সুন্দরবন এ অনেক বাঘ আছে।আমাদের বাঘ রয়েল বেঙ্গল টাইগার নামে সারা পৃথিবী তে নাম আছে।কিন্তু আমাদের জন্য এই বাঘ গুলা মারা যাচ্ছে।সুন্দরবন থেকে চার বসরে ৬৯ শতাংশ বাঘ কনে যাওয়ার তথ্যটি সত্য হলে বিষয় টিকে ভয়াবহ বলে মনে হবে।একটি জরিপে বাঘ কমে যাওযার যে শতকরা হিসাব পাওয়া গেছে সে ক্ষেত্রে কোনো হেরফের হয়ে থাক্লেও সুন্দরবনে বাঘ এর জিবন এখন হুমকির মুখে।
বাঘ নিয়ে এই জরিপটি করেছে বন বিভাগ।জরিপ এর অপ্র ভুত্তি করে যে প্রতিবেদন টি প্রকাশিত হয়েছে সেগুলা মাথ পরজায় থেকে সংরহ করা।চোরা শিকারিরা এখন সুন্দরবন এর জন্য অনেক বেশি হুমকি হয়ে দারিয়েছে।সেজন্য আমাদের এই সব বেপারে আগে থেকেই সতরক হতে হবে এবং সুন্দরবন এর বাঘ কে বাচাতে হবে।তাহলে সুন্দরবন বাচবে।
Comments (No)