১০টি দারুণ ফেসবুক মার্কেটিং টুলস্ (ব্যবহার করুন ফ্রিতে)

এমন অনেক ফেসবুক মার্কেটিং টুলস্ রয়েছে যেগুলো আপনার অনলাইন ব্যবসাকে আরো দ্রুত প্রচার ও প্রসারে সাহায্য করবে। যারা অনলাইন মার্কেটার হিসেবে কোথাও চাকরি করেন, তাদের জন্যে এই টুলগুলো সহায়ক হবে। এমনকি, যারা ডিজিটাল মার্কেটার হিসেবে কোন না কোন আউটসোর্সিং মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করেন, তাদের তো অবশ্যই এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে।

ফেসবুক মার্কেটিং কি ও কেন করবেন সেটা আপনি নিশ্চয়ই জানেন। এবার জানুন ফেসবুকে যে কোন পণ্য বা সেবার মার্কেটিংকে আরো ইফেক্টিভ করতে আপনার যে টুলগুলো লাগবে।

AgoraPulse Contest

আপনার পেজের মাধ্যমে কোন প্রতিযোগীতার আয়োজন করতে ব্যবহার করতে পারেন এই টুলটি। এটি দিয়ে কুইজ চালু করতে পারবেন এবং র‌্যান্ডমলি বিজয়ী সিলেক্ট করতে পারবেন।

MobileMonkey

ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং এর জন্যে অসাধারণ একটি টুল মোবাইল মাংকি যা ডিজিটাল মার্কেটিং পাইনিয়র নীল পাটেলের পছন্দ।

Pagemodo

ফেসবুক পেজে কাস্টম ট্যাব যোগ করতে, পোস্ট শিডিউল তৈরি করতে এবং ভিজ্যুয়াল পোস্ট তৈরিতে ব্যবহার করতে পারেন পেজমোডো।

Buffer

নিজের ইচ্ছে মতো এবং সুবিধাজনক সময়ে পোস্ট করার জন্যে শিডিউল তৈরি করতে Buffer আপনাকে ব্যাপক সাহায্য করবে।

Driftrock

ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে লিড জেনারেট করতে চাইলে Driftrock ব্যবহার করতে পারেন। নানা রকম দরকারি টুলের সমন্বয়ে তৈরি Driftrock আপনার প্রতিটি লিডকে কনর্ভাসনে পরিণত করতে প্রচুর সাহায্য করবে।

Agora Pulse

এটি আপনার ফেসবুক বিজনেস পেজের সমস্ত অ্যাক্টিভিটি জানাবে।

EdgeRank Checker

এটি আপনাকে আপনার ফেসবুক পেজের র‌্যাংক পজিশন জানাবে।

ShortStack

যে কোন ক্যাম্পেইনের জন্যে অ্যাড তেরি করতে সাহায্য করবে ShortStack নামক টুলটি।

Facebook Page Barometer

আপনার বিজনেস পেজের হেলথ্ অর্থাৎ সামগ্রিক ভাল-মন্দ অবস্থা জানিয়ে দেবে এই টুল।

FanPage Karma

আপনার পেজ অ্যানালাইজ করতে FanPage Karma ব্যবহার করতে পারেন।

উপরোক্ত ফেসবুক মার্কেটিং টুলস্ থেকে আপনি যে কয়টি খুশি সে কয়টি ব্যবহার করতে পারেন। এমনকি, ইচ্ছা মতো সবগুলো টুলই ব্যবহার করতে পারেন। একেকটি টুলের একেক রকম কাজ ও সুবিধা রয়েছে আর প্রতিটি টুলই আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহজ ও ইফেক্টিভ করে তুলবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ