YouTube Views পাচ্ছেন না? কি করবেন?

YouTube Views পাচ্ছেন না? কি করবেন? সকলকে আমার প্রানঢালা শুভেচ্ছা, আশা করি সবাই বেশ ভালো ভাল আছেন। বর্তমানে বাংলাদেশ এ অনলাইন ইনকাম এর যে কয়েকটি মাধ্যম সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে ইউটিউব ভিডিও আডসেন্স থেকে ইনকাম করাটা সবচেয়ে জনপ্রিয়। এছাড়া ছিপিএ মার্কেটিং ও টিস্প্রিং ও জনপ্রিয়তার তুঙ্গে আছে। এবং এই দুই মাধ্যমের সাথেও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্ক আছে, সেহেতু ইউটিউব এর সাথেও সম্পর্ক আছে। আপনি আপনার সাইটে অনেক ভাল ভাল ভিডিও দিয়েছেন কিন্তু নিয়মিত কিন্তু ভিউ পাচ্ছি না, কেন ভিউ পাচ্ছি না। কারন আমরা যদি শুধু ভিডিও বানিয়ে আমাদের দায়িত্ব শেষ করে দেই, তাহলে তো হবে না। ইউটিউব এসইও করতে হবে।
YouTube Views পাচ্ছেন না? কি করবেন?
YouTube Views পাচ্ছেন না? কি করবেন?

তাই আমাদের খুব ভাল করে আমাদের ভিডিও এর অন ও অফ পেজ

খুব ভাল করে অপটিমাইজ করতে হবে। এর কোন বিকল্প নেই।

আরো জানুন:

তাহলে চলুন জেনে নেওয়া যাক ১০ টি কারন, যে ভাবে আপনার ভিডিও আপলোড করলে ভালো ভিউ

পাবেনঃ-

  • ভিডিও এর দৈর্ঘ্য কম করে দিতে পারেন।দেখবে যেন ৫ মিনিট হয়।
  • যখন ট্যাগ দিবেন তখন কয়েকটি কম্পিটিটর চ্যানেল এর নাম ট্যাগ হিসেবে দিবেন।
  • ভিডিও তে Annotations ব্যবহার করা যেতে পারে।
  • Description অবশ্যই ২০০-২৫০ word এর নিচে হবে না।
  • আপনার  টাইটেল এর প্রথম টা শুরু করবেন ভিডিও কিওয়ার্ড দিয়ে যেন ভিজিটর বুঝতে পারে।
  • সাবটাইটেল ব্যবহার করতে পারেন।
  • ভিডিও ফাইল নেম অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এর নামে সেভ করে রাখবেন।
  • Quora.com / yahoo question এ vidio এর মার্কেটিং করা যেতে পারে।
  • কাস্টম Thumbnail ব্যবহার করা যেতে পারে।
  • প্রথমে আপনার ভিডিও তে কিছু ভিউ নিয়ে আসুন বাইরে থেকে।

এগুলো ভাল ভাবে মেনে চললে আপনি অবশ্যই ভাল ভিজিটর পাবেন আপনার মূল্যবান সাইটে। তাহলে

আজ এখানেই শেষ করছি। আশা করি আমার লেখাটি ভালো লেগেছে। লেখা গুলো পড়ে ভালো লাগলে

অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত

কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে Online Income Tunes

জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা

করবো।

ভাল থাকবেন।   

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ