

CPA Marketing করে কত টাকা ইনকাম করতে পারবো?

সিপিএ মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করা যায়। তবে এটা নির্ভর করবে আপনার প্রমোশন এর উপর। যত বেশি প্রমোশন করে লিড জেনারেট করতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে। তাই এখানে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। প্রথম দিকে ইনকাম কমে হলেও ধীরেধীরে তা বৃদ্ধি পাবে।

সবশেষে আমাদের পরামর্শঃ

আপনি যদি সিপিএ মার্কেটিং এ আগ্রহী থাকেন তাহলে তাহলে উপরে শেয়ার করা যেকোন নেটওয়ার্কে রেজিস্টার করে কাজ শুরু করে দিন।

তবে কাজ করার আগে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে সিপিএ মার্কেটিং করবেন তা নাহলে সফলতার থেকে ব্যর্থতার হার বেড়ে যাবে। আমি সিপিএ মার্কেটিং নিয়ে প্রায় সব কিছুই বিস্তারিত বলেছি। আপনি সিপিএ মার্কেটিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কোর্স করতে পারেন অথবা ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন।

আশা করছি, আপনারা যারা সিপিএ মার্কেটিং করতে আগ্রহী তারা এই আর্টিকেল থেকে সবকিছু জানতে পেরেছেন।

যদি আমার এই লেখাটি ভালো লেগে থাকে দয়াকরে আপনার সোশ্যাল নেটওয়ার্কে এটি​ শেয়ার করুন এবং নতুনদের কে জানার সুযোগ করে দিন।

সিপিএ মার্কেটিং নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ