_____
এফিলিয়েট মার্কেটিং-এর একটি পর হচ্ছে সিপিএ মার্কেটিং। CPA এর ফুল মিনিং দাড়ায় Cost Per Action, এটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেয়া হয়। সেটা হতে পারে @রেজিষ্টেশন, @ইমেল সাবমিট, @পিন সাবমিট অথবা @ডাইনলোড ।[বাংলাদেশের জন্যে শুধুমাত্র ডাইনলোড এর লিড টাই কাজ করে Success হতে পারবেন এবং আমরা এটাই শিখাবো ]
_______________________
CPA মার্কেটিং বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর ধারনাই পালটে দিয়েছে। এমাজনের এফলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন।
এমাজন আপনাকে শুধুমাত্র তখনি টাকা দিবে যখন আপনার মাধম্যে তাদের কোন প্রোডাক্ট সেল হবে। এটা আসলেই অনেকটা কষ্টসাধ্য ব্যপার। নতুন ইন্টারনেট মার্কেটার দের জন্যতো অনেকটা অসম্ভব। সেখানে CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। যেমনঃ- ডাউনলোড
[কিন্তু আমি আগেই বলছি আমরা শুধুমাত্র ডাউনলোড নিয়ে কাজ করবো -এটাতে বেশি কষ্ট নেই সবাই করতে পারবেন -]
বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব –
আমাদের কোর্সে যা যা থাকছে –
১। আমরা যে সাইট এ কাজ করবো সেই – সেই সাইট সম্পর্কিত বিস্তারিত শিখাবো । যেমন- কি ভাবে সাইট এ অ্যাকাউন্ট খুলবেন, যে কোন ফরমেট এর ফাইল আপলোড করবেন এবং সেই ফাইল এর মার্কেটিং লিং কিভাবে বের করবেন-সব শিখানো হবে।
২। প্রশ্ন করতে পারেন আপলোড করলেই তো হবে না। সেটা যদি মার্কেটিং করে ডাউনলোড না করাতে পারি সেই ক্ষেত্তে কোন টাকাই তো কামাতে পারবো না।
আপনাদের সুবিধার্থে আমরা আপনাদের ফ্রি তে
ফুল মার্কেটিং করা শিখিয়ে দিব।
৩। যারা নতুন -তাদের একটা ফ্রি তে ব্লগ সাইট খুলে দেয়া হবে -কিভাবে ব্লগ পোস্ট করতে হয় এবং সাইট এর কেটেগরি এবং ডিসাইন করে দেয়া হবে।
৪। আমরা যে মার্কেটিং শিখাবো শেখানে আপনাদের পত্তেক দিন -মিনিমাম –
৩০০-৫০০ ডাউনলোড থাকবে।
-ইনশাল্লাহ –
@আমাদের কোর্স টা অনেক সর্ট
জারা ভালো পারেন একদিনেই সম্ভব।
আর জারা একটু কম পারেন তাদের কয়েকদিন সময় লাগবে।
জেহুতু কোর্স টা সর্ট। সে জন্নে আমরা এই ফুল কাজ টা Skype এ স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে শিখানো হবে?।
ভালো ভাবে কাজ করলে প্রত্তেক মাসে -কাজ একেবারে কম করলে @ $34 (minimum) এবং প্রত্তেক দিন ২-৩ ঘন্টা সময় দিলে $45 (mimimum) থেকে $84-100 করা সম্ভব!
@ ইনশাল্লাহ –
@কাজ করার যোগ্যতা ——
১. অনলাইন এর সম্পর্কিত বেসিক ধারনা থাকতে হবে.।
২.জিমেইল ,ইয়াহু – ইত্যাদি – অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, মেইল করতে হয় এগুলা সম্পর্ক এ বেসিক জানতে হবে।
৩.ফেসবুক এর গ্রুপ কিভাবে খুলতে হয় এবং পেজ কিভাবে খুলতে হয়। এক কথায় ফেসবুক সম্পর্কিত সব ধারনা থাকতে হবে।
৪.বাংলায় টাইপ করা জানতে হবে [Android দিয়েও টাইপ করলে হবে] [ জাণলে ভালো না জানলেও সমস্যা নাই উপাই আছে ]
৬.3G স্পিড ইন্টারনেট লাগবে।
৭.মডেম অথবা ব্রডব্যান্ড হলেও হবে।
৮.পেজা অ্যাকাউন্ট লাগবে -[ না থাকেল খুলে দিব আমি ২ মিনিট এর কাজ পেজা অ্যাকাউন্ট খুলা ]
@ বেস এগুলে হলেই আপনি কাজ করার জন্নে প্রস্তুত—–
জারা ইচ্ছুক এবং যাদের ধর্জ আছে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করেন।
কোর্স ফি -৫০০ টাকা
ধন্যবাদ।
যোগাযোগ করুন – ফেসবুক পেজ
আথবা Skype ID – israfilcs
[ বিদ্রো: আমি আগেই বলে রাখি – সাইট আমার না Usa. মালিকের আর মালিক ও আমি না, আমি নিজে পেমেন্ট পাইছি এটার পেমেন্ট প্রুফ আমি দেখাবো। কিন্তু পরে সাইট চলে গেলে অথাব কোন সমস্যা হলে তার জন্নে- আমি দায়ি থাকবো না।
অনলাইন এ কোন সাইট এর গ্যারান্টি কেও দিতে পারবে না। সেটা জতই ভালো হক ]
Comments (No)