সিক্রেট টিপস: ইউটিউবে ১টা ভিডিও আপলোড করেই মনিটাইজেশন অন/এনাবল করুন!!

আপনার যদি ইউটিউবে চ‌্যানেল আছে তাহলে এই  লেখা আপনার জন‌্য।  মূলত আপনাকে কয়েকটা ধাপ ফলো করতে হবে।  আ্সলে ইউটিউব নতুন নিয়মে টাকা আয় করতে ৪০০০ ঘন্টা ভিডিও দেখা ও ১০০০ subscriber লাগবে যা আনা সময় সাপেক্ষ!! আমি এমন ২টা টিপস বলবো যা দ্বারা আপনি ১ ভিডিও দিয়েই সহজে এ ঝামেলা পার করতে পারবেন!! চলুন শুরু করা যাক —

সিক্রেট টিপস: ইউটিউবে ১টা ভিডিও আপলোড করেই মনিটাইজেশন অন/এনাবল করুন!! 2

 

কোনো ট্রেন্ডিং বিষয়ের জন‌্য অপেক্ষা করা লাগবে অথবা বাংলাদেশের খেলা আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এছাড়া ফুটবল লাইভ করেও পারবেন।

আমি ২টা টিপস বলে দিচ্ছি । যেকোনো একটা ফলো করেন।

ইউটিউবে সরাসরি খেলা দেখাতে পারবেন না কারণ এতে আপনি স্ট্র‌্যাইক খাবেন। যা করবেন:

১) বাংলাদেশের খেলার Live Score দেখিয়ে ৪০০০ ঘন্টা ও ১০০০ Subscriber পূরণ করতে পারবেন। Cricbuzz থেকে খেলার স্কোর দেখিয়ে এটা করতে পারবেন । এজন‌্য আগে OBS একটা এ‌্যাপ নামিয়ে নেন আপনার পিসিতে। এই এ‌্যাপ টি ফ্রি সুতরাং ডাউনলোড দিতে কষ্ট করতে হবে না । OBS দিয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম করে খেলা দেখিয়ে মনিটাইজেশন অন করে পেলতে পারবেন। কিভাবে লাইভ স্ট্রিম করবেন ইউটিউবে ভিডিও দেখে নিন। সামনে Bangladesh vs West Indies খেলা । এ খেলার স্কোর দেখিয়ে ইসিলি কাম খালাস করতে পারবেন!!

২)  ইংলিশ বা স্প‌্যানিশ লিগের ফুটবল খেলার লাইভ স্কোর দেখিয়েও ৪০০০ ঘন্টা ও ১০০০ subscriber আনতে পারবেন। bet365.com থেকে লাইভ স্কোর নিয়ে এটা করতে পারবেন। সামনে ত World Cup “। সুতরাং বুঝছেন কেমনে কি করতে হবে।

ভালো লাগলে বা মতামত থাকলে জানাবেন 🙂 এরকম টিপস আর কারো থেকে পাবেন না। ইউটিউব Comoetition এ ভরপুর ।। তাই এভাবে আগালে আয় করা খুব একটা কঠিন হবে না।।

Comment (1)

  1. eva Mar 20, 2018

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ