মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করা

মোবাইল নাম্বার দিয়ে আইডি খোজার প্রথমত উপায় সার্চ দিয়ে খুঁজে বের করা। এক্ষেত্রে উক্ত মোবাইল নাম্বার দিয়া যার আইডি খুজতে চাচ্ছেন, তার আইডির প্রাইভেসি অপশনে How to people Contact You সিস্টেমে Who Can Lookup you Using your Phone Number You Provided সিস্টেম প্রাইভেসি পাবলিক থাকতে হবে।

এ ক্ষেত্রে উক্ত মোবাইল নাম্বার ফেসবুক অ্যাপস এ গিয়ে সার্চ বারে টাইপ করে সার্চ করলে আইডি খুঁজে পাওয়া সম্ভব।

এই পদ্ধতিতে যদি কাজ সম্পন্ন না হয় তাহলে আরেকটি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হল পাসওয়ার্ড রিকভারি সিস্টেম।

মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি কোড বের করা

মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করতে হলে আপনাকে m.facebook.com থেকে ওই নাম্বার দিয়ে LogIn করার ট্রাই করতে হবে এবং পাসওয়ার্ড Forget এ যেতে হবে। 

পূর্ন প্রক্রিয়াটি ঠিক এইভাবে করবেন। যেমনটা দেখাচ্ছি।
প্রথমে ফোনের Chrome Browser থেকে m.facebook.com এ যাবেন। এর পরে লগইন করার ইন্টার ফেস দেখতে পাবেন।
এর পরে রেগুলার যেভাবে নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগইন করেন ঠিক সেইভাবে উক্ত Email Or Phone বক্সে সেই মোবাইল নাম্বার টি দিবেন। এইবারে কয়েকটি ভুলভাল পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করবেন। অবশ্য Incorrect Password দেখাবে। যদি  দুই থেকে তিনবার করার পরে Forgot Password Click করবেন। তাহলে ওই নাম্বার দিয়ে যদি কোন ফেসবুক একাউন্ট খোলা থাকে তাহলে আইডি নাম, প্রোফাইল ফটো দেখতে পাবেন।

আজ থেকেই ইনকাম শুরু করুন সহজ এফিলিয়েটস থেকে। কোন ইনভেস্ট লাগেনা।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ