মায়া!

একটা মেয়ে ৫ বছর রিলেশন রাখার পরও ছেলেটার পালিয়ে বিয়ে করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। সাহস করে সেই ছেলেটার হাত ধরতে পারেনি, শুধুমাত্র পরিবারের দাপটের ভয়ে!
ভোরের আলোয় যে ভালবাসা জন্ম নিয়েছিল, রাতের আধারেই সেই ভালবাসার মৃত্যু হল!
মায়া! 2
তবুও মেয়েটা আজ আফসোস করে।
তবুও সেই ছেলেটার কথা ভেবে এখনো রাতের পর রাত চোখের জল ফেলে। সেই চোখের জল তাকে মনে করিয়ে দেয়, একদিন তাকেও কেউ পাগলের মত ভালবাসতো!

কিন্তু কেন?

কারণ মায়া!
ভালবাসাকে কবর দিলেও ৫ বছরে তিলে তিলে গড়ে উঠা মায়াটাকে সে কবর দিতে পারেনি।
,
মাসিক ৪ হাজার টাকা বেতনে চাকরি করা এক স্কুল দাড়োয়ান একটা ছোট ছেলেকে বাঁচাতে আগুনে ঝাপ দিয়েছিল। সবাই ভেবেছিল, ছেলেটা হয়তো তার সন্তান হবে।
মানুষ বিস্মিত হয়ে গেল, যখন জানতে পারল যে বাচ্চাটা তার রক্তের কেউ লাগেনা!

তাহলে লোকটা কেন এমন করল ?

কারণ মায়া!!
ওই মূহূর্তে আগুনে আটকে যাওয়া অসহায় ছেলেটাকে দেখে ওই দাড়োয়ানের একটা কথাই মনে হয়েছে!
“ওই পোলাডা আমার!”
৭ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের মায়া সে খুজে পেয়েছে এই ছেলের মাঝে!?
,
একজন মা!
স্বামীর হাজার অত্যাচার মুখ বুজে সহ্য করেও সংসারে পড়ে থাকেন। স্বামী তাকে লাথি মারে। চুল ধরে মারধর করে। মাঝে মাঝে খুন্তি দিয়ে ছ্যাকাও দেয়। অত্যাচারের রোলার চালায় তার উপর!

তবুও মা কোন টু শব্দ করেনা! দাতে দাত কামড়ে সংসারে পড়ে থাকেন।
আর নীরবে চোখের জল ফেলেন…….

কিন্তু কেন?

কারণ মায়া!!
সন্তানের মায়া! সংসারের মায়া!
সেই মায়ায় আটকে গেছেন তিনি………..
,
মায়া!!
অনেকটা নেশার মত! এই নেশায় ডুবে যাওয়া মানুষগুলো নির্দ্বিধায় সবকিছু করতে পারে।
একটা মেয়ে একটা ছেলের মায়ায় পড়ে!
একজন বাবা তার সন্তানের মায়ায় পড়ে!
একজন মা তার পরিবারের মায়ায় পড়ে!
চোর ডাকাতও মায়ায় পড়ে যায়!
আপনিও মায়ায় পড়েন!আমিও পড়ি! সেও পড়ে
তিনিও পড়েন!
আমরা সবাই মায়ায় পড়ি……
,
এমন কি রাতের আধারে খরিদ্দার খোজা বেশ্যার বুকেও হঠাৎ করে মায়া জন্ম নেয়,
যখন পুরনো প্রেমিকের স্পর্শকাতর স্থানে নতুন প্রেমিক কামড় দিয়ে যায়……

কথাটা শুনতে যতোটা খারাপ তারচেয়েও হাজার গুন সত্যি!

কিন্তু কেন?

কারণ মায়া!!
রাতের পর রাত কেটে যায়,
তবুও মায়ার নেশা কাটেনা……………

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ