পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন ? No file is visible on the pen drive / memory card but occupies space, so what to do?

No file is visible on the pen drive / memory card but occupies space, so what to do?

Community Verified icon

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসেরকারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখাযায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসেরকারনে এগুলো দেখা যাচ্ছে না।

 এছাড়াও এই ফোল্ডার গুলোর নামেEXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে। আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন।এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তারঅক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখেenter চাপুন-
attrib -s -r -h -a /s /d

আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ