LittleBux একদিন SCAM করবে নিশ্চয়। তাই আসুন Tsu কাজ করি কোন ইনভেষ্ট লাগবেনা নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

এসো আয় করি ফোরামে বন্ধুদের বলছি-
অনলাইনের আয় করতে চাইলে পিপিসি ছাড়েন। পিটিসিতে কাজ করতে চা্ইলে সখ করে করতে পারেন। কিন্তু জীবিকা নির্বাহ করতে পারবেন না। বেকাররা আরো বেকার হয়ে যাবেন। এমন কেউকি আছেন যিনি পিটিসিতে কাজ মাসে পঞ্চাশ ডলার উঠায়েছেন। যদি থাকেন্ এ ফোরামে পোষ্ট দিবেন আমাকে জানাবেন।

আমি গত ১ বছরে ভালো একটি ও সাইটের সন্ধান পাইনি যে SCAM করবে না। যেমন ধরুন -লিটিলবাক্স এডমিন কি বলে দেখুন-
“সাইট টাকে ঠিক SCAM ও বলা যাচ্ছেনা।
কারণ তারা কিছু কিছু পেমেন্ট দিচ্ছে।
এডমিন বলেছিল পেপাল নাকি ২২ তারিখে কিছু ফান্ড রিলিজ দিবে।
অনেকেরই আমার মত পেমেন্ট পেন্ডিং আমার ৩৫৳ পেন্ডিং আজ ১৪ দিন ধরে।
সো ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখি কী হয়।
সবাই ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। ।”

LittleBux একদিন SCAM করবে নিশ্চয়।
আর নয় পিটিসি এবারই কোন প্রাকার ইনভেষ্ট ছাড়া আয় করি।
আর নয় পিটিসি। অনলাইনের আয়ের জগতে পিটিসি ১ম স্তর। এই পিটিসি থেকে সবাই বিভিন্ন রকম কাজ শিখে। আমি গত ১ বছর থেকে পিটিসিতে কাজ করছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন কোন ১টা পিটিসি সাইট ভাল নয়। সবই একই একই রকম অফার। তাই নতুন বন্ধুদের জন্য বলছি আপনারা পিটিসি থেকে দুরে থাকবেন। তা না হলে দেখবেন আপনার ইন্টারনেট খরচ উঠবে না।

বন্ধুরা তাহলে কি আমরা কি অনলাইনের সব কাজ বন্ধ করে দিব। নিশ্চয় না।
আমরা বিভন্নি রকম কাজ করতে পারি।
১। Affiliate Marketing
২। youtube
৩। Wavescore
৪। http://www.tsu.co/ptcline

যারা এ জগতে আয় হাজার হাজার ডলার আয় করে তাদের কাছে আমি শুনেছি যে উপরোক্ত কাগগুলো করে তারা বড় হয়েছে।
আসুন আমরা তাদের পথে এগিয়ে যাই।
আর বলি আর নয় পিটিসি এবারই কোন প্রাকার ইনভেষ্ট ছাড়া আয় করি।
যারা এ জগতে আয় হাজার হাজার ডলার আয় করে তাদের কাছে আমি শুনেছি যে উপরোক্ত কাগগুলো করে তারা বড় হয়েছে।
আসুন আমরা তাদের পথে এগিয়ে যাই।
আর বলি আর নয় পিটিসি এবারই কোন প্রাকার ইনভেষ্ট ছাড়া আয় করি।
আজ আপনাদের জন্য ১ম পর্বঃ

tsu
এ সাইটে কিভাবে কাজ করতে হবে কি ভাবে টাকা উঠাবেন, কত টাকা উঠাবেন ইত্যাদি বিস্তারিত নিচে আলোচনা করা হল।
আজ আপনাদের জন্য ১ম পর্বঃ

tsuএ সাইটে কিভাবে কাজ করতে হবে কি ভাবে টাকা উঠাবেন, কত টাকা উঠাবেন ইত্যাদি বিস্তারিত নিচে আলোচনা করা হল।
Tsu-থেকে কি ভাবে টাকা Earn করবেন ?
Tsu-থেকে কি ভাবে টাকা Earn করবেন ?
১। ১৫০০+ বন্ধু বানানোর চেষ্টা করবেন
২।রেফারেল দিয়ে অন্য বন্ধুকে TSU তে জয়েন করাবেন!
৩। প্রতিদিন ২৫+ পোস্ট দিন
৪।আপনার বন্ধুদের পোস্ট শেয়ার দিন (৩০ টি)
৫। আপনার বন্ধুদের পোস্টে কমেন্ট করুন এবং লাইক দিন ( ৫০ টি)
৬। নিজের পোস্টে অন্যকে কমেন্ট এবং শেয়ার দিতে বলুন
৭। একের অধিক আইডি না করা ভালো ।
নোটঃ আপনার প্রতিদিন এর ডলার প্রতিদিন জমা হতে থাকবে। এক মাস পর দেখবেন আপনার $ ২০০ + জমা হয়ে গেছে !!
Tsu কি?
Tsu হল একটা নতুন সোসাল সাইট USA এর headquartered in New York, ,সম্পূর্ণ ফেসবুকের মতো…
কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক থেকে অনেক ভালো! সবচেয়ে বড় কথা ফেসবুক যেখানে তার আয়ের সম্পুর্নটাই নিজে ভোগ করে tsu তার আয়ের ৯০% ব্যাবহারকারীদের মধ্যে বন্টন করে দেয়।
100% Payment prove. এখানে একাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই কারো রেফারেলে অথবা কারো ইনভাইটেশন এর মাধমে জয়েন করতে হবে!!
Join Link: http://www.tsu.co/ptcline
আরো বিস্তারিত জানতে আমার সাথে কথা বলতে পারেন।
মোঃ আইয়ুব আলী
উত্তরা, ঢাকা-১২৩০
ফোন-০১৯২৭৩৭০৮২৯ (রাত ৮-১০টার মধ্যে ফোন করবেন
skype:ptcline
facbook- ptcline02

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ