আস্সালামুয়ালাইকুম,
আমরা সবাই কম বেশি বিট কয়েন সম্পর্কে জানি। তার পর ও যারা নতুন তাদের জন্য একটু জানাচ্ছি
বিট কয়েন কি?
বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে।
বিট কয়েন এর দাম
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ৪৫০.৬০ ডলার
অর্থাৎ 1 BITCOIN = $450.60
এ দাম প্রায় প্রত্যেক দিন বাড়ছে আর কমছে তাই কেউ এর সঠিক দাম বলতে পারবে না।
বিট কয়েন লেনদেন
বিট কয়েন লেনদেন অনেকটা পেইজা, পেপাল, মানি বুকার্স লেনদেন এর মত,
অথ্যাৎ আপনার একটা ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট থাকবে যেখানে আপনার সকল বিট কয়েন জমা থাকবে।
আপনি আপনার প্রয়োজন মত সেই কয়েন তুলতে পারবেন।
ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি
১) ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট তৈরি করার জন্য এই লিংকে প্রবেশ করুন
২) রেজিস্ট্রেশন ফরম আসলে, রেজিস্ট্রেশন ফরমের
আপনার email,আপনার Password দিয়ে,Create Bitcoin Wallet এ ক্লিক করুন
৩) আপনার eMail এ গিয়ে আইডিটি ভেরিপাইড করুন
হয়ে গেলে ওয়ারলেট বা বিট কয়েন জমার একাউন্ট
বিট কয়েন অ্যাড্রেস তৈরি
১) বিট কয়েন আইডি লগিন করে Setting এ গিয়ে Bitcoin Addresses এ ক্লিক করুন এখানে আপনার জন্য একটি অ্যাড্রেস তৈরি করা থাকবে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন।
অথবা নতুন অ্যাড্রেস তৈরি করতে 1) + Create New Address এ ক্লিক করুন
বিট কয়েন আর্ন করার জন্য এই এড্রেসস টা ব্যবহার করতে হবে
একটা কথা বলতে চাই।ইনকাম এর সাইট গুল তে রেফারেল এর একটা বেপার আছে যা আপনার ইনকাম কে কিছুটা বারিয়ে দেবে। সর্ব পরি এটা একটা এক্সট্রা ইনকাম এর জন্য। কেউ এটা করে রাতারাতি বর হতে পারবেন না। সবচে মজার বেপার হচ্ছে এতাতে কোন ইনভেস্টমেন্ট করতে হয় না। স কোন রিস্ক নাই PTC সাইট গুলার মত।
এবার মুল কথায় আসি
মোবাইল এর যে রিচার্জ সাইট আছে সেটা হল
https://www.bitrefill.com/bangladesh/
রিচার্জ এর জন্য আপনাকে ওপরের লিঙ্ক এ ক্লিক করতে হবে। করলে নিচের মত একটি পেজ আসবে
যে অপারেটর এ রিচার্জ করবেন সেটাতে ক্লিক করুন। আমি এয়ারটেল সিলেক্ট করেছি
নাম্বার দিন check এ ক্লিক করুন। তার পর এর পেজ এ আপনার ইমেইল এড্ড্রেস দিন আপনার এমাউন্ট দিন
পেজ এ ডিটেইল দেয়া থাকবে। ইমেজ এর এড্রেস এ দিবেন না। কারন ওইটা আমার অ্যাড্রেস … 😛
1-10 মিনিট এর মধ্য আপনার ফোন এ টাকা চলে যাবে
যে অ্যাপ দুটির মাধ্যমে বিট কয়েন ইনকাম করব একটির নাম
এই অ্যাপ এর মাধ্যমে আপনি ১ ঘন্টা পর পর ৫০০ সাতশি ইঞ্চমে করতে পারবেন। ১ ঘন্টা পর আপনার ফোন এ অ্যাপ এ গিয়ে clam আসবে জাস্ট নেট কানেকসন করে অ্যাপ এ ধুকবেন। এখান থেকে আপনাকে প্রতি ঘন্টায় একটি করে ক্যাপচা দেওয়াহবে। ক্যাপচা ঠিকঠাক মত পুরন করবেন। আপনি সাইটে রেজিস্ট্রেশন এর সময় স্রেফআপনার বিটকয়েন অ্যাড্রেস লাগবে। এখানে আপনি প্রতিবার ক্যাপচা পুরন করলেফ্রি প্লে তে৫০০ সাতশি – ৫০০০০+ আর্ন করতে পারবেন।
এছাড়া অন্যান্য উপায়ে কয়েন বৃদ্ধি করতে পারবেন, তবে এখন সুধুমাত্র ফ্রিপ্লে করাই ভাল এখান থেকে আপনি ১০০০০ হলে কয়েন উইথড্র করতে পারবেন তবে শুধু রবিবার এ।আর কয়েন উইথড্র করলে কয়েন সরাসরি আপনার coinbase অ্যাকাউন্ট এ যুক্ত হবে।
বেশি বিটকয়েন উপার্জনের জন্য zero vpn প্লে স্টোর থেকে নামিয়ে নিন এবং সিংগাপুর সিলেক্ট করুন।
যাদের এন্ড্রয়েড নেই, তারা এখানে ক্লিক করুন
বিঃদ্রঃ যারা বেশি আর্ন করতে চান তারা অনেক গুলো একাউন্ট খুলতে পারেন। শুধু মোবাইল ডাটা অফ করে অন করুন।
২য় অ্যাপ টি নাম
এই অ্যাপ এর মাধ্যমে আপনি ৩০ মিনিট পর পর ৫০০ সাতশি ইঞ্চমে করতে পারবেন। ৩০ মিনিট পর আপনার ফোন এ নোটিফিকেশান আসবে জাস্ট নেট কানেকসন করে অ্যাপ এ ধুকবেন একটা অ্যাড দিবে। কেটে দিবেন ৫০০ সাতসি দিবে। ৫৫০০ বা তার উপর এ গেলে আপনার বিট কয়েন এড্রেস এ শুক্রবার এ অটো চলে যাবে। তার আগে সেটিং এ ঢুকে আপনার বিট কয়েন অ্যাড্রেস টা দিয়ে নিবেন।
আপনি চাইলে আমার ইনভাইটেসন কোড J2K0A2দিতে পারেন। এতে আপনি এবং আমি দুজন ই ২৫০০ সাতসি করে পাব।
বিঃদ্রঃ যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তারা BitMaker অ্যাপটি না ব্যবহার করাই ভাল। ওয়াই ফাই ব্যবহার কারি রা BitMaker ব্যবহার করুন।
আজ এ টুকুই সবাই ভাল থাকবেন।
আগামিতে আরো নতুন কিছু নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।
Comments (No)