আমার পোস্টটির শিরোনাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা আনন্দিত আজ আমি আমার Affiliate মার্কেটিং এর প্রথম সেল টি পেয়ে! আসলেই এ এক অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করাটা অসম্ভব! ২০.০4.২০১৯ দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন কারণ আমি আমার প্রথম Affiliate মার্কেটিংএর প্রথম সেল পাই!সত্যি বলতে গেলে আমি কল্পনাও করিনি যে আমি এতো দ্রুত আমার প্রথম সেল পাবো কিন্ত ভাগ্য যদি সহায় থাকে এবং Online Income Site List
আপনি যদি কোনো কিছুর পেছনে লেগে থাকেন তাহলে আসলেই কেউ আপনার সাফল্য ঠেকাতে পারবেনা!প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই নিজের ইমেইল চেক করা আমার একটি অতি পুরাতন অভ্যাস!অতীতে ফ্রীল্যানসিং করারদরুন ইহা আমার এক দৈনন্দিন অভ্যাস এ পরিণত হয়ে গিয়েছে কারণ যখন ফ্রীল্যানসিং করতাম তখন নতুন
কোনো বায়ারমেসেজ করলো কিনা অথবা নতুন কোনো অর্ডার আসলো কিনা এমন কৌতূহল সকল Freelancing এর ই থাকে! আর এখন আমার নতুন অভ্যাস হলো আমার Affiliate ড্যাশবোর্ড চেক করা এবং ঐদিন ও প্রতিদিনের নাই চেক করে দেখি আমার একটি সেলহয়েছে এবংবিকাশে আমার টাকা যোগ হয়েছে!
আর ঠিক তখনি গানটির কথা মনে পরে গেলো “আহা কি আনন্দ আকাশে বাতাসে”!সত্যিই অনুভুতিটা তেমন ই! Affiliate মার্কেটিং এ আমি মাত্র 40 টা আর্টিকেল লিখেছি আর তার মধ্যেই আমার প্রথম সেল হয়ে যায়!আর তার থেকেও মজার ব্যাপার হলো আমাকে এই সেলের পিছনে কোনো সময়ও ব্যায় করতে হয়নি, এমনকি যখন আমার সেলটি হয় তখন আমি ঘুমে ছিলাম কিন্ত কিমজার ব্যাপার দেখুন আমি ইনকাম করলাম অথচ কোনো ঝামেলায় পোহাতে হয়নি!
অন্যদিকে আমি যখন ফ্রীল্যানসিং করতাম তখন আমাকে একটা অর্ডার এর বিনিময়ে আমাকে আমার বায়ারকে তার কাঙ্খিত কাজ বুঝিয়ে দিতে হতো এবং আরো অনেকঝামেলা পোহাতে হতো যা বলে বোজানো যাবেনা! যাহোক এটাই ছিল আমার প্রথম এফিলিয়েট সেল এর অনুভূতি! আপনি যদি আমার মতো এফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাহলে আর দেরি কেন! আপনার প্রথমেই প্রয়োজন একটি ওয়েবসাইট আর এই
ওয়েবসাইট এর দায়িত্ব আপনি ছেড়ে দিতে পারেন Name Cheap Company এর উপর! এক কথায় অসাধারণ তাদের সার্ভিস,
একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –
১. একটি ডোমেইন (৮০০ টাকা থেকে শুরু)
২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)
৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)
৪. একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ফ্রি)
৫. একটি থিম (ফ্রি অথবা প্রিমিয়াম আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারেন) ও
৬. কিছু প্লাগিনস (ফ্রি প্লাগিন্সই যথেষ্ট আপনি নিজেই করে নিতে পারেন)
এখানে ক্লিক করে Namecheapএর সাইটে প্রবেশ করুন।
আমিও চাই আপনিও আমার মতো সফল হন এজন্য আজই শুরু হোক আপনার এফিলিয়েট মার্কেটিং
Comments (No)