আয় হবে প্রতি ক্লিকে। আপনার এফিলিয়েট লিঙ্কে প্রতিটা ক্লিকের জন্য আপনি পাবেন মিনিমাম $0.04 – ম্যাক্সিমাম $0.35 এবং আপনার এফিলিয়েট লিঙ্কের আন্ডারে ক্লিক করে কেউ রেজিস্ট্রেশন করে মেম্বার হবার পর, সে যা লেনদেন করবে তার ১৫% পাবেন আপনি।
ওহ! প্রোগ্রামটির তো এখনো নামটাই বলা হয়নি। এর নাম হলো, BestChange
এই প্রোগ্রামটি অন্য এফিলিয়েট প্রোগ্রাম থেকে কেন বেশি লাভজনক?
১। লিঙ্কে প্রতি ক্লিকে আর্ন করা যায় (PTC নয়)।
২। ভিজিটর যদি কিছুদিন পর আবার ফিরে এসে ক্লিক করে তবে, আর্নিং আরো বেশি।
৩। মিনিমাম $1 আর্ন হলেই পেমেন্ট তোলা যায়।
৪। প্রতিদিন পেমেন্ট তোলা যায়।
৫। পেমেন্ট মেথড PerfectMoney, BitCoin সহ আরো বেশ কয়েকটি মাধ্যমে নেয়া যায়।
৬। তিন লেভেল আর্নিং হয়। অর্থাৎ, আপনার লিঙ্কে কেউ এফিলিয়েট হলে, তার আর্নিংস থেকে আপনি কমিশন পাবেন, এভাবে ৩লেভেল পর্যন্ত আপনি কমিশন পাবেন।
৭। আপনার রেফারে মেম্বাররা যদি মানি এক্সচেঞ্জ করে থাকেন তাহলে তার থেকেও আপনি কমিশন পাবেন।
এই সাইট থেকে কিভাবে আয় করবেন?
রেজিস্ট্রেশন পর্ব শেষ। এবারে আসল কাজ। লিঙ্কটি প্রমোট করা।
এবারে আপনাকে আয় করার জন্য এফিলিয়েট লিংটি কপি করে এটিকে বিভিন্ন সোশাল মিডিয়া সাইটে পোস্ট করতে হবে। যেমনঃ Facebook, Twitter, Pinterest, Reddit ইত্যাদিতে পোস্ট করবেন।নীচের ছবিট দেখুন, এখানে আপনার এফিলিয়েট লিঙ্ক দেয়া রয়েছে। এই লিঙ্কটি কপি করে Google Shortner থেকে লিঙ্কটি শর্ট করে নিন।
তারপর শর্ট করা লিঙ্কটি বিভিন্ন সোশাল মিডিয়া সাইটে পোস্ট করুণ। আপনার পোস্ট করা লিঙ্কে যতজন ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করবে। এবং সাইটের যেকোন লিঙ্কে ক্লিক করবে, যেকোন লিঙ্কে ক্লিক করলেই প্রতি ক্লিকের জন্য আপনি পাবেন $0.04
অর্থাৎ $1 আয় করতে আপনার মাত্র ২৫টি ক্লিক দরকার। 🙂 আশাকরি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে, আপনার সমস্যা জানান। আমি দ্রুত সমাধান দেবার চেষ্টা করব।
ধন্যবাদ।
Comments (No)