উইন্ডোজ স্মার্টফোন সহ স্যামসাং আনছে নতুন ৫ পণ্য Samsung is bringing 5 new products including Windows smartphones

Samsung is bringing 5 new products including Windows smartphones

Community Verified icon

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন, উইন্ডোজ আরটি নির্ভর ট্যাবলেট কম্পিউটার, উইন্ডোজচালিত ডেস্কটপসহ নতুন মোট পঁাচটি পণ্য বাজারে আনছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


বার্লিনে চলতি ২০১২ আইফা সম্মেলন উপলক্ষে ২৯ আগস্ট বুধবার উইন্ডোজনির্ভর পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।


স্যামসাংয়ের ঘোষণা দেওয়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটির নাম হবে- `এটিভ এস’। প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, উইন্ডোজচালিত নতুন এ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডচালিত গ্যালাক্সি এস৩ এর মতই। `এটিভ এস’ নামের পাতলা স্মার্টফোনটিতে থাকছে ১.৫ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম সুবিধা। ৪.৮ ইঞ্চি মাপের গরিলা গ্লাসের এইচডি সুপার অ্যামোলেড ডিসপে্ল, যা সহজে ভাঙবে না। থ্রিজি সুবিধার পাশাপাশি ১৬ ও ৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, পেছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও নির্দষ্টি উইন্ডোজ বাটন সুবিধা থাকছে।


এটিভ বর্্যান্ডের উইন্ডোজ আরটি সংস্করণচালিত নতুন স্যামসাং ট্যাবলেট কম্পিউটারটির নাম-`এটিভ ট্যাব’। ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবে থাকবে ১.৫ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, এইচডি এলসিডি ডিসপে্ল, ব্লুটুথ৪.০. মাইক্রোএচডিএমআই ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা। ০.৩৫ ইঞ্চি পুরুত্বের ট্যাবলেটটির ওজন ১.২৫ পাউন্ড।


এটিভ বর্্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনার তারিখ ও দাম এখনও ঘোষণা করেনি স্যামসাং।


স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও চলতি বছরের ২৬ অক্টোবর তিনটি উইন্ডোজনির্ভর অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে প্রতিষ্ঠানটি। প্রতিটি কম্পিউটারে হাই ডেফিনেশন (এইচডি) টাচ ডিসপে্ল থাকবে। স্যামসাংয়ের এ তিনটি মডেলেই ব্যবহূত হবে ইনটেলের প্রসেসর।


স্যামসাংয়ের নতুন ডেস্কটপগুলো আসবে সিরিজ ৭ ও সিরিজ ৫-এ। ২৭ ইঞ্চি এইচডি স্ক্রিনের ফুল টাচ সুবিধার মডেলটি যোগ হবে ৭ সিরিজে, যা মোশন কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারবে। ইনটেলের শক্তিশালী প্রসেসর ও ৮ গিগাবাইট র্যাম সুবিধার উইন্ডোজ ৮ নির্ভর এ ডেস্কটপ বাজারে আসবে অক্টোবরে। দাম হবে ১ হাজার ৬৯৯ ডলার।


স্যামসাং ৭ সিরিজের আরেকটি মডেল হবে ২৩ ইঞ্চি মাপের ডেস্কটপ। ২৭ ইঞ্চি ডেস্কটপটির তুলনায় এর প্রসেসরের ক্ষমতা কম হবে। এতে ৬ গিগাবাইট র্যাম থাকবে। এ মডেলটির দাম হবে ১ হাজার ৯৯ ডলার।


স্যামসাং ৫ সিরিজে বাজারে আসবে ইনটেল কোর আই ৩ প্রসেসরের ২১.৫ ইঞ্চি মাপের ডেস্কটপ কম্পিউটার। অল-ইন-ওয়ান ডেস্কটপ হিসেবে এ মডেলটিতে থাকবে ৪ গিগাবাইট র্যাম ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা। এর দাম হবে ৭৪৯ ডলার।


উইন্ডোজনির্ভর পণ্যগুলো ছাড়াও এবারের আইফা সম্মেলনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলিবিনযুক্ত একাধিক পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। জেলিবিনযুক্ত প্রথম পণ্যটি হবে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের সাদৃশ্যে একটি ক্যামেরা। এই ক্যামেরাটিও গ্যালাক্সি এস সিরিজে যুক্ত হবে। এর নাম- গ্যালাক্সি এস ক্যাম। এতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি শেয়ার করার সুবিধাসহ স্মার্টক্যামেরার সব বৈশষ্ট্যিই যুক্ত হচ্ছে। এ ক্যামেরার নতুনত্ব হচ্ছে কণ্ঠস্বর শনাক্তের সুবিধা। কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ দিয়ে গ্যালাক্সি এস ক্যামে ছবি তোলা যাবে।


জেলিবিনযুক্ত স্যামসাংয়ের নতুন আরেকটি পণ্য হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট২। সাড়ে পঁাচ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত গ্যালাক্সি নোট২ স্টাইলাস পেন ব্যবহার করা যায়। স্মার্টফোন ও ট্যাবলেটের মাঝামাঝি পণ্য হওয়ায় স্যামসাং একে `ফ্যাবলেট’ বলছে। ১.৬ গিগাহার্টজ প্রসেসরের গ্যালাক্সি নোটের দ্বিতীয় সংস্করণটির র্যাম ২ গিগাবাইট।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ