Register করুন
Adfiver নতুন পিটিসি সাইট। আমি নতুন কোন পিটিসি সাইটকে বিশ্বাস করি না। নিজেও কাজ করি না কাউকে রিকমেন্ডও করি না।
এটি Registered আমেরিকান Adfiver Company (AdFiver International Services, LLC. United States )
২ মিনিটে সব কাজ শেষ হবে এবং নতুন একটি ধারনা দিবো পিটিসিতে ক্লিকের ক্ষেত্রে
আর সারাদিন এড দেয় একটু পরপর ২ একটা করে এড আসে। এড দেখলেই বুঝবেন কেমন সাইট। Onlinne Income Site
আবার এডগুলো কিন্তু অন্যান্য পিটিসি সাইটের মত নয়। এডগুলো ফরেক্স ট্রেডিং সাইটের এড। ভালো কোম্পানির এড অবশ্য্ই ভালো কোম্পানিতে দেয়। আর স্ক্যাম সাইটের এড স্ক্যাম সাইটে দেয়।
এই সাইটটা নিয়ে টিউন করলাম কেন?
1. এই সাইটের ডোমেইন এজ 2018 সাল পর্যন্ত সুতরাং তারা কয়েক বছর থাকার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন।
2. বড় বড় পিটিসি গুরুরা এটাকে সাপোর্ট করতেছেন। প্রায় সাইটে এটার বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
3. প্রতিদিন 1$ থেকে 2$ আয় করা সম্ভব এই সাইট থেকে।
4. Payza / Paypal পেমেন্ট দিচ্ছে ফোরামে প্রচুর পেমেন্ট প্রুফ দেখা যাচ্ছে সাখে টিউমেন্টও অনেক।
5. আর সবচেয়ে বড় ব্যাপার ২ মিনিটে সবগুলো এড দেখা শেষ হয়ে যায়।
হ্যাঁ পিটিসি পাগলারা ক্লিক করতে করতে হয়তো হাত ব্যাথা করে ফেলেছেন তাই তাদের জন্য আজ একটা ট্রিক দিবো।
কাজ করেন আর না করেন মজা কিন্তু নিবেন মাত্র 2 মিনিটে সব এডে ক্লিক করে ফেলতে পারবেন। Adfiver এ কাজ করুন মাত্র 2 Minutes আর আয় করুন প্রতিদিন 1$ থেকে 2$
কিভাবে 2 minute এ সব কাজ করবেন?
Step 1
Register করুন >>www.adfiver.com
তারপর Login করুন
Step 3
তারপর View Advertisement এ পেজে যান
Step 4
এখন Ctrl বাটন টিপ দিন এবং চাপ দিয়ে ধরে রাখুন। এবার সবগুলো এডে ক্লিক করুন (Ctrl বাটন চেপে ধরে)
Step 5
প্রতিটি এড একটি করে নতুন ট্যাবে ওপেন হবে। Ctrl বাটন ছেড়ে দিন
Step 6
এখন প্রতিটি ট্যাবে যান গিয়ে 5 সেকেন্ড অপেক্ষা করুন এড মূল্যায়ন / Validated হলে ট্যাব বন্ধ/ close করুন
ব্যাস! 2 মিনিটে সব এড দেখা শেষ হলোতে?
কিভাবে প্রতিদিন 1$ থেকে 2$ আয় করবেন?
আপনার 100 রেন্টেড রেফারেল থাকলে তারা:
2 টা করে ক্লিক করলে আপনি পাবেন: 100*2= 200 click * 0.005 = 1$
4 টা করে ক্লিক করলে আপনি পাবেন: 100*4= 400 click * 0.005 = 2$
আর আপগ্রেড করলে আয় দ্বিগুন হবে এটা আপনি নিজেই জানেন।
Adfiver এর মিনিমাম ক্যাশ আউট: 3$
পেমেন্ট মেথড: পেপাল/ পেজা
ধন্যবাদ
PTC SITE এর কিছু UNIVERSAL RULE(সব PTC SITE একই RULE)
ভূলেও এক COMPUTER দিয়ে দুই অ্যাকাউন্ট খুলবেন না।অনেকেই নিজে নিজেই এক কম্পিউটার দিয়ে নিজে নিজেই referral হয়।মনে করছেন ওরা বুঝবে না।ওরা কি এতই বোকা।না, এই ভাবে অ্যাকাউন্ট খুললে যখন টাকা withdraw দিতে যাবেন দেখবেন your account is suspended । মানে আপনার পুরো পরিশ্রম ই মাটি।
## আপনি যদি broadband লাইন use করেন সেক্ষেত্রে ও একটু ঝামেলা আছে।কারন broadband লাইন সাধারনত শেয়ার IP হয়।মানে আপনাকে যে IP দিচ্ছে আরেক জন কেও একই ip দিচ্ছে।এই ভাবে দেখা যায় যারা লাইন দেয় তারা হয়ত একই এলাকায় ৩০০ লাইন দিল।সবারি ip এক। সে ক্ষেত্রে ঝামেলা হল ঐ ৩০০ জনের মধ্যে কেও যদি Neobux/ clixsense ব্যবহার করে তাহলে দুই জনের Account ই Suspended হয়ে যাবে।
## যদি দেখেন এরকম একটি Massage দেখেন যে এই Advertisement এই IP দিয়ে all ready এক বার দেখা হয়েছে তাহলে মডেম আবার নতুন করে লাগান। প্রতি বার মডেম খুলে লাগালে একটি করে নতুন IP পাওয়া যায়। কিন্তু যারা Broadband Use করেন তাদের IP সাধারণত Fixed হয়। আপনার IP address কি তা জানতে এই সাইট এ যান checkip.org
এখন আসি আসল কথায়–টাকা হাতে পাবেন কি ভাবে?? /WITHDRAW করবেন কি ভাবে?
Withdraw করার দুটি অপশন আছে। Payza & paypal ।আমরা বোধয় paypal এর নাম আগে শুনেছি। অনেকের কাছেই payza নতুন লাগতে পারে। সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় Electric money transfer way হচ্ছে paypal।সারা পৃথিবীর ৯৯ % দেশ এ paypal সরকারি ভাবে অনুমদিত।কিন্তু আমাদের ডিজিটাল সরকার paypal কে বাংলাদেশ এ এখন ও অনুমতি দেয় নাই। পৃথিবীতে মাত্র কয়েক টি দেশে paypal নাই।পাকিস্তান/ ইরাক/ইরান/সুদান… । বুঝতেই পারছেন কোন টাইপ দেশ।কিন্তু বাংলাদেশ এ কেন নাই তাই বুজি না।যাই হোক payza বাংলাদেশ সরকারি ভাবে অনুমদিত।আর Neobux/clixsense (পরে আসবে) দুইটাই payza support করে।
কিভাবে payza অ্যাকাউন্ট খুলবেনঃ
১। payza account খুলাটা খুব sensetive। একটা কমা(,) ভুল হলে Account verified হবে না। ভোটার id কার্ড এ আপনার নাম/Date of birth যে ভাবে আছে সেই ভাবে দিতে হবে।
২। Account verified করার জন্য Bank statement এর Scan copy/National id card এর Scan copy লাগবে।Bank statement এ আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে payza তে Account খুলার সময় সেই ভাবে অ্যাড্রেস দিবেন । ১টা কমাও যেন ভুল না হয়।যদি Bank statementএর অ্যাড্রেস ও National id card অ্যাড্রেস আলাদা হয় তবে ভুলেও National id card এর অ্যাড্রেস দিবেন না।সব সময় Bank statement/passport(যদি থাকে) এর অ্যাড্রেস দিবেন।{ Password/pin/ Security question গুল লিখে রাখেন গোপন কোন জায়গায়।
নিচের Link এ ক্লিক করে personal account খুলুন।
https://secure.payza.com/?kx4nehXYdOppeGd5w3Fdxj9LAKg%2fuTL6uOXXkBqlz2w%3d
৩।এবার যখন $ জমা হবে তখন 20$ হলে Withdraw করতে পারবেন।শুধু Withdraw অপশন এ ক্লিক করেন।আপনার ব্যাংক নাম/ অ্যাকাউন্ট টাইটেল/ অ্যাকাউন্ট নাম্বার দেন…তার পর Withdraw করলে ৩-৭ দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্ট এ জমা হবে।চার্জ ২৪০ টাকা যে কোন অ্যামাউন্ট। মানে ২০০০ ডলার Withdraw করলেও ২৪০ টাকা চার্জ।
ধন্যবাদ আবার দেখা হবে।
Comments (No)