ইন্টারনেট থেকে টাকা আয় করার কথা শুনে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন যে আপনারা একটি ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ঘরে বসে টাকা আয় করতে পারবেন। বর্তমান সময়ে সবথেকে আশ্চর্যজনক আবিষ্কার হলো ইন্টারনেট। অনলাইন পৃথিবীর সবথেকে সবথেকে বড় জনপ্রিয় জিনিস হলো ওয়েবসাইট এবং ব্লগ।
যদি আমাদের কোন বিষয়ে জানতে হয় অথবা কোনো সমস্যার সমাধান চায় তাহলে আমরা কোন কিছু চিন্তা না করে গুগোল এ সার্চ করি। সেখানে আমরা বিভিন্ন ধরনের সমাধান পেয়ে যায়। একভাবে আপনারা বলতে পারেন ইন্টারনেট থেকে বড় জ্ঞানের ভান্ডার আর কিছু নেই।
কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন গুগোল এ সার্চ করার পর যে সমাধান বা তথ্য আমরা পাই সেগুলো কোথা থেকে আসে গুগলকি আমাদের জন্য এই সমাধান গুলি লেখে? না, এই সমস্ত তথ্য আপনারা বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আর ব্লগ থেকে পান। গুগোল এর কাজ হলো এইটুকু যে তারা এই সমস্ত ওয়েবসাইট বা ব্লগের লিঙ্ক কে তাদের ডাটাবেসে স্টোর করে রাখে আর সার্চ রেজাল্টে দেখায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফ্রী ব্লগ কিভাবে বানাবেন?
ব্লগ কি?
ব্লগের কনসেপ্ট ওয়েবসাইটের থেকে সম্পূর্ণ আলাদা। ব্লগ একটি তথ্যের মাধ্যম। ধরে নিন আপনার একটি কোম্পানি রয়েছে যেখানে আপনারা কিছু প্রোডাক্ট বানান। আপনারা সেই কোম্পানির জন্য একটি ওয়েবসাইট বানিয়েছেন। আপনাদের প্রোডাক্টের সম্পর্কে বাইরের দেশে প্রমোট করার জন্য ব্লগ সাহায্য করে।
আপনাদের প্রোডাক্টের ডিটেলস আপনারা ব্লগের মাধ্যমে শেয়ার করেন। এই জন্য ব্লগিং এতটা জনপ্রিয়। যখন আপনারা গুগোলে কোন জিনিসের সম্বন্ধে তথ্য জানার জন্য সার্চ করেন, তখন বেশিরভাগ ফলাফল ব্লগের দেখানো হয়। এবার আপনারা বুঝে গিয়েছেন ব্লগ কি।
ফ্রী ব্লগ কিভাবে বানাবেন?
ফ্রী ব্লগ হলো সেটি, যেখানে আপনাদের একটি টাকাও খরচ করতে হয় না। যদি আপনারা ব্লগিং শিখতে চান তাহলে প্রথমে আপনাদেরকে ফ্রী থেকে শুরু করতে হবে। যখন আপনারা ব্লগিং সম্বন্ধে ভালোভাবে বুঝে যাবেন, যে এটি কিভাবে কাজ করে, তখন আপনারা ইনভেস্ট করতে পারেন।
ফ্রী ব্লগ বানানোর জন্য দুটি জনপ্রিয় প্লাটফর্ম হল ব্লগার আর ওয়ার্ডপ্রেস। আমি আপনাদের আগেই একটি পোষ্টের মাধ্যমে বলে দিয়েছি Blogger vs WordPress এর মধ্যে কোনটি ভাল আর কোনটি খারাপ। এবার আজকে আমরা জানবো ফ্রী ব্লগ কিভাবে বানাবেন?
ব্লগারে ফ্রী ব্লগ কিভাবে বানাবেন?
আমি আপনাদের আগেই বলে দিয়েছি ব্লগার অর্থাৎ ব্লগস্পট গুগলের একটি প্রোডাক্ট। তাই এখানে একাউন্ট বানানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সেটির মাধ্যমে এটিকে এক্সেস করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক –
১) আপনার কম্পিউটারের যেকোন ওয়েব ব্রাউজার খুলুন আর www.blogger.com ওয়েবসাইটে যান।
২) এখানে আপনি আপনার জিমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি আপনি প্রথম দেখে গুগলে লগইন করে থাকেন তাহলে হয়তো আপনাকে লগইন করার জন্য বলবেনা।
৩) লগইন করার পর আপনাকে “Create a new blog” নামের একটি পেজ দেখতে পাবেন। অথবা বাঁদিকে “New blog” নামের একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
৪) এরপর আপনাকে আপনার ব্লগের “Title” দিতে হবে। এটি আপনার ব্লগের নাম হবে। এরপর আপনাকে Next অপশনটিতে ক্লিক করতে হবে।
৫) এরপর পরবর্তী স্টেপে আপনাকে “Address” দিতে হবে সেটি যেন ইউনিক হয়। যদি আপনার দেওয়া নামটি ইউনিক হয় তাহলে আপনাকে দেখানো হবে “This blog address is available”. এরপর Next অপশনটিতে ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে আপনাকে আপনার “Display name” দিতে হবে, যেটি আপনার প্রোফাইল নাম হবে। এরপর “Finish” অপশনটিতে ক্লিক করুন।
এবার আপনার ব্লগ টি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। Address সেকশনে আপনারা যে নামটি দিয়েছিলেন সেটি আপনার ব্লগের address হবে, যেমন banglabloggingdemo.blogspot.com. ফ্রী ব্লগ সর্বদাই একটি sub-domain এর সাথে হয় আর সেটি হল .blogspot.com. এবার আপনারা বুঝতে পারলেন ব্লগ বানানো কতটা সহজ।
ওয়ার্ডপ্রেসে ফ্রী ব্লগ কিভাবে বানাবেন?
ওয়ার্ডপ্রেসে ব্লগ বানানো ব্লগারের মতনই খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক –
১) আপনার কম্পিউটারের যেকোন ওয়েব ব্রাউজার খুলে www.wordpress.com ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, একটি হল ওয়েবসাইটের জন্য আর অপরটি ব্লগের জন্য। দুটোর মধ্যে তেমন কোন পার্থক্য নেই, শুধুমাত্র আপনাদেরকে ওয়েবসাইট আর ব্লগের জন্য আলাদা আলাদা theme সিলেক্ট করার সুযোগ দেয়। আপনারা যে কোন অপশন সিলেক্ট করতে পারেন।
৩) আমি “Blog” অপশনটি সিলেক্ট করেছি আর পরবর্তী পেজে আপনাদেরকে আপনার ব্লগের ক্যাটাগরি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। আমি এখানে “Writing & Books” অপশনটি সিলেক্ট করেছি।
৪) পরবর্তী পেজে আপনার ক্যাটাগরির সাব-ক্যাটাগরি দেখানো হবে। আপনারা যে কোন একটি সিলেক্ট করে নিন।
৫) এবার আপনাদের একটি theme সিলেক্ট করতে হবে, যেটি আপনার ব্লগের ডিজাইন হবে।
৬) পরবর্তী পেজে আপনাদেরকে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য একটি ডোমেইন নেম সিলেক্ট করতে হবে, যে ডোমেইন নেমটি সিলেক্ট করবেন সেটি যেন ইউনিক হয়। এবার আপনাদেরকে “Free” অপশনটিতে ক্লিক করতে হবে।
৭) Plans পেজে “Free” অপশনটি সিলেক্ট করুন।
৮) এবার আপনাদেরকে আপনার একাউন্ট বানাতে হবে। এখানে শুধুমাত্র আপনাদেরকে আপনার ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে “Create My Account” বাটনটিতে ক্লিক করতে হবে।
এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি হয়ে যাবে। এবার আপনাদেরকে একবার আপনার ইমেইল একাউন্ট খুলে ওয়ার্ডপ্রেসের ইমেইল ভেরিফাই করতে হবে। আপনার ওয়েবসাইট বা ব্লগের শেষে .wordpress এক্সটেনশন থাকবে। যখন আপনারা আপনার একাউন্টে লগইন করবেন তখন আপনাদেরকে wordpress.com ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে।
কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে আপনারা আপনাদের পছন্দমত কাস্টমাইজ করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে self-hosted ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হবে। এর জন্য আপনাদের একটি ডোমেইন আর হোস্টিং এর প্রয়োজন হবে। একবার যদি আপনারা এই দুটো জিনিস কিনে নেন তাহলে আপনারা অতি সহজেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন। যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য এই বিষয়ে একটি পোষ্টের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি বলে দেব।
আপনারা ইন্টারনেটে যত ধরনের বড় বড় ব্লগ আর নিউজ ওয়েবসাইট দেখে থাকবেন, সেগুলোর বেশিরভাগই এই প্লাটফর্মে বানানো। যদি আপনারা এটির ব্যবহার শিখতে চান তাহলে আপনাদের জন্য ফ্রী অপশনটি ঠিক হবে।
ব্লগ কিভাবে লিখবেন?
আপনারা ব্লগার ব্লগের নিচে একটি (+) চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনারা ব্লগার ব্লগে লিখতে পারবেন আর ওয়ার্ডপ্রেসে New -> Post এ গিয়ে আপনারা ব্লগ লিখতে পারবেন। এখানে নিচে একটি ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওর মাধ্যমে আপনারা ব্লগার আর ওয়ার্ডপ্রেসে আর্টিকেল কিভাবে লিখবেন যেটি গুগলে রেঙ্ক করবে সেই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর আপনার ব্লগে এপ্লাই করবেন।
Comments (No)