মাইক্রোসফটের চেয়ারম্যান Bill Gates ; তুরস্কের নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন।প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো!!এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের একবাংলাদেশীও আছেন।বিল গেটস, ২০,০০০ আবেদনকারীকেই একসাথে একটা বড় হল রুমে ডাকলেন।বিল গেটস বললেন–“এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’পারেন, শুধু তারা থাকবেন।
বাকিরা,দয়া করে আসতে পারেন।”২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগকরলেন।তরফদার সাহেবমনে মনে ভাবলেন-“আমি বরং থেকেই যাইএখানে..আর ‘জাভা প্রোগ্রামিং’ এমনকি জিনিষ!! চাকরিটা পেলে, দুই দিনে না’হয়শিখে নিব। দাড়িয়েই থাকি বরং…”বিল গেটস এবার বললেন–“এখানে যাদের‘নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধুতারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।”১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন-“‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিষ !! চাকরিটা পেলে, দুইদিনের মামলা এটা!”বিল গেটস এবার বললেন- “এখানে যাদের‘ উইন্ডোজ ও লিনাক্সএ দক্ষতা আছে’,শুধুতারা থাকবেন।
বাকিরা,দয়া করে আসতে পারেন।”৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন-“ব্যাপারনা। চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।”বিল গেটস এবার বললেন, যারা তুরস্কের ভাষা ভালোমতো বলতে পারেন তারা থাকবেন। আর বাকিরা,দয়া করে আসতে পারেন।”২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন… দুইজন দাড়িয়ে রইলেন। তরফদার আর আরেক ভদ্র লোক। Online Earning Tips
Bill Gates বললেন–” গুড, তোমরা দুইজন আমাদের সকল চাহিদা ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিবো। তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছুকথা বলো তো দেখি,তরফদার সাহেব পাশের ভদ্র লোককে আমতা আমতা করে বললেন–“ভাইজান, কেমন আছুইন”…..পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন- ‘এইতো,বালা আ….
booss valo khobor post korechen kintu ai sob post na kore jodi kivabe internet a income kora jai ta post koren tahole oti uttam hoi. sorry kone kichu korben na………