BPO পরবর্তী গন্তব্য বাংলাদেশ (Business Process Outsourcing)

BPO পরবর্তী গন্তব্য বাংলাদেশ (Business Process Outsourcing)

বিশ্বের BPO (বিজনেস প্রসেস আউটসোসিং) কাজের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ। ‘বিপিও সামিট ২০১৫’ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ আশার কথা শোনান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

আজ বুধবার ওই সম্মেলনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ৯ ও ১০ ডিসেম্বর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) উদ্যোগে দেশে প্রথমবারের মতো এ সম্মেলন হয়।

জুনাইদ আহমেদ বলেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং বা BPO বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। বাংলাদেশের BPO ব্যবসার প্রবৃদ্ধি বছরে শতকরা ১০০ ভাগের বেশি, যার বর্তমান বাজারমূল্য ১৩০ মিলিয়ন ডলার।

জুনাইদ আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য এই খাতে ১ বিলিয়ন ডলার আয় করা। বর্তমানে বাংলাদেশে মাত্র ২৫ হাজার লোক এই খাতে যুক্ত আছে। আমরা এই সংখ্যা শিগগিরই এক লাখে উন্নীত করতে পারব।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাক্যর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ শরীফ, মহাসচিব তৌহিদ হোসেন প্রমুখ।
বাক্যর মহাসচিব তৌহিদ হোসেন বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের এই খাতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভালো একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সক্ষমতার জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশে বিপিও সেক্টরের সাফল্যের গল্পগুলো মানুষকে জানানোর চেষ্টা করেছি। দেশের তরুণদের কাছে এই সেক্টরকে অন্যতম একটি কর্মক্ষেত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন বিষয়ে ১২টি সেমিনার হয়েছে। এতে ৭৪ জন বিশেষজ্ঞ বক্তা তাঁদের বক্তব্য উপস্থাপন করেছেন। ১০টি দেশের প্রতিনিধিরা সরাসরি সম্মেলনে অংশ নিয়েছেন এবং ৬০টি দেশ থেকে আগ্রহীরা অনলাইনে সম্মেলন-সংক্রান্ত খোঁজখবর নিয়েছেন। সম্মেলনের দুই দিনে ১০ হাজারের বেশি দর্শনার্থী সরাসরি সম্মেলন পরিদর্শন করেছেন।’

বাক্যর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য, সম্মেলনের আগেই ১৫টি বিশ্ববিদ্যালয়ে অ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। যেখান থেকে প্রায় ১৫ হাজার বায়োডাটা সংগ্রহ করা হয়েছে এবং সম্মেলনের সময় এর মধ্য থেকে ২৩৫ জন সরাসরি চাকরি পেয়েছেন। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।’

Online Income Site

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শ্রীলঙ্কা ও ফিলিপাইন বিপিও সেক্টরে সবচেয়ে ভালো করেছে। বিপিও সেক্টরে সারা বিশ্বের ৫০০ বিলিয়ন ডলারের মধ্যে ভারত ৮০ বিলিয়ন, ফিলিপাইন ১৬ বিলিয়ন ও শ্রীলঙ্কা ২ বিলিয়ন ডলার আয় করছে। বর্তমানে বাংলাদেশও দিন দিন এই খাতে এগিয়ে যাচ্ছে।

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ