মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন উপায় – জানতে ভিজিট করুন।

মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন উপায় – জানতে ভিজিট করুন। পূর্বের সময়ে টাইপ রাইটারদের যুগের পরে,  কম্পিউটার যুগে এসে টাইপিং করার অসংখ্য জনপ্রিয় কিবোর্ড হিসেবে পরিচিত “QWERTY” লেআউটের কিবোর্ড গুলো।

কম্পিউটারের মাধ্যমে এই লেআউট এর কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। তার পাশাপাশি মোবাইল দিয়ে টাইপিং এখন প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। বাটন মোবাইল এর যুগে নাম্বার প্যাড দিয়ে টাইপ করা বেশ সময় সাপেক্ষ ছিল।

কিন্তু স্মার্টফোন আসার পর মোবাইল টাইপিং কে অনেক সহজ করে দিয়েছে। বর্তমান সময়ে স্মার্ট মোবাইলগুলোতে QWERTY লেআউট কিবোর্ড ব্যবহার করে সহজেই টাইপিং করা যায়। মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন উপায়

মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন উপায় – জানতে ভিজিট করুন। 1

মোবাইল দিয়ে টাইপ করতে এখন অসংখ্য পরিমাণের অ্যাপস এবং সফটওয়্যার ব্যবহার করা যায়। বর্তমান সময়ে, google docs ব্যবহার করে, প্রয়োজনীয় সকল প্রকার ডকুমেন্ট সহজেই তৈরি করে নেয়া যায় মোবাইলের মাধ্যমে।

তো চলুন, মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Table of Contents

মোবাইল দিয়ে টাইপ করার বিভিন্ন উপায়

বর্তমান সময়ে মোবাইল দিয়ে টাইপ করার অসংখ্য উপায় রয়েছে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে সকল সহজ টাইপিং পদ্ধতি আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়ে দেব।

তাই আসুন আর দেরি না করে, বিস্তারিত আলোচনা শুরু করা যায়।

QWERTY দ্বারা টাইপিং করার উপায়

QWERTY হ্যালো এন্ড্রয়েড মোবাইলের জন্য জনপ্রিয় একটি টাইপিং কিবোর্ড। আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আইফোনে টাইপ করার জন্য এটি ব্যবহার করতে পারবেন।

আর সবচেয়ে মজার বিষয় হলো এই টাইপিং কীবোর্ড আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

মোবাইলে টাইপ করার জন্য এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করার পরে, নিজের পছন্দমত ডিজাইন করতে পারবেন। তারপর আপনি যে ভাষায় লেখালেখি করতে চান? সেটি সিলেক্ট করে লেখা শুরু করতে পারবেন।

তো মোবাইলে টাইপ করার জন্য এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নিন।

Gesture দ্বারা টাইপিং করার উপায়

Gesture টাইপিং দ্বারা মোবাইলে টাইপ করার জন্য আরও একটি জনপ্রিয় উপায়। এটি মূলত ভার্চুয়াল কিবোর্ডের QWERTY লেআউট এর মাধ্যমে কাজ করে।

কিন্তু এক্ষেত্রে সরাসরি কিবোর্ড এর কী এর উপরে টেপ না করে আঙুল দিয়ে প্রতিটি কি এর ওপর ঘুরিয়ে স্পর্শ করে টাইপ করতে পারবেন। মানে সোয়াইপ করার মাধ্যমে, আপনারা টাইপ করতে পারবেন।

  • ChatGPT কি ? চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করতে হয়।

এরকম ভাবে আপনার কিবোর্ড থেকে আগে বুঝে নাই যে কি শব্দ টাইপ করতে চাচ্ছেন। যার ফলে সম্পূর্ণ শব্দের কী গোলের ওপর শোয়াইব করার আগে শব্দটি আপনার সামনে চলে আসে। এই পদ্ধতি আয়ত্ত করতে পারলে আপনি খুব সহজেই এটি দ্বারা টাইপিং করতে পারবেন।

কিছু কিছু কিবোর্ড আপনাকে এ পদ্ধতিতে শুধুমাত্র শব্দ নয় সম্পূর্ণ বাক্যের টাইপ করার সুবিধা দেয়। এটি মোবাইল টাইপিং এর জন্য অ্যাডভান্স উপায়।

এটি আয়ত্ত করতে আপনার কিছুটা সময় লেগে যেতে পারে। তবে এই পদ্ধতিতে টাইপিং করার শিখতে পারলে আপনি দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে টাইপ করতে পারবেন।

মোবাইল দিয়ে ডকুমেন্ট টাইপিং করার জন্য, Gesture টাইপিং অনেক কার্যকরী। তাই আপনারা এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

এক্সটার্নাল কিবোর্ড দ্বারা টাইপিং করার উপায়

আপনি যদি মোবাইল দিয়ে,  কম্পিউটার মতো টাইপিং করতে চান? সে ক্ষেত্রে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করা জনপ্রিয় পদ্ধতি হতে পারে।

বর্তমান সময়ের সকল স্মার্টফোন আপনাকে এক্সটার্নাল QWERTY লেআউট এর যে কোন কিবোর্ড মোবাইলের সাথে সংযুক্ত করার সুবিধা প্রদান করে।

বিশেষ করে সাধারণ কিবোর্ড আপনি 2 উপায়ে মোবাইলের সাথে সংযুক্ত করতে পারবেন। কিবোর্ড যদি ওয়্যারলেস হয়ে থাকে। সে ক্ষেত্রে সহজেই মোবাইলের ব্লুটুথ চালু করে আপনি কিবোর্ড সংযুক্ত করে নিতে পারবেন। যেখানে আলাদা করে সেটআপ করার দরকার হবে না।

অন্যদিকে আপনার কিবোর্ড ইউএসবি ক্যাবলের হয়ে থাকলে। আপনাকে ডঙ্গল ব্যবহার করতে হবে। ইউএসবি ওটিজি ডঙ্গল এর মাধ্যমে আপনারা সাধারণ ইউ এস বি কিবোর্ড কে মোবাইলের সাথে সংযুক্ত করতে পারবেন।

তাই আপনি  কম্পিউটার টাইপিং এর মত মোবাইলের দ্রুত টাইপিং করতে চাইলে, অ্যাপসটারনাল কিবোর্ড ব্যবহার করতে পারেন ওটিজির দ্বারা।

মোর্স কোড দ্বারা টাইপিং করার উপায়

বর্তমান সময়ের যারা প্রতিবন্ধী রয়েছে। তারা চাইলে, সহজেই মোবাইলে টাইপ করার উপায় হিসেবে মোর্স কোড ব্যবহার করতে পারবে।

এই উপায় অবলম্বন করে টাইপিং করতে আপনাকে আগে থেকে মোর্স কোড সম্পর্কে জানা থাকতে হবে। G-board থেকে আপনারা সহজেই টাইপিং ফিচার পেয়ে যাবেন।

এটি চালু করতে আপনাকে অবশ্যই Gboard  অ্যাপ থেকে সেটিং + ল্যাঙ্গুয়েজ এবং ইনপুট অপশনে যেতে হবে। তারপর আপনাকে ভার্চুয়াল কিবোর্ড থেকে Gboard  নির্বাচন করতে হবে।

  • কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত কিভাবে করবেন ? (জেনেনিন এখানে)

তারপর ল্যাঙ্গুয়েজ অপশন থেকে মোর্স কোড খুঁজে নিয়ে সেটি নির্বাচন করে ওকে দিতে হবে। তারপরে আপনারা জিবোর্ড থেকে মোর্স কোড টাইপ করার অপশন গুলো দেখতে পারবেন।

ভয়েস দ্বারা টাইপিং করার উপায়

মোবাইল দিয়ে দ্রুত টাইপিং করার আরো একটি দুর্দান্ত উপায় হলো ভয়েস টাইপিং। ভয়েস টাইপিং কে বলা যাই মোবাইলে টাইপ করার জন্য সব থেকে সহজ পদ্ধতি।

বিশেষ করে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা ভয়ে যে, টাইপিং করতে অভ্যস্ত নয়। তবে ধীরে ধীরে আপনার চেষ্টা করলে ভয়েস টাইপিং এর মাধ্যমে, নিজের অভ্যাস গড়ে তুলতে পারবেন।

ভয়েস টাইপিং করতে পারলে, আপনারা দ্রুত যেকোনো কার সাথে চ্যাটিং এ কথা বলতে পারবেন।

এক্ষেত্রে আপনি যদি অনলাইনে লেখালেখি করে টাকা ইনকাম করতে চান? তাহলে ভয়েস টাইপিং এর মাধ্যমে টাইপিং করে প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ের সকল প্রকার স্মার্টফোনের কিবোর্ডগুলোতে ভয়েস টাইপিং করার অপশন রয়েছে। আপনার সেটি চালু করে বাংলা এবং ইংরেজি খুব সহজেই ভয়েস আকারে টাইপিং করতে পারবেন।

  • স্মার্টফোনের জন্য ৭ টি প্রয়োজনীয় এন্ড্রয়েড এপস (ডাউনলোড করুন)

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা মোবাইল দিয়ে টাইপিং করার উপায় খোঁজছিলেন। তাদের জন্য আমরা বিভিন্ন উপায় বলে দিয়েছি। আপনাদের পছন্দমত যেকোনো একটি উপায় অবলম্বন করে মোবাইলে টাইপিং করা শুরু করতে পারেন।

আর সর্বশেষ আলোচনায় আপনাকে বলতে চাই এন্ড্রয়েড মোবাইল ইউজ করলে, সেখানে দ্রুত টাইপিং করার জন্য একটি ভালো কিবোর্ড ইন্সটল করে নেবেন।

এবং সেখানে ভয়েস টাইপিং সেটিং করে নিবেন। যার ফলে দ্রুত বিভিন্ন প্লাটফর্মে চ্যাটিং করতে পারবেন।

এখন এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি আরো কোন কিছু জানার থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এন্ড্রয়েড মোবাইলের জন্য নতুন নতুন অ্যাপস ডাউনলোড করার উপায় জানতে আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ