ব্লগ কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিংক তৈরী করার সহজ পদ্ধতি

ব্যাকলিংকের গুরুত্ব সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। কোন একটি সাইটের ব্যাকলিংক যত বেশি থাকবে; সার্চ রেজাল্টে সেই সাইটের উপরের দিকে থাকার সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। ব্লগে কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিংক তৈরী করতে পারি। ব্লগে কমেন্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আজ আমরা আলোচনা করব ব্লগে কমেন্টর মাধ্যমে ব্যাকলিংক তৈরী করার এরকমই কিছু নিয়ম। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সঠিকভাবে ব্লগে কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক তৈরী করা যায়।

ব্লগ কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিংক তৈরী করার সহজ পদ্ধতি

১. যে ব্লগে কমেন্ট করবেন সেই ব্লগের বিষয়বস্তুর সঙ্গে যেন আপনার ব্লগের বিষয়বস্তুর মিল থাকে।

২. কোন ব্লগে কমেন্ট করার সময় এংকর টেক্সটের মাঝে আপনার সাইটের লিঙ্ক দিতে হবে। তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে ঐ সাইটে কমেন্ট করার সময় dofollow লিঙ্ক দেওয়া যায় কিনা। যদি না দেওয়া যায় সেক্ষেত্রে নিচের মত করে html কোড বসাতে হবে।

যেমন: Career Source Bangladesh

৩. কোন ব্লগে কমেন্ট করার সময় ঐ ব্লগের বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে।

৪. কমেন্ট করার সময় শুরুতেই ব্লগার বা রাইটার এর নাম দিয়ে শুরু করবেন।

৫. আপনার কমেন্টটি যেন তথ্যবহুল বা গঠনমূলক হয়। কমেন্টের কোন কথা যেন অসম্পূর্ণ না থাকে।

৬. ভুলেও ব্লগারের উদ্দেশ্যে ঘৃণা বা তিরস্কারমূলক কোন কমেন্ট করবেন না।

৭. আপনার পূর্বে অন্যরা কিভাবে কমেন্ট করেছে সেটি লক্ষ্য করুন। তবে তাদের কমেন্ট নকল করবেন না। কিভাবে তাদের চেয়েও ভাল কমেন্ট করা যায় সে চেষ্টা করুন।

৮. কমেন্ট করার সময় কখনেই কঠিন শব্দ ব্যবহার করবেন না। কমেন্ট সহজ সরল ভাষায় লিখবেন। বানান যেন ভুল না যায় সেদিক খেয়াল রাখবেন।

৯. পোস্ট বা কমেন্ট একটু প্রশংসামূলক করবেন যেন পাঠকেরা পড়ে তৃপ্তি পায়।

১০. সবসময় সংক্ষিপ্ত গঠনমূলক কমেন্ট করবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ