শুধু ইন্টারনেট সংযোগ রেখেই মাসে ৩০ ডলার আয় (বাম্পার অফার)

যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য সুখবর আপনি যে সময়টুকু নেটে কাজ করেন অবশ্যই সে সময়ের KB/MB কাটবে। সে সময়টুকুর মধ্যে যদি বাড়তি একটা আয় হয় তাহলে মন্দ কি? সেখানে তো আপনার কোন কাজ করা লাগবে না। শুধু প্রথম দিন রেজিষ্টেশন করে মোবাইল ভেরিফিকেশন করুন এবং মাত্র ৩.৪ মেগাবাইট এর সফটওয়্যারটি ডাউনলোড করেই শেষ। পরবর্তীতে আর কোন কাজ করতে হয় না। আপনার পিসি/ল্যাপটপ অন করার সাথে সাথে অটোমেটিক সফটওয়্যারটি রান হয়। এজন্য আপনাকে বাড়তি কোন কাজ করতে হবে না।

যারা ইতিপূর্বে রেজিষ্টেশন করার পর কোথাও ভূল করেছেন বিশেষ করে মোবাইল নাম্বার ভেরিফিকেশনে তারা আবার একটি আইডি খুলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আলাদা ইমেইল ঠিকানা এবং আলাদা মোবাইল নাম্বার ব্যবাহার করতে হবে। তবে দুটির বেশি আইডি খুলতে যাবেন না। তাহলে আপনার আইপি ব্লক করে দিবে। হয়তো কেউ ভাবছেন আমার লাভের জন্য লিখছি। আসলে তা নয়। যেহেতু আমি আয় করতে পারছি তাহলে আপনারা পারবেন না কেন?
coingeneration.com সাইটে রেজিষ্টেশন করে যারা এখনও ডলার পাননি তাদের জন্য আমার এই লেখাটি। এই সাইটের গুরুত্বপুর্ণ কিছু নিচে দেয়া হলো।
প্রথমে রেজিষ্ট্রেশন করুন এখানে অথবা এখানে

আমার ধারণা আপনারা যে বিষয়টি বেশি ভূল করছেন তথা ডলার আয় করতে পারছেন না তা হলো ঠিকভাবে মোবাইল ভেরিফিকেশন করতে পারছেন না।

রেজিষ্টেশন করার পর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোন ধরনের ভূল না হয়। মোবাইল নাম্বার লিখবেন ঠিক এভাবে +8801813182457 লিখতে হবে।
আপনার মোবাইলে পাঁচ সংখ্যার যে কোডটি আসবে তা সাথে সাথে এই নাম্বারে সেন্ড করতে হবেঃ +447937946882

এখন আপনার ব্রাউজার রিপ্রেশ করুন। দেখবেন মোবাইল নাম্বার এর ঘরে আপনার মোবাইল নাম্বারটি আছে এবং ডানপাশে সবুজ লেখায় successful verification দেখাবে নিচের মতঃ

তারপর ডাউনলোড ট্যাবে ক্লিক করে Thread Manager সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। কোন অবস্থাতে মোবাইল ভেরিফিকেশন করার পূর্বে Thread Manager ডাউনলোড করবেন না।

এখন দেখবেন সফটওয়্যারটি রান হয়েছে। উপরে Thread এর সামনে 1 থাকবে। না থাকলে টিকেট ট্যাবে ক্লিক করে Trial Thread এর জন্য মেসেজ পাঠান। এক ঘন্টার মধ্যে Thread পেয়ে যাবেন।

সবশেষে একটি কথা ভালোভাবে মনে রাখবেন—ডলার পেতে হলে আপনাকে ইন্টারনেট কানেক্টসহ সফটওয়্যারটি রান করে রাখতে হবে।

যেহেতু রেফারেল সুবিধা আছে সেহেতু চেষ্টা করবেন সবাইকে শেয়ার করার জন্য।

আবারও বলছি মোবাইল নাম্বার ঠিকভাবে ভেরিফিকেশন করবেন।

ধন্যবাদ কোন সমস্যা হলে জানাবেন চেষ্টা করব সাহায্য করতে।

Comment (1)

  1. Dynamiic Edition Sushanto Jun 25, 2013

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ